গত বছর থেকে সংবাদের শিরোনামে অভিনেতা যিশু সেনগুপ্ত। তবে বেশিটাই তাঁর ব্যক্তিগত জীবনের কারণে। নীলাঞ্জনা শর্মার সঙ্গে তাঁর দীর্ঘ দাম্পত্যজীবনে ফাটল নিয়ে টলিপাড়ায় রয়েছে নানা মত। এ বার মানুষকে সতর্ক করলেন যিশু, যাঁরা নির্দিষ্ট কোনও বিষয়ে ভুল ধারণা দিচ্ছেন তাঁদের নিয়ে।
আরও পড়ুন:
গত বছর থেকেই পরিবার থেকে বিচ্ছিন্ন অভিনেতা। দুই মেয়েকে নিয়ে থাকছেন যিশু-পত্নী নীলাঞ্জনা। শোনা যাচ্ছে নিজের দিদির বাড়িতেই থাকছেন যিশু। পরকীয়ার অভিযোগে বিদ্ধ অভিনেতা। সেই কারণেই নাকি স্ত্রী মেয়েদের সঙ্গে সম্পর্কে যবনিকাপতন যিশুর। মাঝে প্রচারের আলো থেকেও নিজেকে খানিক সরিয়ে রেখেছিলেন। যদিও টিভির পর্দায় ফিরেছেন তিনি। ‘ডান্স বাংলা ডান্স’ অনুষ্ঠানের সঞ্চালকের ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে। এছাড়াও নববর্ষের দিন নতুন কাজ শুরু করেছেন তিনি। অভিনেতা সৌরভ দাসের সঙ্গে যৌথ ভাবে প্রযোজনা সংস্থা খুলেছেন। সেই সংস্থার নামে এ বার ভুয়ো অ্যাকাউন্ট। অভিনেতার নাম ব্যবহার করা হয়েছে সেখানে। যিশুর নজরে পড়তেই সতর্ক করলেন সকলকে।
ভুয়ো ওই অ্যাকাউন্টের স্ক্রিনশট পোস্ট করে যিশু লিখেছেন, ‘‘এই অ্যাকাউন্টটি ভুয়ো। এর বিরুদ্ধে রিপোর্ট করুন। যাতে কেউ ভুলপথে চালিত না হতে পারে কিংবা ভুল বোঝাতে না পারে।’’ যিশুর স্ক্রিনশট অনুযায়ী ফিল্ম প্রোডাকশন হাউসের নামে খোলা হয়েছে অ্যাকাউন্টটি। সঙ্গে ব্যবহার করা হয়েছে যিশুর নতুন প্রযোজনা সংস্থার চিহ্ন।