Advertisement
E-Paper

এ বার কমলেশ্বরের পরিচালনায় ‘মহিষাসুরমর্দিনী’

টেলিভিশনে কাজ করতে রাজি হলেন কেন? তিনি ইতিবাচক,“প্রথম কথা হচ্ছে যে আমি কোনও কাজেই ‘না’ বলিনি কখনও। টেলিভিশন, ফিল্ম বা ওয়েব, যে কোনও ফরম্যাটেই আমি কাজ করতে রাজি। কারণ প্রত্যেকটাই খুবই চ্যালেঞ্জিং।

মধুমিতাকে কাজ বোঝাচ্ছেন পরিচালক।

মধুমিতাকে কাজ বোঝাচ্ছেন পরিচালক।

মৌসুমি বিলকিস

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৯ ২০:৩০
Share
Save

বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র এবং পঙ্কজকুমার মল্লিক। নাম শুনলেই নস্টালজিয়ায় ভোগে বাঙালি। আজও কানে বাজে সেই মহালয়া। কিন্তু তাঁদের যদি নতুন রূপে ফিরে পান দর্শক? শুধু শব্দ নয়, শব্দের সঙ্গে যদি জুড়ে যায় দৃশ্যও? হ্যাঁ, সেই প্রচেষ্টাই করেছে‘মহিষাসুরমর্দিনী’। এই মহালয়া স্পেশাল শোয়ের হাত ধরেবাঙালির সেই অমোঘ নস্টালজিয়ার সঙ্গে জুড়ে যাচ্ছেন দেবজ্যোতি মিশ্র, রবিরঞ্জন মৈত্র এবং কমলেশ্বর মুখোপাধ্যায়ও।

পরিচালক কমলেশ্বর আসন্ন ফিল্ম ‘পাসওয়ার্ড’-এর পাশাপাশি ‘মহিষাসুরমর্দিনী’রও পোস্ট প্রোডাকশনে ব্যস্ত।বললেন, “এটা তো বাণীকুমারের লেখনীতে, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর পাঠ এবং পঙ্কজকুমার মল্লিকের সুরারোপ। যে মহালয়া আমরা শুনে থাকি, বাঙালিরা খুব নিয়মিত শুনে থাকেন এবং মহালয়ার দিন ভোরবেলা বাজে। সেটার একটা সরাসরি চিত্রায়ন বলা যেতে পারে। আমরা স্ক্রিপ্টটাকে আর পাল্টাইনি।যে স্ক্রিপ্ট বাণীকুমার লিখেছিলেন তার ওপর ভিত্তি করেই চিত্রায়নের চেষ্টা করেছি। স্টার জলসায় মহালয়ার দিন ভোর পাঁচটায় সেটা প্রচারিত হবে।”

আরও পড়ুন-‘মনে হচ্ছিল মহিষাসুরই বধ করবেন মা দুর্গাকে’, প্রথম বার দুর্গা হয়ে বললেন মধুমিতা...

টেলিভিশনে কাজ করতে রাজি হলেন কেন? তিনি ইতিবাচক,“প্রথম কথা হচ্ছে যে আমি কোনও কাজেই ‘না’ বলিনি কখনও। টেলিভিশন, ফিল্ম বা ওয়েব, যে কোনও ফরম্যাটেই আমি কাজ করতে রাজি। কারণ প্রত্যেকটাই খুবই চ্যালেঞ্জিং। ফিল্ম করি লোকে করতে দেয় তাই। ফিল্ম, থিয়েটার বা ওয়েব— সবকিছুরই তো লিমিটেশনস আছে। টেলিভিশনের মাধ্যমে অনেক বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছনো যায়। সেটা এই কাজটা করার অবশ্যই একটা কারণ। আর মহালয়ার প্রতি একটা দুর্বলতা বাঙালি মাত্রই আছে। মহালয়া নিজেরও একবার করার ইচ্ছে ছিল। সুযোগ এল।স্টার জলসার নিবেদনে প্রোডাকশন হাউস ‘ডাবল হাফ’-এর তরফ থেকে আমরা এই প্রযোজনাটা করলাম।মানুষের যদি ভাল লাগে আমাদেরও ভাল লাগবে, এটা বলতে পারি।”কম্পিউটার গ্রাফিক্স এবং কালার কারেকশনে রয়েছে ‘ফ্লাইং টম্যাটোজ’। সম্পাদনায় রবিরঞ্জন মৈত্র।

অসুর ধীমানভট্টাচার্য

কেমন অভিজ্ঞতা হল? দেবজ্যোতি মিশ্র শেয়ার করলেন, “অভূতপূর্ব অভিজ্ঞতা!মহালয়া শোনা আমাদের অভ্যাসের মধ্যেই আছে। সেটা যখন একদম নতুন রকমভাবে নতুন আলোয় উদ্ভাসিত করার সুযোগ মেলে,অন্য আনন্দ হয়। কাজ করার সময় যেটা হয়েছে... একটা ক্লাসিক একটা মাস্টার ওয়ার্ক... সেটার মধ্য দিয়ে আবার যেতে হয়েছে। যখন এই কাজটার মধ্যে ইন মাইক্রো ডিটেলে গিয়েছি, উপলব্ধি করতে পেরেছি কি অসাধারণ, কি অনন্য কাজ করেছিলেন এসমস্ত মানুষ। আর কমলের (কমলেশ্বর) আমার মনে হয় এটা সিগনেচার কাজ।”

পঙ্কজ কুমার মল্লিকের সময়েও তো লাইভ মিউজিক রেকর্ড হত। আপনি কী করলেন? দেবজ্যোতি অনুভূতিপ্রবণ:“আমরাও লাইভ রেকর্ড করেছি। মানে যেরকমভাবে তখনকার দিনে মহালয়া রেকর্ড করা হত সেরকমভাবেই। চেষ্টা করেছি যে ওই রকমভাবে ওই নিবেদনটা কী করে ফুটে বেরয়।কাজটা করবার সময় মনে হয়েছে, যেন সেই সময়ে ফিরে গেছি। মনে হয়েছে, আমি যেন পঙ্কজ মল্লিকের সহকারী।”

দেবীর মানবী রূপে অভিনয় করেছেন ইন্দ্রাণী হালদার

‘মহিষাসুরমর্দিনী’র দুর্গার চরিত্রে মধুমিতাসরকার, অসুর ধীমানভট্টাচার্য। বিশেষ চরিত্রে দেবীর মানবী রূপে অভিনয় করেছেন ইন্দ্রাণী হালদার। তিনি বললেন, “এখানে আমাকে টোটালি ক্ল্যাসিক্যাল ডান্স করতে হয়েছে। ভালই এক্সপিরিয়েন্স। আমি তো সবসময় দুর্গা করি, মহিষাসুরমর্দিনী করি। ইট ওয়াজ ডিফারেন্ট।কমলেশ্বরের সঙ্গে আমার প্রথম কাজ। খুব ভাল লাগল। অন্য রকম করে কাজটা করেছে।”

আরও পড়ুন-সলমনকে খুনের হুমকি! আদালতে এলেন না ভাইজান

‘ঊরুভঙ্গম’ নাটকের আশিতম শো করেছেন এই প্রোগ্রামের মহিষাসুরধীমান। সারা রাত ধরে চলাএই নাটকের প্রত্যেকটি চরিত্র ইন্টারচেঞ্জেবল।নাটকের শেষে ভোরের দিকে দুর্যোধন হিসেবেও দেখা গেছে তাঁকে। তিনি বললেন, “এরকম একটা মিথিক্যাল চরিত্র করতে পেরে সব মিলিয়ে ভাল লাগছে। এত বড় মাপের একজন ডিরেক্টরের সঙ্গে কাজ করা আমার কাছে বড় পাওনা।’’

পুরনো ও নতুনের এই সহাবস্থানে দেবীর অসুরবধ এখন দেখা ও শোনার অপেক্ষায়, মহালয়ার ভোর পর্যন্ত!

Kamaleshwar Mukherjee Mahalaya Durga puja 2019

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

এটি একটি প্রিন্ট আর্টিক্‌ল…

  • এমন অনেক খবরই এখন আপনার হাতের মুঠোয়

  • সঙ্গে রোজ পান আনন্দবাজার পত্রিকার নতুন ই-পেপার পড়ার সুযোগ

  • ই-পেপারের খবর এখন শুধুই ছবিতে নয়, টেক্সটেও

প্ল্যান সিলেক্ট করুন

ক্যানসেল করতে পারবেন আপনার সুবিধামতো

Best Value
প্রতি বছরে

৫১৪৮

১৯৯৯

প্ল্যানটি সিলেক্ট করে 'Subscribe Now' ক্লিক করুন।শর্তাবলী প্রযোজ্য।
*মান্থলি প্ল্যান সাপেক্ষে
প্রতি মাসে

৪২৯

১৬৯

প্ল্যানটি সিলেক্ট করে 'Subscribe Now' ক্লিক করুন।শর্তাবলী প্রযোজ্য।