Advertisement
১৯ ডিসেম্বর ২০২৪
Ira Khan Wedding

মুম্বইয়ের পর উদয়পুরে শুরু বিয়ের তোড়জোড়, অভিনব উপায়ে অতিথিদের স্বাগত জানালেন ইরা-নূপুর

নতুন বছরের জীবনের নতুন ইনিংস শুরু করেছেন আমির খানের কন্যা ইরা খান। গত ৩ ডিসেম্বর দীর্ঘ দিনের প্রেমিক নূপুর শিখরের সঙ্গে আইনি মতে বিয়ে সেরেছেন ইরা।

Nupur Shikhare and Ira Khan.

নূপুর শিখরে ও ইরা খান। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৪ ১৫:২০
Share: Save:

নতুন বছর শুরু হয়েছে জীবনের নতুন অধ্যায়ের সূচনার মাধ্যমে। খান পরিবারে চলতি বছরেই বেজেছে বিয়ের সানাইয়ের সুরে। গত ৩ জানুয়ারি আইনি মতে বিয়ে সেরেছেন আমির খানের কন্যা ইরা খান। দীর্ঘ দিনের প্রেমিক নূপুর শিখরের সঙ্গে চার হাত এক হয়েছে তাঁর। গত ৩ জানুয়ারি মুম্বইয়ের এক বিলাসবহুল হোটেলে সই-সাবুদ করে একে অপরের সঙ্গে নতুন জীবনের পথে পা বাড়িয়েছেন ইরা ও নূপুর। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও কাছের বন্ধুরা। আর পাঁচ জন বলিউড তারকার বিয়ের মতো কড়া নিরাপত্তার ঘেরাটোপে নিজেদের বিশেষ দিন উদ্‌যাপন করেননি ইরা ও নূপুর। বরং সমাজমাধ্যমের পাতায় ঝলক দেখা গিয়েছে তাঁদের আইনি বিয়ের অনুষ্ঠানের। এ বার সাবেকি রীতিতে বিয়ের পালা। মুম্বইয়ে সই-সাবুদ সেরে এ বার রাজস্থানের উদয়পুরে পা রেখেছেন নবদম্পতি। আস্তে আস্তে সেখানে জড়ো হচ্ছেন অতিথিরাও। সাবেকি বিয়ের অনুষ্ঠানে অভিনব উপায়ে কাছের বন্ধুদের স্বাগত জানালেন ইরা ও নূপুর।

সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় বিয়ের তোড়জোড়ের একাধিক ছবি পোস্ট করেছেন আমির-কন্যা। সেই ছবিতে দেখা যাচ্ছে, উদয়পুরের এক বিলাসবহুল হোটেলের সুইমিং পুলের পাশে বন্ধুদের সঙ্গে সার বেঁধে দাড়িয়ে বর ও কনে। বিয়ের আগে সাধারণত বন্ধুদের নিয়ে সুইমিং পুলে মজা করতে দেখা যায় বর-কনে ও তাঁদের বন্ধুদের। তবে, ইরা ও নূপুরের বিয়ে আর পাঁচ জনের বিয়ের অনুষ্ঠানের চেয়ে আলাদা। সেই ঝলক আগেই দেখা গিয়েছিল মুম্বইয়ে। উদয়পুরেও তার ব্যতিক্রম হল না। বিয়ের অনুষ্ঠানের আগে সুইমিং পুলের ধারে শরীরচর্চা করেই সময় কাটালেন নবদম্পতি ও তাঁদের বন্ধুরা।

উদয়পুরের তাজ আরাবল্লী রিসর্টে অনুষ্ঠিত হতে চলেছে ইরা ও নূপুরের বিয়ের অনুষ্ঠান। সেই বিলাসবহুল রিসর্টে আগামী ৮ থেকে ১০ জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে যুগলের বিয়ের বিভিন্ন অনুষ্ঠান। খবর, সাবেকি রীতি মেনে গায়েহলুদ থেকে মেহেন্দি, সঙ্গীত— সবই পালন করবেন ইরা ও নূপুর। একে অপরের হাত ধরে সাত পাক ঘোরারও নাকি পরিকল্পনা রয়েছে তাঁদের। শুধু তাই-ই নয়, বিয়ের অনুষ্ঠানেও বসতে চলেছে চাঁদের হাট। আমির খানের মেয়ের বিয়ে বলে কথা, সেখানে উপস্থিত থাকতে চলেছেন শাহরুখ খান, সলমন খান থেকে শুরু করে অমিতাভ বচ্চনও। খবর, ওই হোটেলের মোট ১৭৬টি ঘরই বুক করা হয়েছে ইরা ও নূপুরের বিয়ে উপলক্ষে। বিয়েতে নাকি আমন্ত্রিতের তালিকায় আছেন ২৫০ জন অতিথি। উদয়পুরে জাঁকজমক করে বিয়ের পর মুম্বইয়ে রিসেপশন পার্টির আয়োজন রেখেছেন ইরা ও নূপুর। খবর, আগামী ১৩ জানুয়ারি নীতা মুকেশ অম্বানী কালচারাল সেন্টারে অনুষ্ঠিত হতে চলেছে যুগলের রিসেপশন। সেখানে নাকি বিনোদন জগতের সহকর্মীদের আমন্ত্রণ জানিয়েছেন আমির নিজে।

অন্য বিষয়গুলি:

Ira Khan Wedding Ira Khan Nupur Shikhare Aamir Khan Kiran rao reena Dutta Shah Rukh Khan Salman Khan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy