বলিউড বনাম টলিউড। অভিষেক বচ্চন বনাম জিৎ। কী ভাবে?
খুব শিগগিরি বড় পর্দায় বাংলার জনপ্রিয় অভিনেতা আসছেন ‘রাবণ’ অবতারে। দশেরা অর্থাৎ রাবণ বধের দিনে সাড়ম্বরে নিজেই ঘোষণা করলেন জিৎ। ২০১০-এ মণিরত্নমের হাত ধরে দর্শকদের সামনে রাবণকে প্রথম এনেছিলেন অভিষেক বচ্চন। ছবিতে সীতা হয়েছিলেন ঐশ্বর্য রাই। দশমীতে, রাবণ বধের দিনেই এ বার বাংলায় রাবণের প্রথম ঝলক। উপহার দিলেন জিৎ। ইনস্টাগ্রামের ছবি বলছে, পাভেলের ‘অসুর’-এর পর ফের অন্য চেহারায় এই ছবিতে দর্শকদের সামনে আসতে চলেছেন অভিনেতা।
বাংলায় রাবণ-এর পরিচালক এম এন রাজ। প্রযোজনায় জিৎ, গোপাল মদনানি এবং অমিত জুমরানি। ছবি বলছে, এ বারও লম্বা চুল, এক মুখ দাড়ি-গোঁফ থাকবে অভিনেতার। তবে সবটাই কেতাদুরস্ত। তার মধ্যেই লুকিয়ে নিষ্ঠুরতাও। বাঁ দিকের ভ্রূ-তে গভীর কাটা দাগ। বাঁ চোখের মণিও টকটকে লাল! ঠোঁটে ক্রুর হাসি। কালো পোশাকে মুড়ে হাজির অভিনেতা। অতিমারির পরে এ ভাবেই ‘বাজি’মাত করছেন জিৎ।

রাবণের প্রথম পোস্টার।
আনন্দবাজার অনলাইন যোগাযোগের চেষ্টা করেছিল ছবির মুখ্য অভিনেতার সঙ্গে। ফোনে তাঁকে পাওয়া যায়নি। ফলে, ছবির গল্প, বাকি অভিনেতাদের নামও আপাতত অন্ধকারে। তবে জিতের ‘রাবণ’ যে জবরদস্ত অ্যাকশনধর্মী ছবি হতে চলেছে, তা নিয়ে তেমন সন্দেহ নেই। প্রথম পোস্টারে ঘোষণা করা হয়েছে, তাড়াতাড়িই শুরু হবে ছবির কাজ। নিবেদনে জিৎ ফিল্ম ওয়ার্কস।