Advertisement
২৩ জানুয়ারি ২০২৫
Imran Khan

লকডাউনে ভাঙা সম্পর্ক জুড়ে আবার একসঙ্গে ইমরান-অবন্তিকা?

মেয়ে ইনায়ার সঙ্গে শুক্রবার একটি ছবি পোস্ট করেছেন অবন্তিকা। ছবিতে দেখা যাচ্ছে, মেয়েকে কাছে টেনে আদরে ভরিয়ে দিচ্ছেন মা।

স্ত্রী অবন্তিকা এবং মেয়ে ইনায়ার সঙ্গে ইমরান।

স্ত্রী অবন্তিকা এবং মেয়ে ইনায়ার সঙ্গে ইমরান।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২০ ১৪:৩৪
Share: Save:

ভাঙন ধরেছিল সম্পর্কে। নয় বছরের বিবাহিত জীবনে উঠেছিল ঝড়। আইনের চোখে বিচ্ছেদ না হলেও ইমরান খান এবং অবন্তিকা মালিকের কেমিস্ট্রি কোথাও গিয়ে যেন তাল কেটেছিল। কিন্তু লকডাউন কি আরও এক বার সেকেন্ড চান্স দিতে চলেছে এই সেলেব কাপলকে? রাগ-অভিমান ভুলে গিয়ে আবারও কাছাকাছি আসছেন তাঁরা? অবন্তিকার লেটেস্ট ইনস্টাগ্রাম পোস্ট কিন্তু সে রকমই ইঙ্গিত দিচ্ছে।

মেয়ে ইনায়ার সঙ্গে শুক্রবার একটি ছবি পোস্ট করেছেন অবন্তিকা। ছবিতে দেখা যাচ্ছে, মেয়েকে কাছে টেনে আদরে ভরিয়ে দিচ্ছেন মা। ওই ছবিরই ক্যাপশন ঘিরে যত রহস্য। আমেরিকার বর্ণবৈষম্য বিরোধী আন্দোলনের জনক মার্টিন লুথার কিং জুনিয়রের একটি উক্তি উল্লেখ করে অবন্তিকা ক্যাপশনে লেখেন, ‘‘আমি ঠিক করেছি ভালবাসাকে সঙ্গে নিয়েই থাকব। ঘৃণার বোঝা বয়ে বেড়ান সম্ভব নয়।’’

তিনি আরও লেখেন, “যখন আমার ভালবাসার পবিত্রতায় বিশ্বাস করার প্রয়োজন হয়ে পড়েছিল, ঠিক সেই সময়েই বিশ্বব্রহ্মাণ্ড আমায় সংকেত পাঠাল, ইটস ম্যাজিক!‍”

আরও পড়ুন: ‘সাম্প্রদায়িক পোস্ট’, টুইটার থেকে সাসপেন্ড কঙ্গনার দিদি রঙ্গোলি

দেখুন অবন্তিকার পোস্ট

"I have decided to stick with love, hate is too great a burden to bear." - Martin Luther King Jr. Just when I needed to believe in the purity of love the universe sends me a sign... Magic!! ♥️

A post shared by Avantika Malik (@avantikamalik18) on

এর পরেই জল্পনার শুরু। তবে কি ভাঙা সম্পর্ক জুড়তে চলেছেন আবার? প্রশ্ন অনুরাগীদের।

যে অবন্তিকা গত বছর নিজের ইনস্টা অ্যাকাউন্ট থেকে ‘খান’ পদবি সরিয়ে নিয়েছিলেন, মার্কিন সঙ্গীতশিল্পী মর্গান হারপারের উক্তি শেয়ার করে লিখেছিলেন, “কিছু কিছু সময় ছেড়ে চলে যেতে হয়”— তাঁর মুখেই উল্টোপুরাণ শুনে কিছুটা স্বস্তিতে ফ্যানেরা।

এমনিতেও শুরু থেকেই অবন্তিকা-ইমরান জুটি হিসেবে সকলের পছন্দের তালিকায় ছিলেন। তাঁদের সংসারে অশান্তি শুনে বেশ মন খারাপই হয়েছিল অনুরাগীদের। যদিও তাঁদেরকে ঘিরে এত আলোচনায় টুঁ শব্দটি করেননি ইমরান। অবন্তিকাও প্রকাশ্যে কিছু বলেননি কোনও দিন। ইনস্টা স্টোরি, পোস্টেই বুঝিয়ে দিয়েছিলেন মনের অবস্থা। আবারও নিজের মনের স্টেটাস বোঝানোর জন্য সেই ইনস্টাগ্রামকেই অবলম্বন করলেন তিনি।

আরও পড়ুন- শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি মাধবী মুখোপাধ্যায়ের স্বামী নির্মল কুমার

দীর্ঘ দিন প্রেমের পর ২০১১ সালে সাত পাকে বাঁধা পড়েন ইমরান-অবন্তিকা। ২০১৪ সালে জন্ম হয় তাঁদের কন্যা ইমারার। ইমরানের আগে অবশ্য অবন্তিকার প্রেম ছিল রণবীর কপূরের সঙ্গে।

অন্য বিষয়গুলি:

Imran Khan Avantika Malik Bollywood Lockdown
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy