আবারও ময়দানে কঙ্গনা। স্বরা, তাপসী, অনুরাগের পর এ বার তাঁর নিশানা সুশান্ত সিংহ রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’-র কো-স্টার সঞ্জনা সঙ্ঘী। কঙ্গনার প্রশ্ন, “সুশান্তের সঙ্গে তাঁর এত হৃদ্যতা, নিখাদ বন্ধুত্বের কথা আগে কেন বলেননি সঞ্জনা? যখন সঞ্জনাকে ‘ধর্ষণ’ করার মিথ্যে অভিযোগ উঠেছিল সুশান্তের বিরুদ্ধে তখন কেন একটা দীর্ঘ সময় চুপ ছিলেন তিনি?”
সাল ২০১৮। #মিটু ঝড়ে উত্তাল বলিউড। একে একে ফেঁসে যাচ্ছেন কৈলাশ খের, অনু মালিকেরা। ঠিক এই সময়েই বিভিন্ন সংবাদমাধ্যমে ছাপা হয় সুশান্তের ‘দিল বেচারা’ কো-স্টার সঞ্জনা সঙ্ঘী নাকি সুশান্তের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন। সে সময় মায়ের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণে বেরিয়েছিলেন সঞ্জনা। অনেক চেষ্টা করেও তাঁর বয়ান পাওয়া যাচ্ছিল না। যোগাযোগ করা যাচ্ছিল না তাঁর সঙ্গে। এ দিকে ‘ধর্ষক’, ‘মলেস্টার’, ‘খারাপ লোক’ ইত্যাদি তকমা পেতে পেতে ক্লান্ত সুশান্ত নিজেকে নির্দোষ প্রমাণের জন্য সঞ্জনার সঙ্গে তাঁর যাবতীয় চ্যাট শেয়ার করেন জনসমক্ষে।
বিদেশ থেকে ফিরে যদিও সুশান্তকে নির্দোষ বলেন সঞ্জনা। সুশান্তের বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগকে ভিত্তিহীন বলেও উল্লেখ করেন তিনি। কিন্তু ততদিনে যা দেরি হওয়ার হয়ে গিয়েছে। রাজীব মসন্দ নাম না করেই সুশান্তকে আখ্যা দিয়েছেন ‘স্কার্ট চেজার’। জনসমক্ষে সুশান্তের ইমেজেরও অনেকটাই ক্ষতি হয়ে গিয়েছেন।
আরও পড়ুন- ব্লকবাস্টার ডেবিউ, জাতীয় পুরস্কার... তাও কেন হারিয়ে গেলেন ‘তুম বিন’-এর পিয়া?
দেখুন কঙ্গনার টুইট
Many blinds claimed tht Sushant raped Sanjana,such news abt her harassment wr common in those days,Why Sanjana took her own sweet time to clarify?Why she nvr spoke so passionately abt her friendship with him when he ws alive? @mumbaipolice cn investigate🙏https://t.co/C2wvzuXuGU
— Kangana Ranaut (@KanganaTeam) July 22, 2020
আর কঙ্গনার প্রশ্ন এখানেই। ওই মিথ্যে প্রকাশের সঙ্গে সঙ্গেই কেন গর্জে উঠলেন না সঞ্জনা। কেন এতটা সময় লাগল তাঁর? জিজ্ঞাসা করেছেন ‘কুইন’। সুশান্তের মৃত্যুর পর থেকেই তাঁকে নিয়ে, তাঁদের বন্ধুত্ব নিয়ে একের পর এক পোস্ট শেয়ার করছেন সঞ্জনা। লাইভে এসে সুশান্তের জন্য কান্নায় ভেঙে পড়তেই দেখা গিয়েছে তাঁকে। কঙ্গনার আবারও প্রশ্ন, সুশান্ত যদি সঞ্জনার এতই ভাল বন্ধু হয় তবে সে বেঁচে থাকতে সে কথা কেন খুললামখুল্লা বলেননি ‘কিজি বসু’? শুধু তাই নয়, গোটা ঘটনাটি মুম্বই পুলিশকেও অনুসন্ধান করার আর্জি জানিয়েছেন কঙ্গনা।
আরও পড়ুন- ক্রমশ সুস্থ বিগ বি, ছোটা বচ্চন, হাসপাতাল থেকে ছুটি শিগগিরিই?
অন্য দিকে কিছু দিন আগে এক সংবাদমাধ্যমে সঞ্জনাকে সুশান্তের উপর #মিটু কেস সম্পর্কে প্রশ্ন করা হলে মুখ খুলেছেন সঞ্জনাও। তিনি বলেন, ওই মিথ্যে অভিযোগ তাঁদের দু’জনের বন্ধুত্বে কোনও প্রভাব ফেলেনি। সুশান্ত তাঁকে জিজ্ঞাসা করেছিলেন, তাঁদের ব্যক্তিগত চ্যাট লোকসমুক্ষে আনবেন কী না? সঞ্জনা সম্মতি দিলে তাই করেন সুশান্ত। কিন্তু তাতেও লাভ হয়নি। সঞ্জনার কথায়, “এর পর আমি নিজে এই অভিযোগকে ভিত্তিহীন বললেও মানুষ তা শোনেননি”। সুশান্ত মৃত্যু তদন্তে জেরা করা হয়েছিল সঞ্জনাকেও। পুলিশ সূত্রে খবর সেখানেও তিনি সুশান্তের উপর আনা এই অভিযোগকে উড়িয়ে দিয়েছেন।