Advertisement
১৯ জানুয়ারি ২০২৫
Kanguva reactions

স্বামীর ছবি সমালোচিত, প্রতিবাদ করলেন সুরিয়ার স্ত্রী জ্যোতিকা, ‘কাঙ্গুয়া’ নিয়ে সমস্যা কোথায়?

মুক্তির দিন থেকেই ‘কাঙ্গুয়া’ সম্বন্ধে সমাজমাধ্যমে নেতিবাচক মন্তব্য ভরে উঠেছে। এ বার কটাক্ষের জবাব দিলেন ছবির অভিনেত্রী সুরিয়ার স্ত্রী জ্যোতিকা।

Jyothika is proud of husband Suriya amid Kanguva criticism says reviewers forgot about good parts

একটি অনুষ্ঠানে স্ত্রী জ্যোতিকার সঙ্গে অভিনেতা সুরিয়া। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৪ ১৮:১২
Share: Save:

শুক্রবার ছবি মুক্তি পেয়েছে। নির্মাতাদের দাবি, ‘কাঙ্গুয়া’ বিশ্বের বক্স অফিসে দু’দিনে ৯০ কোটি টাকার ব্যবসা করেছে। কিন্তু তার পরেও সুরিয়া অভিনীত ছবিটিকে নিয়ে সমালোচনা থামছে না। এ বার স্বামীর ছবির পক্ষে কথা বললেন সুরিয়ার স্ত্রী তথা অভিনেত্রী জ্যোতিকা।

‘কাঙ্গুয়া’ মুক্তির পর অনেকেই সমাজমাধ্যমে দাবি করেছেন, ছবিটির আবহসঙ্গীত খুবই উচ্চকিত, যা ছবি দেখার পথে বাধা হয়ে দাঁড়ায়। ছবি ঘিরে নেতিবাচক মন্তব্যগুলিকে এক হাত নিয়েছেন জ্যোতিকা। রবিবার সমাজমাধ্যমে তিনি একটি দীর্ঘ পোস্ট করেন। তিনি জানিয়েছেন, সুরিয়ার স্ত্রী হিসেবে নয়, বরং একজন সিনেমাপ্রেমী দর্শক হিসেবেই তিনি পোস্টটি করেছেন।

নিজের পোস্টে সুরিয়ার উদ্দেশে জ্যোতিকা লেখেন, ‘‘একজন অভিনেতা হিসেবে ছবিটিকে তুমি যে ভাবে এগিয়ে নিয়ে গিয়েছ, তাতে আমি গর্বিত।’’ একই সঙ্গে অভিনেত্রী স্বীকার করেছেন যে, ছবির প্রথম আধ ঘণ্টার আবহসঙ্গীত উচ্চকিত। কিন্তু জ্যোতিকার কথায়, ‘‘সিংহভাগ ভারতীয় ছবিই তো ত্রুটিপূর্ণ!’’

জ্যোতিকা তাঁর পোস্টে জানিয়েছেন, যে ভাবে ছবিটি সম্পর্কে সমালোচকেরা এবং সমাজমাধ্যম ব্যবহারকারীরা নেতিবাচক মন্তব্য ছড়িয়ে দিচ্ছেন, তা দেখে তিনি বিস্মিত। জ্যোতিকা লেখেন, ‘‘ছবিটির রিভিউ করতে গিয়ে আমার মনে হয়, ভাল দিকগুলো অনেকেই ভুলে গিয়েছেন।’’ সুরিয়া অবশ্য এখনও পর্যন্ত এই প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া জানাননি। উল্লেখ্য, ছবিতে সুরিয়ার বিপরীতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ববি দেওল।

অন্য বিষয়গুলি:

Kanguva South Films Suriya Bobby Deol Jyothika
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy