করোনার টিকা নিলেন অভিনেতা-রাজনীতিবিদন কমল হাসন
করোনার টিকা নিলেন কমল হাসন। মঙ্গলবার টুইট করে, নিজেই জানালেন সে কথা। দেশকে করোনামুক্ত করতে চলছে দ্বিতীয় দফা টিকাকরণ অভিযান। ১ মার্চ থেকে শুরু হওয়া এই অভিযানে নিজেকে শামিল করলেন দক্ষিণী সুপারস্টার। এর পরেই ৬৬ বছরের অভিনেতা জনসাধারণকে উৎসাহিত করতে টুইটে লেখেন, ‘যাঁরা শুধু নিজের নয়, চারপাশের মানুষের কথা ভাবেন, তাঁরাই অভিযানে শামিল হবেন। আমি যেমন শ্রীরামচন্দ্র হাসপাতাল থেকে টিকা নিয়েছি’। সেই টিকা নেওয়ার সময়ের ছবিও তিনি শেয়ার করেন নেটমাধ্যমে।
কিংবদন্তি অভিনেতা-রাজনীতিবিদ টিকাকরণের জন্য আহ্বান জানিয়েই থেমে যাননি। আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে টুইটে তিনি আরও বলেছেন, ‘এ মাসে করোনার সঙ্গে লড়াই করার জন্য টিকাকরণ চলছে। আগামী মাসে দুর্নীতির বিরুদ্ধে টিকাদান শুরু হবে’। ৬ এপ্রিল তামিলনাড়ুতে নির্বাচন। সেখানে কমলের দল ‘মক্কল নীধি মইয়ম’ লড়বে। যাদের মূল মন্ত্র, ‘দু্র্নীতি মুক্ত রাজনীতি’।
দ্বিতীয় দফার অভিযানে কো-মর্বিডিটিতে আক্রান্তদের টিকাকরণ হচ্ছে। ৪৫ থেকে ৫৯ বছর বয়সের নাগরিকদের প্রতিষেধক দেওয়ার ব্যবস্থাও রয়েছে। নিজের ছবি নেটমাধ্যমে দেখিয়ে সেই নাগরিকদেরই টিকা নিতে উৎসাহ দিলেন অভিনেতা।
ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் கொரோனாவைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். தன் மேல் மாத்திரமல்ல, பிறர் மேல் அக்கறையுள்ளவர்களும் போட்டுக்கொள்ள வேண்டும். உடல் நோய்த் தடுப்பூசி உடனடியாக, ஊழல் நோய்த் தடுப்பூசி அடுத்த மாதம். தயாராகிவிடுங்கள். pic.twitter.com/SmZEUr4qqT
— Kamal Haasan (@ikamalhaasan) March 2, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy