প্রিয়াংশু
থরের সঙ্গে টক্কর দিতে দেখা গিয়েছে তাঁকে সম্প্রতি। থর অর্থাৎ ক্রিস হেমসওয়র্থের সদ্য মুক্তিপ্রাপ্ত নেটফ্লিক্স ফিল্ম ‘এক্সট্র্যাকশন’-এ প্রধান খলচরিত্রে অভিনয় করেছেন প্রিয়াংশু পাইনুলি। যাঁকে ‘ভাবেশ জোশী’ হিসেবেই বেশি মনে রেখেছেন দর্শক। বলিউডে প্রিয়াংশুর প্রথম বড় ব্রেক ‘রক অন টু’ হলেও ‘ভাবেশ জোশী সুপারহিরো’র পর থেকেই দর্শক-পরিচালকের চোখে পড়তে শুরু করেছিলেন থিয়েটার থেকে আসা এই তরুণ অভিনেতা।
‘এক্সট্র্যাকশন’ খুব বেশি প্রশংসিত না হলেও সমালোচক মহলে নজর কেড়েছে প্রিয়াংশুর কাজ। বিশেষ করে, বাংলাদেশি ড্রাগলর্ডের চরিত্রে তাঁর সাবলীল অভিনয়ের পাশাপাশি বাঙাল ভাষায় বলা সংলাপ। ‘‘বাংলাদেশের এক তরুণ পরিচালক রাফায়েলের থেকে তালিম নিয়েছিলাম। আমার কাছে বাংলা শেখাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এই ছবিতে। ভিডিয়ো কনফারেন্সে ডিকশন ক্লাস নিতাম নিয়মিত,’’ বললেন প্রিয়াংশু। ক্রিস হেমসওয়র্থের সঙ্গে প্রথম আলাপ অবশ্য যেমনটা ভেবেছিলেন, তেমনটা হয়নি। ‘‘ভেবেছিলাম, অত বড় মাপের একজন আন্তর্জাতিক তারকা, নিশ্চয়ই ফরম্যালি ইন্ট্রোডিউস করানো হবে। একদিন মেকআপ ভ্যানে বসে আছি, হঠাৎ আয়নায় দেখি পিছনের দরজা ঠেলে ক্রিস ঢুকে পড়ল রুমে। ‘হ্যালো’ বলে নিজেই কথা বলতে শুরু করে দিল। আমরা খুব সহজেই বন্ধু হয়ে গিয়েছিলাম তার পর। সিনেমা, খাওয়াদাওয়া সব কিছু নিয়ে আড্ডা চলত কাজের ফাঁকে। ক্রিস খুবই ডাউন টু আর্থ,’’ সহ-অভিনেতা সম্পর্কে বললেন প্রিয়াংশু।
লকডাউনের ঠিক আগেই ‘রশ্মি রকেট’-এর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন অভিনেতা, যেখানে তাঁকে দেখা যাবে তাপসী পান্নুর বিপরীতে। ছবিতে এক আর্মি অফিসারের চরিত্রে প্রিয়াংশু। তখনই লকডাউনে বাতিল হয়ে যায় ছবির শিডিউল। এর পর ‘মির্জ়াপুর’-এর দ্বিতীয় সিজ়নে ‘সারপ্রাইজ় প্যাকেজ’ হিসেবে দেখা যাবে প্রিয়াংশুকে। বিশাল ভরদ্বাজ ‘মিডনাইটস চিলড্রেন’ অবলম্বনে তাঁর আসন্ন সিরিজ়ের জন্যও ভেবেছেন প্রিয়াংশুকে, যে প্রজেক্ট ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন ঈশান খট্টর। তবে সে সিরিজ় এখনই হচ্ছে না। সম্প্রতি ‘লকডাউন লাভার্স’ বলে একটি ভার্চুয়াল প্লে-তে শামিল হয়েছেন প্রিয়াংশু। লকডাউনে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট শিখে, রান্না করে আর শর্ট ফিল্মের জন্য গল্প লিখে বাড়িতে সময় কাটাচ্ছেন অভিনেতা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy