বনির নতুন নায়িকা কে? ফাইল চিত্র।
বনি-ঋত্বিকা, বনি-কৌশানীর জুটি নিয়ে টলিপাড়ায় চর্চা কম নেই। এত দিন ধরে সকলেরই একটাই প্রশ্ন— কৌশানী ছাড়া কি অন্য আর কোনও নায়িকার সঙ্গে আর দেখা যাবে না নায়ককে? অবশেষে নতুন নায়িকার আগমন। টলিপাড়ার গুঞ্জন, এ বার নাকি সুস্মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অভিনেতা বনি সেনগুপ্ত। সূত্রের খবর, পরিচালক হরনাথ চক্রবর্তী।
‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’, ‘সঙ্গী’, ‘নাটের গুরু’-র মতো বহু হিট রয়েছে পরিচালকের ঝুলিতে। কিছু দিন আগেই শেষ করেছেন বনি-কৌশানী প্রযোজনা সংস্থার প্রথম ছবির কাজ। ‘ডাল বাটি চূরমা’ ছবির পরিচালকও হরনাথ। এ বার বনিকে নিয়ে নাকি আরও একটি ছবির পরিকল্পনা করে ফেলেছেন তিনি। শোনা যাচ্ছে, প্রযোজনার দায়িত্বে ‘সুরিন্দর ফিল্মস’। নায়কের বিপরীতে থাকবেন সুস্মিতা। কবে শুরু হবে ছবির কাজ? খোঁজ নিতে আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হয় পরিচালকের সঙ্গে।
হরনাথের কথায়, “হ্যাঁ, কথাবার্তা হয়েছে, কিন্তু চূড়ান্ত কিছুই হয়নি। এখন এই বিষয়ে সঠিক কোনও উত্তরই দিতে পারব না। আরও ১০-১২ দিন পর আপনাকে ঠিক উত্তরটা দিতে পারব। আপাতত আমি ব্যস্ত বনির অন্য একটি ছবির সম্পাদনার কাজে।”
অন্য দিকে বনিও ব্যস্ত নতুন ছবি ‘হাঙ্গামা ডট কম’-এর শুটিংয়ে। পাহাড়ে শুটিং করতে যাওয়ার কথা নায়কের। যে ছবিতেও দর্শক দেখবেন বনি-কৌশানীকে। এ ছাড়াও মুক্তির অপেক্ষায় তাঁর একগুচ্ছ ছবি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy