দ্বিতীয় বিয়ের পর কি দ্বিতীয় বার বাবা হতে চলেছেন আরবাজ় খান? সোমবার এমনই গুঞ্জনে তোলপাড় বলিউড। সলমন খানের নতুন ছবি ‘সিকন্দর’ সদ্য মুক্তি পেয়েছে। তার উপরে ওই দিন ইদ। সন্ধ্যায় তাই জমকালো উদ্যাপনের আয়োজন করেছিলেন বোন অর্পিতা খান শর্মা। সেখানে স্ত্রী সুরা খানকে নিয়ে হাজির আরবাজ়। ছবিশিকারিদের জন্য আলাদা জায়গার বন্দোবস্ত ছিল। সেখানে আমন্ত্রিত সকলেই দাঁড়িয়ে ছবি তুলেছেন। কেবল দাঁড়াননি সলমনের ভাই। ‘পরে দেব’ এই আশ্বাস দিয়ে সস্ত্রীক তড়িঘড়ি ভিতরে ঢুকে গিয়েছেন। সুরাকে রীতিমতো ক্য়ামেরার থেকে আড়াল করেছেন! এ সব দেখেই গুঞ্জন ছড়ায়।
বলিউড বলছে, গুঞ্জন ছড়ানোর আরও একটি কারণ নাকি সুরার পোশাকও। এ দিন তাঁকে ঢিলেঢালা পোশাকে দেখা গিয়েছে। যা তাঁর গর্ভাবস্থা আড়ালে রাখতে সাহায্য করেছে। তাঁর চেহারাতেও নাকি অন্তঃসত্ত্বা হওয়ার আভাস খুঁজে পেয়েছেন উপস্থিত কিছু ছবিশিকারি। ব্যস, আরবাজ়-সুরার উদ্যাপনে যোগদানের কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করে ভিডিয়ো আকারে ছড়িয়ে দেন তাঁরা সমাজমাধ্যমে। যা থেকে চর্চা বেড়ে দ্বিগুণ। যদিও খানদান এ বিষয়ে একটি শব্দও খরচ করেননি।
আরও পড়ুন:
সলমনের বোনের ইদ পার্টিতে এ দিন দেখা গিয়েছে সস্ত্রীক রীতেশ দেশমুখ, প্রযোজক রমেশ তৌরানি, রবিনা টন্ডন, সস্ত্রীক সোনাক্ষী সিন্হা, সোনালি বেন্দ্রে, চাঙ্কি পাণ্ডে, ইউলিয়া ভন্তুর, জ্যাকি শ্রফ-সহ বলিউডের প্রথম সারির তারকাদের।