Advertisement
১৯ জানুয়ারি ২০২৫
Imtiaz Ali

এ আর রহমানের সঙ্গে দেখা করার কোনও ইচ্ছেই ছিল না তাঁর! কেন এ কথা বললেন ইমতিয়াজ আলি?

এ আর রহমানের সঙ্গে প্রথম বার কাজ করতে গিয়ে কোনও আনন্দ পাননি তিনি! বললেন ইমতিয়াজ় আলি!

Imtiaz Ali revealed that he was not excited to meet AR Rahman for the first time

ইমতিয়াজ় আলি ও এ আর রহমান। ছবি-সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৫ মে ২০২৪ ১৯:২৩
Share: Save:

একাধিক ছবিতে এক সঙ্গে কাজ করেছেন পরিচালক ইমতিয়াজ় আলি ও সঙ্গীত পরিচালক এ আর রহমান। প্রথম দু’জনে জুটি বেঁধেছিলেন ‘রকস্টার’(২০১১) ছবিতে। কিন্তু রহমানের সঙ্গে প্রথম বার কাজ করাতে কোনও আনন্দ পাননি বলে জানিয়েছেন ইমতিয়াজ়। সুরকারের সঙ্গে শুধুই কর্তব্য পালন করার জন্য দেখা করেছিলেন বলে তিনি জানিয়েছেন।

সম্প্রতি একটি চ্যাট শো-তে উপস্থিত ছিলেন পরিচালক-সুরকার দু’জনই। সেখানেই রহমানের সঙ্গে প্রথম কাজ শুরু করা নিয়ে ইমতিয়াজ় বলেছেন, ‘‘আমি একটুও খুশি ছিলাম না। আমার ভয়ও করেনি, বা ‘আহা আমি এ আর রহমানের সঙ্গে দেখা করছি,’ এমন ভেবে উৎফুল্লও হইনি। এটা একটা কর্তব্য ছিল। তাই দেখা করেছিলাম।’’

পরিচালক জানাচ্ছেন, ছবির প্রযোজকরা তাঁকে বলেছিলেন, ‘‘আমরা তোমায় চেন্নাই নিয়ে যাব। একটি ঘরের মধ্যে তুমি ওঁর (এ আর রহমান) সঙ্গে দেখা কোরো। সেখানে তুমি ওঁকে ‘রকস্টার’-এর গল্পটা বোলো।’’

ইমতিয়াজের কথায়, ‘‘আমি গল্পটা বলতে থাকি। ওঁর দিকে তাকিয়ে কথা বলতে থাকি। বুঝতে পারি, উনি বুঝতে পারছেন না। ওঁর তেমন আগ্রহ তৈরি হচ্ছে না। তার পরে আমি গল্প বলা বন্ধ করি। নতুন করে শুরু করি। আমি ওঁকে ‘নাদান পরিন্দে’ গানের কিছু অংশ বলি।’’

‘রকস্টার’ ছবির গান ‘নাদান পরিন্দে’-র কথা শোনার পরেই এ আর রহমান ধীরে ধীরে ছবিটা বুঝতে শুরু করেন বলে জানান ইমতিয়াজ। গানটির কথা শুনে রহমান তখন ইমতিয়াজ় আলিকে তার অর্থ জিজ্ঞাসা করেন। গানটি অনুবাদ হওয়ার পরে এ আর রহমানের কাছে তার অর্থ স্পষ্ট হয়। তার পর ইমতিয়াজ় বোঝেন, এই ছবির গান এ আর রহমানই করতে পারবেন।

২০১১ সালে মুক্তি পায় ইমতিয়াজ় আলির ‘রকস্টার’। ছবিটি দর্শকদের মধ্যে বিশেষ সাড়া ফেলেছিল। অভিনয় করেছিলেন রণবীর কপূর ও নার্গিস ফকরি। এর পরেও এ আর রহমান ও ইমতিয়াজ় আলি এক সঙ্গে কাজ করেছেন ‘হাইওয়ে’, ‘তামাশা’র মতো ছবিতে।

সম্প্রতি ‘অমর সিং চমকিলা’ ছবিতেও এক সঙ্গে কাজ করেন দু’জন। এই ছবির গানগুলিও সাড়া ফেলেছে দর্শকদের মধ্যে।

অন্য বিষয়গুলি:

Imtiaz Ali A R Rahman Rockstar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy