রবিবারের সন্ধ্যা সরগরম নতুন গুঞ্জনে। আচমকা খবর ছড়ায়, লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন ধারাবাহিক ‘চিরসখা’র অভিনেতা নাকি বদলাচ্ছে। এই ধারাবাহিক দিয়ে অনেক দিন পরে ছোট পর্দায় ফিরেছেন অপরাজিতা ঘোষ দাস। এই প্রথম তাঁর বিপরীতে সুদীপ মুখোপাধ্যায়। সম্পর্কের গল্পে সাবলীল লীনা এই ধারাবাহিকে ভিন্ন ভালবাসা ছবি আঁকছেন। চিত্রনাট্য অনুযায়ী সুদীপ-অপরাজিতার সম্পর্কের কোনও নাম নেই। নায়িকা স্বামীহারা। সুদীপ তারই স্বামীর বন্ধু।
রবিবারের রটনা অনুযায়ী, ছোট পর্দার দর্শকেরা অপরাজিতার বিপরীতে নাকি সুদীপকে মেনে নিতে পারছেন না। তাঁরা ইতিমধ্যেই নাকি সমাজমাধ্যমে তীব্র সমালোচনা করছেন। তার জেরে নাকি বদলে যাচ্ছেন অভিনেতা। সুদীপের জায়গায় নাকি আসতে চলেছেন ঋষি কৌশিক! ধারাবাহিক ‘এখানে আকাশ নীল’-এ ঋষি কৌশিক-অপরাজিতার রসায়ন সাড়া ফেলেছিল ছোট পর্দার দর্শকমনে। একই ভাবে জনপ্রিয় জুটির ‘কুসুমদোলা’, ‘একদিন প্রতিদিন’ ধারাবাহিকগুলিও। এই ধারাবাহিক ঘোষণার সময়েও অনেকেই তাই আশা করেছিলেন, লীনা হয়তো তাঁর পুরনো জুটিকে ফেরাতে চলেছেন।
এই রটনা কতটা সত্যি? জানতে আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল লীনা, সুদীপ, ঋষি কৌশিক— তিন জনের সঙ্গেই। তিন জনেই জানিয়েছেন, বিষয়টি ভুয়ো। মিথ্যে খবর ছড়ানো হয়েছে। ছুটির দিনে ঋষি ব্যস্ত বন্ধুর জন্মদিনের পার্টিতে। তাঁর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, “আমার কাছে এ রকম কোনও খবর নেই। আমি বিষয়টি সম্বন্ধে কিছুই জানি না। আমাকে বলাও হয়নি কিছু।”
আরও পড়ুন:
সুদীপেরও কি তাই-ই মত? প্রশ্নের জবাবে অভিনেতা মনে করিয়ে দিয়েছেন ‘চিরসখা’ শুরুর দিনের কথা। তাঁর কথায়, “প্রথম যে দিন ধারাবাহিকের অভিনেতাদের নামঘোষণা হয়েছিল সে দিন থেকে প্রচুর কটাক্ষ হজম করতে হয়েছিল। চুপচাপ সে সব সহ্য করেছি। আর মন দিয়ে কাজ করে যাওয়ার চেষ্টা করেছি।” এই রটনা তাঁর কানেও এসেছে। জানিয়েছেন, গুঞ্জন শুনে স্ত্রী পৃথাও আতঙ্কিত হয়ে পড়েছিলেন। ফোন করে জানান সুদীপকে। অভিনেতাও তত ক্ষণে সংবাদমাধ্যমে প্রকাশিত এই বিষয় নিয়ে লেখা খবরটি পড়ে ফেলেছেন। তাঁর বক্তব্য, “মন্তব্য বিভাগে চোখ পড়তেই মন ভাল হয়ে গিয়েছে। যাঁরা এত দিন আমার নিন্দা করেছেন তাঁরাই লিখেছেন, এই চরিত্রে সুদীপই সেরা। ওঁর মতো করে আর কেউ অভিনয় করতে পারবেন না। সুদীপ সরে গেলে ধারাবাহিক দেখার আকর্ষণ কমে যাবে। ওঁরা সকলে শুধু আমাকেই চেয়েছেন।”
বিষয় সম্পর্কে কোনও অতিরিক্ত মন্তব্য করতেই রাজি নন লীনা। এমন কোনও পরিবর্তন আসছে কিনা জানতে চাওয়া হলে তিনি এক শব্দে উত্তর দিয়েছেন, “না।”