অভিনয় থেকে তিনি এখন অনেকটাই দূরে। বরং রাজনীতির আঙিনায় তাঁর অবাধ বিচরণ। ২০২৫-এর কেন্দ্রীয় বাজেটকে কটাক্ষ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের দিকে সরাসরি প্রশ্ন ছুড়ে দিলেন সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন। সরকারের বিরুদ্ধে তোপ দেগে জয়া বলেন, ‘‘এরা সিনেমা ইন্ডাস্ট্রিকে হত্যার চেষ্টা করছে।’’
ক্ষুব্ধ সাংসদ জানান, একের পর এক সিনেমাহলে তালা পড়ছে। জিএসটি সরানোর দাবিতেও সরব হয়েছেন তিনি। জয়া বলেন, ‘‘আপনারা একটা শিল্পকে সম্পূর্ণ উপেক্ষা করেছেন। অন্য সরকারও এই একই কাজ করছে। তবে আজ আপনি তাকে একেবারে অন্য পর্যায়ে নিয়ে গিয়েছেন। আপনি সিনেমা এবং বিনোদন শিল্পকে সম্পূর্ণরূপে উপেক্ষা করেছেন। কারণ আপনি শুধুই নিজের উদ্দেশ্য সাধনের জন্য চলচ্চিত্র জগৎকে ব্যবহার করেন।’’
জয়া আরও বলেন, “এ বার জিএসটি বাদ দিন, সমস্ত সিঙ্গল স্ক্রিন (থিয়েটার) বন্ধ হয়ে যাচ্ছে। মানুষ সিনেমাহলে যাচ্ছেন না। কারণ, সিনেমা এতটাই খরচসাপেক্ষ। হয়তো আপনি এই শিল্পকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে চান। এটাই একমাত্র শিল্প, যা সমগ্র বিশ্বকে ভারতের সঙ্গে সংযুক্ত করে।’’ সিনেমা শিল্পকে বাঁচাতে শিল্পী সংসদের প্রতি সদয় হওয়ার অনুরোধও জানান জয়া।