Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Sushant Singh Rajput

দুই রণবীরের ড্রাগ পরীক্ষা হোক, নতুন দাবি কঙ্গনার

কঙ্গনা এক সাক্ষাৎকারে বলেন, বলিউডে অনেক তারকাই নাকি ড্রাগস নিয়ে থাকেন।

বলিউড পার্টিতেও মাদক সেবনে মাতেন তারকারা, বিস্ফোরক কঙ্গনা। গ্রাফিক: তিয়াসা দাস

বলিউড পার্টিতেও মাদক সেবনে মাতেন তারকারা, বিস্ফোরক কঙ্গনা। গ্রাফিক: তিয়াসা দাস

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২০ ১৭:২১
Share: Save:

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর থেকেই কঙ্গনা রানাউত এক্কেবারে ‘রণং দেহী’ মেজাজে। বলিউডের ঝলমলে দুনিয়ার পিছনে চুপ করে লুকিয়ে অন্ধকার দুনিয়ার চেহারাটা ‘ফাঁস’ করার দায়িত্ব যেন তিনি নিজেই কাঁধেই তুলে নিয়েছেন।

স্বজনপোষণ থেকে কাস্টিং কাউচ— প্রায় সব বিষয়েই সপ্তমে সুর চড়িয়ে প্রতিবাদ করেছেন তিনি। তাঁর কথার আঘাত আরব সাগরের দুরন্ত ঢেউয়ের মতোই যেন তছনছ করে দিয়েছে ‘এ-লিস্টার’দের সাজানো প্রাসাদ।

এ বার তিনি মুখ খুললেন বলি তারকাদের মাদক-অভ্যাস নিয়ে। সুশান্তের ড্রাগস নেওয়ার তথ্য সামনে আসতে তা বিভিন্ন প্রশ্ন উস্কে দিয়েছে মানুষের মনে। ঠিক তখনই কঙ্গনা এক সাক্ষাৎকারে বলেন, বলিউডে এটা নতুন কোনও বিষয় নয়। অনেক তারকাই নাকি ড্রাগস নিয়ে থাকেন।

আত্মবিশ্বাসের সুরে তিনি বলেন, বি-টাউনের ৯৯ শতাংশ তারকাই নাকি মাদকে অভ্যস্ত। টুইটারে প্রধানমন্ত্রীর অফিসকে ট্যাগ করে তিনি রণবীর সিংহ, অয়ন মুখোপাধ্যায়, রণবীর কপূর, ভিকি কৌশলের রক্তের নমুনা নেওয়ার অনুরোধ করেন ড্রাগ পরীক্ষার জন্য। তাঁর মতে এই ‘ইয়ং ব্রিগেড’-এর ড্রাগস নেওয়ার কানাঘুষো অনেক আগে থেকেই শোনা গিয়েছে বলিপাড়ার অলিগলিতে।

আরও পড়ুন: বিজেপি অফিসে ৫৩ বার ফোন, মরিশাসে যৌন হেনস্থা, সুশান্তের বন্ধু সন্দীপের গতিবিধি নিয়ে রহস্য ঘনীভূত

‘মণিকর্ণিকা’র মতে অনেক তারকা বয়সের সঙ্গে সঙ্গে এ সব অভ্যাস ছেড়ে দিলেও এই নেশার জালে এখনও স্বেচ্ছাবন্দি বলিউডের মায়াবী জগৎ। সুশান্তের মৃত্যুর তদন্তের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো যোগ দেওয়ার পরেই কার্যত এ নিয়ে বিস্ফোরক অভিনেত্রী। বলিউড পার্টিতেও অবাধে মাদক সেবনে মাতেন তারকারা— এমন মন্তব্য করতেও পিছুপা হননি ‘কন্ট্রোভার্সি কুইন’-এর শিরোপা মাথায় তুলে নেওয়া কঙ্গনা রানাউত।


এর আগেও কর্ণ জোহর তাঁর বাড়িতে অনুষ্ঠিত পার্টির একটি ভিডিয়ো শেয়ার করে বিতর্কের মুখে পড়েন। সেই ভিডিয়োতে দেখা যায় রণবীর কপুর, দীপিকা পাড়ুকোন, ভিকি কৌশল, বরুণ ধওয়নদের মতো ‘এ-লিস্টার’দের। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব-সহ অনেকেই ওই ভিডিয়োতে তারকাদের গতিবিধি দেখে মাদক সেবনের অভিযোগ তোলেন সেই সময়। কঙ্গনার কয়েক শব্দের এই টুইট যেন আবার উস্কে দিল চাপা পড়ে যাওয়া পুরানো সেই জল্পনাকে।

আরও পড়ুন: নাগিন নাচে সোশ্যাল মিডিয়া মাতালেন শার্লিন চোপড়া, সঙ্গে কে?​

অন্য বিষয়গুলি:

Kangana Ranaut Actress Actor Bollywood Sushant Singh Rajput Death Sushant Singh Rajput Drug Abuse Drugs
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy