Advertisement
১৮ জানুয়ারি ২০২৫
priyanka chopra

দাম ১৪৪ কোটি, প্রিয়ঙ্কার লস অ্যাঞ্জেলসের এই বাড়িতে আছে সাতটি বেডরুম, ১১টি বাথরুম!

এনসিনোর এই বাড়িটি দিগন্ত রেখা দেখার জন্য আদর্শ। বাড়ির পিছন দিকে গাছ পালার সবুজ মোড়া অনেক খানি জায়গা আছে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ জুন ২০২১ ১৮:০৪
Share: Save:
০১ ২২
হলিউডের খাস পাড়া লস অ্যাঞ্জেলসে বাড়ি প্রিয়াঙ্কা চোপড়ার। বাড়ির দাম ২ কোটি ডলার। ভারতীয় হিসাবে যা প্রায় ১৪৪ কোটি টাকা।

হলিউডের খাস পাড়া লস অ্যাঞ্জেলসে বাড়ি প্রিয়াঙ্কা চোপড়ার। বাড়ির দাম ২ কোটি ডলার। ভারতীয় হিসাবে যা প্রায় ১৪৪ কোটি টাকা।

০২ ২২
প্রিয়ঙ্কার স্বামী আমেরিকান পপ তারকা নিক জোনাস। ২০১৮ সালের ডিসেম্বরে তাঁদের বিয়ে হয়। ভারতে জোধপুরের উমেদ ভবনে বসেছিল নিক-প্রিয়ঙ্কার বিয়ের আসর।

প্রিয়ঙ্কার স্বামী আমেরিকান পপ তারকা নিক জোনাস। ২০১৮ সালের ডিসেম্বরে তাঁদের বিয়ে হয়। ভারতে জোধপুরের উমেদ ভবনে বসেছিল নিক-প্রিয়ঙ্কার বিয়ের আসর।

০৩ ২২
বিয়ের কিছু দিন পরেই প্রিয়ঙ্কা বলেছিলেন, তাঁর মাথায় আপাতত দু’টি পরিকল্পনা রয়েছে। প্রথমে নিজেদের জন্য একটি সুন্দর বাড়ি কেনা। আর তার পর মা হওয়া।

বিয়ের কিছু দিন পরেই প্রিয়ঙ্কা বলেছিলেন, তাঁর মাথায় আপাতত দু’টি পরিকল্পনা রয়েছে। প্রথমে নিজেদের জন্য একটি সুন্দর বাড়ি কেনা। আর তার পর মা হওয়া।

০৪ ২২
ঠিক এক বছর পরে ২০১৯ সালের ডিসেম্বরের মধ্যেই পছন্দের বাড়ি খুঁজে পান এই তারকা জুটি।

ঠিক এক বছর পরে ২০১৯ সালের ডিসেম্বরের মধ্যেই পছন্দের বাড়ি খুঁজে পান এই তারকা জুটি।

০৫ ২২
ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের এনসিনোয় একটি আধুনিক ও বিলাসবহুল বাংলোয় সংসার পেতেছেন দু’জনে।

ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের এনসিনোয় একটি আধুনিক ও বিলাসবহুল বাংলোয় সংসার পেতেছেন দু’জনে।

০৬ ২২
বাড়ি নিয়ে বরাবরই একটু খুঁতখুঁতে প্রিয়ঙ্কা। বাড়ি খুঁজে পাওয়ার মাস কয়েক আগে বলেছিলেন, ‘‘আমার কাছে বাড়ি সেটাই যেখানে আমি আনন্দে থাকব। যেখানে আমার ভালবাসার মানুষ, আমাকে ভালবাসার মানুষ থাকবে। মুম্বই আর নিউ ইয়র্কে আমার বাড়ি আছে। তবে এই শহরগুলো একটু লম্বাটে ধাঁচের। চারপাশে উঁচু বাড়ি। লস অ্যাঞ্জেলসে দিগন্ত দেখা যায়।’’

বাড়ি নিয়ে বরাবরই একটু খুঁতখুঁতে প্রিয়ঙ্কা। বাড়ি খুঁজে পাওয়ার মাস কয়েক আগে বলেছিলেন, ‘‘আমার কাছে বাড়ি সেটাই যেখানে আমি আনন্দে থাকব। যেখানে আমার ভালবাসার মানুষ, আমাকে ভালবাসার মানুষ থাকবে। মুম্বই আর নিউ ইয়র্কে আমার বাড়ি আছে। তবে এই শহরগুলো একটু লম্বাটে ধাঁচের। চারপাশে উঁচু বাড়ি। লস অ্যাঞ্জেলসে দিগন্ত দেখা যায়।’’

০৭ ২২
এনসিনোর এই বাড়িটি দিগন্ত রেখা দেখার জন্য আদর্শ। বাড়ির পিছন দিকে সবুজে মোড়া অনেকখানি জায়গা। যেখান থেকে গোটা লস অ্যাঞ্জেলস শহরটাকে দেখা যায়।

এনসিনোর এই বাড়িটি দিগন্ত রেখা দেখার জন্য আদর্শ। বাড়ির পিছন দিকে সবুজে মোড়া অনেকখানি জায়গা। যেখান থেকে গোটা লস অ্যাঞ্জেলস শহরটাকে দেখা যায়।

০৮ ২২
একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে সম্প্রতিই প্রিয়ঙ্কা বলেছেন, তাঁর বাড়িতে সাতটি শোওয়ার ঘর এবং ১১টি  স্নানের ঘর আছে।

একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে সম্প্রতিই প্রিয়ঙ্কা বলেছেন, তাঁর বাড়িতে সাতটি শোওয়ার ঘর এবং ১১টি স্নানের ঘর আছে।

০৯ ২২
এ ছাড়া বাড়ির পিছনে বাগান লাগোয়া একটি সুইমিং পুলও রয়েছে। নাম ইনফিনিটি পুল। কাছের মানুষের সঙ্গে একান্তে থাকার আদর্শ জায়গা, সন্দেহ নেই। প্রিয়ঙ্কাদের সঙ্গে অবশ্য থাকে তাঁদের আদরের দুই সারমেয়ও— ডায়না এবং জিনো।

এ ছাড়া বাড়ির পিছনে বাগান লাগোয়া একটি সুইমিং পুলও রয়েছে। নাম ইনফিনিটি পুল। কাছের মানুষের সঙ্গে একান্তে থাকার আদর্শ জায়গা, সন্দেহ নেই। প্রিয়ঙ্কাদের সঙ্গে অবশ্য থাকে তাঁদের আদরের দুই সারমেয়ও— ডায়না এবং জিনো।

১০ ২২
পোষ্যদের জন্যও আলাদা ঘর, এমনকি বাথরুমও আছে প্রিয়ঙ্কার।

পোষ্যদের জন্যও আলাদা ঘর, এমনকি বাথরুমও আছে প্রিয়ঙ্কার।

১১ ২২
ঠিক কী রকম নিক-প্রিয়াঙ্কার বাড়ির অন্দর সজ্জা? কোথায় তাঁরা অবসর কাটান? কাজ করেন কোথা থেক? কোথায়ই বা শীতের দিনে রোদ পোহান? এক ঝলক দেখে নেওয়া যাক।

ঠিক কী রকম নিক-প্রিয়াঙ্কার বাড়ির অন্দর সজ্জা? কোথায় তাঁরা অবসর কাটান? কাজ করেন কোথা থেক? কোথায়ই বা শীতের দিনে রোদ পোহান? এক ঝলক দেখে নেওয়া যাক।

১২ ২২
গোটা বাড়ির দেওয়াল দুধ সাদা নয়তো হালকা ক্রিম রঙের। বসার ঘরে তার সঙ্গে মেলানো ক্রিম রঙেরই সোফা। সঙ্গে কাঠের কফি টেবিল। পাথুরে দেওয়াল। আর হালকা হলুদ আলো।

গোটা বাড়ির দেওয়াল দুধ সাদা নয়তো হালকা ক্রিম রঙের। বসার ঘরে তার সঙ্গে মেলানো ক্রিম রঙেরই সোফা। সঙ্গে কাঠের কফি টেবিল। পাথুরে দেওয়াল। আর হালকা হলুদ আলো।

১৩ ২২
বিশাল বড় বসার ঘরটি প্রিয়ঙ্কার পছন্দের অবসর কাটানোর জায়গা। কিছু দিন আগে ঘের এক কোণে সোফায় বসে পপকর্ন খাওয়ার ছবি দিয়েছিলেন। পিছনে ছিল একটি পুরনো ফায়ারপ্লেস। আর কোলে ছিল ডায়না।

বিশাল বড় বসার ঘরটি প্রিয়ঙ্কার পছন্দের অবসর কাটানোর জায়গা। কিছু দিন আগে ঘের এক কোণে সোফায় বসে পপকর্ন খাওয়ার ছবি দিয়েছিলেন। পিছনে ছিল একটি পুরনো ফায়ারপ্লেস। আর কোলে ছিল ডায়না।

১৪ ২২
বাড়ির পিছনের সুইমিং পুলটির পাশেও দিনের অনেকটা সময় কাটে প্রিয়ঙ্কার। পুলে শরীর ডুবিয়ে পানীয়ের গ্লাস হাতে লস অ্যাঞ্জেলসকে পিছনে রেখে প্রিয়ঙ্কার অনেক ছবি আছে নেটমাধ্যমে।

বাড়ির পিছনের সুইমিং পুলটির পাশেও দিনের অনেকটা সময় কাটে প্রিয়ঙ্কার। পুলে শরীর ডুবিয়ে পানীয়ের গ্লাস হাতে লস অ্যাঞ্জেলসকে পিছনে রেখে প্রিয়ঙ্কার অনেক ছবি আছে নেটমাধ্যমে।

১৫ ২২
পুলের লাগোয়া বিশাল বসার জায়গা। এটি প্রিয়ঙ্কার রোদ পোহানোর জায়গা। মাঝে মধ্যে এখানে বসেই প্রাতরাশও সেরে নেন তিনি।

পুলের লাগোয়া বিশাল বসার জায়গা। এটি প্রিয়ঙ্কার রোদ পোহানোর জায়গা। মাঝে মধ্যে এখানে বসেই প্রাতরাশও সেরে নেন তিনি।

১৬ ২২
বাড়িতে নিজস্ব জিমও আছে তাঁর। সেই জিমে শারীরিক কসরতের ছবি নিক দিয়েছিলেন ইনস্টাগ্রামে।

বাড়িতে নিজস্ব জিমও আছে তাঁর। সেই জিমে শারীরিক কসরতের ছবি নিক দিয়েছিলেন ইনস্টাগ্রামে।

১৭ ২২
আর আছে কাচের পাঁচিল দেওয়া ছাদ। দীপাবলীর রাতে আলো জ্বলা লস অ্যাঞ্জেলসকে পিছনে রেখে এই ছাদেই প্রদীপ জ্বালিয়েছিলেন জুটিতে।

আর আছে কাচের পাঁচিল দেওয়া ছাদ। দীপাবলীর রাতে আলো জ্বলা লস অ্যাঞ্জেলসকে পিছনে রেখে এই ছাদেই প্রদীপ জ্বালিয়েছিলেন জুটিতে।

১৮ ২২
ঠাকুর ঘরও আছে প্রয়ঙ্কার বাড়িতে। করওয়া চৌথে সেই ঠাকুরঘরের ছবি দিয়েছিলেন প্রিয়ঙ্কা। শ্বেতপাথরের বিশাল শিবের মূর্তির সঙ্গে রয়েছে লক্ষ্মী, গণেশের প্রতিমাও।

ঠাকুর ঘরও আছে প্রয়ঙ্কার বাড়িতে। করওয়া চৌথে সেই ঠাকুরঘরের ছবি দিয়েছিলেন প্রিয়ঙ্কা। শ্বেতপাথরের বিশাল শিবের মূর্তির সঙ্গে রয়েছে লক্ষ্মী, গণেশের প্রতিমাও।

১৯ ২২
নিকের জন্য আলাদা ঘর তো রয়েইছে। নাম নিকস ডেন। গায়ক নিক এখানে তাঁর গান বাজনা নিয়ে থাকেন। এই ঘরেই রয়েছে বিশাল হোম থিয়েটার। রাতে সিনেমা দেখার ইচ্ছে হলে এখানেই ঘাঁটি গা়ড়েন দু’জনে।

নিকের জন্য আলাদা ঘর তো রয়েইছে। নাম নিকস ডেন। গায়ক নিক এখানে তাঁর গান বাজনা নিয়ে থাকেন। এই ঘরেই রয়েছে বিশাল হোম থিয়েটার। রাতে সিনেমা দেখার ইচ্ছে হলে এখানেই ঘাঁটি গা়ড়েন দু’জনে।

২০ ২২
প্রিয়ঙ্কারা দু’জনেই রান্না করতে ভালবাসেন। মাঝে মধ্যেই একে অপরকে রেঁধে খাওয়াতে ভালবাসেন। নতুন কিছু বানিয়ে চমকে দেন। প্রিয়ঙ্কার রান্নাঘরটি বেশ বড়। হালকা রঙের দেওয়াল। আধুনিক সাজ সজ্জা। তবে বাসন কোসন রাখার জায়গাটি তামাটে রঙের। টেবিল টপ কালো।

প্রিয়ঙ্কারা দু’জনেই রান্না করতে ভালবাসেন। মাঝে মধ্যেই একে অপরকে রেঁধে খাওয়াতে ভালবাসেন। নতুন কিছু বানিয়ে চমকে দেন। প্রিয়ঙ্কার রান্নাঘরটি বেশ বড়। হালকা রঙের দেওয়াল। আধুনিক সাজ সজ্জা। তবে বাসন কোসন রাখার জায়গাটি তামাটে রঙের। টেবিল টপ কালো।

২১ ২২
আছে নিজস্ব বার, লাইব্রেরি। তবে প্রিয়ঙ্কা আর নিকের পোশাকের ঘর দু’টি তাক লাগিয়ে দেওয়ার মতো।

আছে নিজস্ব বার, লাইব্রেরি। তবে প্রিয়ঙ্কা আর নিকের পোশাকের ঘর দু’টি তাক লাগিয়ে দেওয়ার মতো।

২২ ২২
২০ হাজার বর্গ ফুটের বিশাল বাড়িতে রয়েছে ১১টা স্নানের ঘর। তবে সেগুলি বেশ হালকা সাজেরই। সাদা দেওয়াল, সাদা বেসিন, সাদা বাথটব। আর ছোট্ট ফুল দেওয়া ল্যাম্প। সঙ্গে বিশাল আয়না। লকডাউনে হাত ধোওয়ার ভিডিয়ো দিয়েছিলেন নেটমাধ্যমে। সেখানেই ধরা পড়ে ওই স্নানের ঘরের ছবি।

২০ হাজার বর্গ ফুটের বিশাল বাড়িতে রয়েছে ১১টা স্নানের ঘর। তবে সেগুলি বেশ হালকা সাজেরই। সাদা দেওয়াল, সাদা বেসিন, সাদা বাথটব। আর ছোট্ট ফুল দেওয়া ল্যাম্প। সঙ্গে বিশাল আয়না। লকডাউনে হাত ধোওয়ার ভিডিয়ো দিয়েছিলেন নেটমাধ্যমে। সেখানেই ধরা পড়ে ওই স্নানের ঘরের ছবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy