রাজ-শিল্পা।
ট্রোল করতে গিয়ে নিজেই ট্রোলড হয়ে গেলেন কেআরকে ওরফে কমল আর খান।
ভেবেছিলেন সোশ্যাল মিডিয়ায় স্ত্রী শিল্পা শেট্টির সঙ্গে টিকটক করার জন্য বিঁধবেন রাজ কুন্দ্রাকে, কিন্তু ফল হল ঠিক তার উল্টো। মিষ্টি ভাষায় কেআরকে-কে একহাত নিলেন শিল্পার স্বামী।
লকডাউনে বাসন মেজে, ওয়ার্কআউট করে, বাগান পরিষ্কার করার পরেও শিল্পা শেট্টির বেঁচে যাচ্ছে অনেকখানি সময়। আর সেই অবসরে ইদানীং স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে টিকটকে ভিডিয়ো করার নেশায় মেতেছেন শিল্পা শেট্টি। আর সেখানেই আপত্তি কেআরকে’র। টুইটারে রাখঢাক না করেই তিনি লেখেন, “হিরোইন স্ত্রী হওয়ার সবচেয়ে বেশি ফায়দা যদি কেউ নিয়ে থাকেন তবে তিনি রাজ কুন্দ্রা। সারা দিন বাড়ি বসে বসে শিল্পার সঙ্গে টিকটক করেন।”
আরও পড়ুন- ফুলের টবে জাতীয় পতাকা রেখে তোপের মুখে করিনা-সইফ
দেখুন রাজের টুইট
Sir Jaisey KRK sub ko manoranjan dethey hai humara bhi farz banta hai Janta ko lock down mein entertained rakhney ka...nahi tho lok #EkVillain aur #Deshdrohi na samaj baithey 🙏 https://t.co/povNPjwxyv
— Raj Kundra (@TheRajKundra) April 19, 2020
ঠান্ডা মাথায় রাজ লেখেন, “স্যর, আপনি যেমন সারাদিন ধরে সবার মনোরঞ্জন করে যান, এই লকডাউনে আমাদের উপরেও তো কিছু দায়িত্ব বর্তায়। নয়ত লোক ‘দেশদ্রোহী’ ভেবে বসবে।” ‘দেশদ্রোহী’ কেআরকে অভিনীত ছবি। বক্স অফিসে চুড়ান্ত ফ্লপ করেছিল। সেই প্রসঙ্গ টেনে এনেই হাল্কা করে খোঁচা দিয়ে দিলেন রাজ। নেটাগরিকদের সমর্থনও রাজের দিকেই। কমেন্ট বক্সে অনেকেই রাজকে বলেছেন, “কেআরকে’ র মতো একজন কাজ কর্মহীন মানুষের প্রশ্নের জবাব দেওয়ার কোনও মানেই হয় না।”
আরও পড়ুন- লকডাউনে দিশাহারা বাংলা গান, শিল্পী-কলাকুশলীরা খাবেন কী?
কেআরকে’র জীবনে বিতর্ক অবশ্য নতুন নয়। সেলেবদের বিরুদ্ধে আলটপকা মন্তব্য করেই লাইমলাইটে থাকার চেষ্টায় বুঁদ হয়ে থাকেন কমল আর খান।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy