ফেলুদার ভূমিকায় টোটা। নিজস্ব চিত্র।
পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের একটি পোস্ট। আর তাতেই তোলপাড় সোশ্যাল মিডিয়া! কী লিখেছেন পরিচালক? সৃজিতের পোস্ট অনুযায়ী, সেপ্টেম্বরের শেষে ‘আড্ডা টাইমস’ ওয়েব প্ল্যাটফর্মে ‘ফেলুদা ফেরত’ সিরিজের দুটো গল্প ‘ছিন্নমস্তার অভিশাপ’ এবং ‘যত কাণ্ড কাঠমাণ্ডুতে’ ট্রেলার-সহ ১২টি পর্ব মুক্তি পাওয়ার কথা। হঠাৎই সেই মত বদল প্ল্যাটফর্মের। প্রযুক্তিগত উন্নতি ছাড়াও আরও একাধিক কারণে অ্যাপটিকে নতুন করে ঢেলে সাজতে চাইছে সংস্থা। কবে ‘ফেলুদা ফেরত’ দেখানো শুরু হবে? সবিস্তার জানতে আগ্রহীরা আগামী দিনে যেন আড্ডা টাইমসের অফিস অথবা সোশ্যাল পেজ ফলো করেন। এই দায়িত্ব সংস্থার!
একনজরে খুব সোজাসাপ্টা পোস্ট। কিন্তু এখানেই দুটো বড় প্রশ্ন লুকিয়ে। শেষ মুহূর্তে অ্যাপ সংস্কারে এত মনোযোগী কেন আড্ডা টাইমস? এত দিন ধরে সিরিজের খুঁটিনাটি জানাচ্ছিলেন সৃজিত। হঠাৎ তিনিও যেন দূরে সরে গেলেন!
সৃজিত, নিসপাল। ফাইল চিত্র।
ইন্ডাস্ট্রির অন্দরের কাহিনি আরও ‘ফিশি’। শোনা যাচ্ছে, আড্ডা টাইমসের কর্ণধার রাজীব মেহরা আর সুরিন্দর ফিল্মসের কর্ণধার নিসপাল সিংহ রানে নাকি ৫০-৫০ পার্টনারশিপে এই সিরিজ বানাতে উদ্যোগী হয়েছিলেন। সেই টাকার কিছুটা অংশ রানে দিয়েওছিলেন। এখন নাকি তিনি হাত গুটিয়ে নিয়েছেন। উল্টে সিরিজটি তিনি অন্য ওয়েব প্ল্যাটফর্মে বিক্রি করে দেওয়া টাকা তুলে নেওয়ার চিন্তাভাবনা করছেন!
‘আড্ডা টাইমস’-এ ‘ফেলুদা ফেরত’ সিরিজের দুটো গল্প ‘ছিন্নমস্তার অভিশাপ’ এবং ‘যত কাণ্ড কাঠমাণ্ডুতে’ ট্রেলার-সহ ১২টি পর্ব মুক্তি পাওয়ার কথা।
ব্যাপারটা সত্যি? নাকি রটনা? জানতে আনন্দবাজার ডিজিটাল যোগাযোগ করেছিল সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে। এই মুহূর্তে তিনি অন্য আর একটি সিরিজের কাজে মুম্বইয়ে। হোয়াটসঅ্যাপে জানান, সমস্ত প্রশ্নের উত্তর দেবেন প্রযোজক। এর পরেই সমস্ত জিজ্ঞাসা রানের কাছে। হঠাৎ সৃজিত কেন এ রকম পোস্ট করলেন? রানের যুক্তি, ‘‘সিরিজের সমস্ত কাজ শেষ। এখন ‘ফেলুদা ফেরত’ প্রযোজক সংস্থা আড্ডা টাইমসের সম্পত্তি। তাই আর সৃজিত নন, আগামী দিনে সিরিজ সম্পর্কে যাবতীয় খবর দেবে প্রযোজনা সংস্থা।’’
ইন্ডাস্ট্রি বলছে, আড্ডা টাইমস আর সুরিন্দর ফিল্মসের বিরোধ নাকি এর জন্য দায়ী? পেমেন্ট নিয়ে সমস্যা তৈরি হয়েছে দুই পক্ষের মধ্যে? পুরোটাই অস্বীকার রানের। আরও এক বার স্পষ্ট করলেন, তাঁর সঙ্গে কারও কোনও মতবিরোধ নেই। কাজ শেষ হয়ে যাওয়ার পর প্রোজেক্টের দাবিদার প্রযোজক। যাঁর যা পাওনা মিটিয়ে দেওয়া হয়ে গিয়েছে। তাঁর দায়িত্ব শেষ।
ফোন ধরেননি সংশ্লিষ্ট ওয়েব প্ল্যাটফর্মের কর্ণধার রাজীব মেহরা। তাঁর হয়ে মুখ খুলেছেন সংস্থার ‘হেড অব অপারেশন’ তন্ময় দে। জানালেন, ‘‘পেমেন্ট সংক্রান্ত সমস্যার পুরোটাই রটনা। সৃজিত পোস্টের একটি জায়গায় লিখেছেন ‘পেমেন্ট গেটওয়ে’। এর মানে, অ্যাপটি পেতে গ্রাহক যে অর্থ দেন সেই অর্থ। এই বিষয়ে কিছু সমস্যা তৈরি হয়েছে। তাই সেই সমস্যা মেটানোর পাশাপাশি অ্যাপের টেকনোলজি আরও ঝাঁ চকচকে হচ্ছে।’’ এত দিন পরে মুক্তির আগে এই পদক্ষেপ? ‘‘যাতে ‘ফেলুদা ফেরত’ নিয়ে দর্শকদের কোনও অভিযোগ না থাকে’’, দাবি তন্ময়ের। দর্শকেরা মুখিয়ে ‘ফেলুদা’-কে দেখতে। কবে মুক্তি পাবে? নির্দিষ্ট দিন ক্ষণ জানাতে পারলেন না তিনিও।
আরও পড়ুন: এনকাউন্টার করে দিন, হাথরস নিয়ে যোগীকে আর্জি কঙ্গনার
আরও পড়ুন: মুম্বই পুলিশ সমন পাঠাল অনুরাগ কশ্যপকে
তবে ‘ফেলুদা’ শুরুতেই যে ভাবে রহস্যের জাল বুনছেন তাতে নেটাগরিকদের সংশয়, ‘‘যত কাণ্ড মুক্তির আগেই!
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy