মঙ্গলবার প্রাক্তন ‘বিগ বস’ প্রতিযোগী তথা অভিনেতা কমল রশিদ খানকে গ্রেফতার করল মলাড পুলিশ। ২০২০ সালে একটি বিতর্কিত টুইটের জন্য তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। মুম্বই বিমানবন্দর থেকে তাঁকে আটক করে পুলিশ। মুম্বই পুলিশ সূত্রে খবর, তাঁকে বোরিভালি কোর্টে নিয়ে যাওয়া হবে।
২০২০ সালে ঋষি কপূর এবং ইরফান খান সম্পর্কে অবমাননাকর টুইটের অভিযোগে তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ নথিভুক্ত করা হয়।
মুম্বইয়ের এক সংবাদ সংস্থাকে এক আধিকারিক জানান, প্রয়াত দুই অভিনেতার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগে ২৯৪ ধারা এবং ভারতীয় দণ্ডবিধির অন্যান্য বিধানের অধীনে কমলের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে।
শুধু ঋষি কপূর বা ইরফান নন, টুইটারে একাধিকবার বলিউড অভিনেতাদের আক্রমণ করেছেন তিনি। সলমন খান, শাহরুখ খান থেকে অনুষ্কা শর্মা—বাদ যাননি কেউই। কিছু দিন আগে বিরাট কোহলীর মানসিক স্বাস্থ্য নিয়েও প্রশ্ন তুলেছিলেন কমল।