৩১ জানুয়ারি। তিন বছর আগে এই তারিখেই সইসাবুদ করে আইনি বিয়ে সারেন ইমন চক্রবর্তী-নীলাঞ্জন ঘোষ। বিয়ের প্রথম বছর তাঁরা গিয়েছিলেন পুরুলিয়ায়। কিন্তু তিন নম্বর বছর আসতেই বিয়ের জন্মদিন বেমালুম ভুলে গেলেন গায়িকার স্বামী। মনে করাতে নিজেই মাঠে নামলেন ইমন। ভুলে যাওয়ার শাস্তিও ঠিক করে দিলেন গায়িকাই।
ইমন একটি ভিডিয়ো পোস্ট করেন সমাজমাধ্যমের পাতায়। সেখানেই দেখা যাচ্ছে কাজে ব্যস্ত নীলাঞ্জন। গায়িকা বার বার তারিখ মনে করালেও এ দিনের তাৎপর্য মনে করতে পারছেন না নীলাঞ্জন। ইমন স্বামীকে জিজ্ঞেস করেন, ‘‘আজকে কী?’’ নেপথ্যে ভেসে আসে একটি নুনের বিজ্ঞাপনের অডিয়ো। সেটাকে থামিয়ে উত্তর দিতে বলে ইমন মনে করান, ‘‘আজকে আমাদের আইনি বিয়ে হয়েছিল। অগ্নিসাক্ষী করে বিয়ে যদিও ২ ফেব্রুয়ারি।’’ এর পর ইমন তাঁকে আদর করে মাথায় একটা চুমু খান। শেষে স্বামীর ঠোঁটে চুম্বন করে ভিডিয়ো শেষ করেন। স্বামীর উপর খানিক মিছে রাগ করেন গায়িকা। শেষে গায়িকা ভিডিয়োটি পোস্ট করে লেখেন, ‘‘অনেক কষ্টে নুনের বিজ্ঞাপন ছেড়ে, অনেক মাথা ঘামিয়ে ওর মনে পড়েছে যে, আজকে আমাদের তৃতীয় বিয়ের জন্মদিন। পাশে থাকার জন্য ধন্যবাদ বি। অনেক ভালবাসি তোমায়। সবাই আমাদের আশীর্বাদ করবেন।’’