জুহি চাওলা।
শ্রেণী বিভাজনের শিক্ষা দেওয়া হল অভিনেত্রীকে। একই সঙ্গে মনে করানো হল তারকা থেকে শুরু করে পরিযায়ী শ্রমিকদের আত্মহত্যার কথা।
কী বলেছিলেন বলিউড নায়িকা জুহি চাওলা?
পরিবেশ দূষণের মাত্রা বাড়তে দেখে হতাশ জুহি। বারান্দায় দাঁড়িয়ে প্রাণভরে নিঃশ্বাস নিতে গিয়ে ধুলো ঢুকে যাচ্ছে নাকে মুখে। আর তাই লকডাউনের সময়টাকে মিস করছেন তিনি। সেই স্তব্ধ সময়টায় একটা জিনিস অন্তত ভাল ছিল বলে মনে করেন অভিনেত্রী। ঘরের বাইরে মানুষের চলাচল বন্ধ হয়ে যাওয়ার ফলে পরিবেশ যেন প্রাণ ফিরে পেয়েছিল।
What has happened to the air in Mumbai ..?? I tried to walk in my balcony... and I felt like I was inhaling dust... only dust 🥺Maybe the lockdown wasn’t so bad after all, I remember the air being so blissfully clear 😇🤩🤩
— Juhi Chawla (@iam_juhi) January 12, 2021
আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় আনতে চাননি, তবুও জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই নেটে বিরুষ্কার সন্তানের ছবি?
টুইটারে তাঁর এই পোস্ট পড়ে ক্ষুব্ধ নেটাগরিকের একাংশ। তাঁদের কারওর দাবি, লকডাউনের সময়ে দেশের নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত মানুষের রুজিরুটি বন্ধ হয়ে গিয়েছিল। সে কথা কি তিনি ভুলে গেলেন? সেই সময়ে একাধিক মানুষ কাজের অভাবে মানসিক অবসাদে ভুগতে শুরু করেছিলেন। কেউ কেউ নিজের প্রাণকেও শেষ করে দিতে বাধ্য হয়েছিলেন। সে সব জুহি চাওলার মনে পড়ে না আর? কেউ কেউ আবার তাঁর মাথার আকাশ আর বস্তি এলাকার মানুষের মাথার আকাশের পার্থক্য বোঝাতে কমেন্ট করলেন। প্রশ্ন তুললেন, নায়িকা যে ভাবে থাকেন, এক বার বারান্দায় বেরলে নাকে ধুলো যায়। কিন্তু যাঁরা ধুলোর মধ্যেই বাস করেন, তাঁদের জীবনটা যাপন করতে পারবেন তিনি?
আরও পড়ুন: বিরাট-অনুষ্কার সদ্যোজাত এবং তৈমুর মিম ও ট্রোলের মুখে
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy