মহেশ ভট্টের সঙ্গে যিশু।
গত কয়েক বছর ধরেই কেরিয়ারে টলিউড এবং বলিউড সমানতালে ব্যালান্স করে চলেছেন যিশু সেনগুপ্ত। বাংলা ছবির পাশাপাশি তাঁর সিভিতে হিন্দি ছবির সংখ্যাও দীর্ঘ হচ্ছে। সেই তালিকায় যোগ হল নতুন নাম। মহেশ ভট্টের পরিচানায় ‘সড়ক ২’-এ অভিনয় করবেন যিশু।
প্রযোজনা সংস্থা তো বটেই। পূজা ভট্টও টুইট করে নতুন ছবিতে যিশুর থাকার কথা জানিয়েছেন। এই ছবিতে আলিয়া ভট্ট, পূজা ভট্ট, আদিত্য রায় কপূর, সঞ্জয় দত্তের মতো শিল্পীর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন যিশু।
‘সড়ক ২’-এ প্রথমবার মহেশের সঙ্গে কাজ করছেন আলিয়া। স্বাভাবিক ভাবেই আবেগপ্রবণ হয়ে সোশ্যাল মিডিয়ায় আলিয়া লিখেছিলেন, ‘‘...এ যেন স্মৃতির পাহাড়ে ওঠার চেষ্টা। আমি নিশ্চিত চূড়ায় উঠব। যদি পড়েও যাই, আবার উঠে দাঁড়াব। একদম নতুন একটা জার্নি...।’’
১৯৯১-এ মুক্তিপ্রাপ্ত ‘সড়ক’-এর সিক্যুয়েল এই ছবি। সে ছবিতে অভিনয় করেছিলেন পূজা এবং সঞ্জয়। বক্স অফিসে তুমুল সাফল্য পায় সে ছবি। সব কিছু ঠিক থাকলে ২০২০-তে মুক্তি পাবে এই ‘সড়ক ২’।
আরও পড়ুন, অভিনেত্রী না হলে কোন পেশা বেছে নিতেন মিশমি?
My father’s special message to @Jisshusengupta which he imprinted in his trademark ‘capital’ scrawl, on the script of #Sadak2 “In the heart of darkness there is light”. Indeed there is 🖤 @MaheshNBhatt pic.twitter.com/TclghBbCl2
— Pooja Bhatt (@PoojaB1972) June 4, 2019
(সিনেমার প্রথম ঝলক থেকে টাটকা ফিল্ম সমালোচনা - রুপোলি পর্দার বাছাই করা বাংলা খবর জানতে পড়ুন আমাদের বিনোদনের সব খবর বিভাগ।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy