খুব শীঘ্রই বলিউডে অভিষেক ঘটতে চলেছে সইফ-পুত্র ইব্রাহিম আলি খানের। ‘তারকা সন্তানদের ত্রাতা’ তকমা পাওয়া কর্ণ জোহরের প্রয়োজনায় নায়ক হচ্ছেন ইব্রাহিম। নিজের প্রথম ছবির প্রথম ঝলক মুক্তির আগে একগুচ্ছ ফোটোশুটের ছবি দেন ইব্রাহিম। খালি গা, ঠোঁটের কোনায় চিলতে হাসি, নিম্নাঙ্গ ঢাকা কম্বলে। এ ছবি পোস্ট করেই ইব্রাহিম তাঁর প্রথম ছবি মুক্তির উত্তেজনা প্রকাশ করেন। লেখেন, ‘‘আমি হাসি, কারণ আমার প্রথম ছবির ঝলক আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য সবুর সইতে পারছি না।’’
আরও পড়ুন:
এ দিকে বলিউডে পা রাখার আগেই প্রেমের সম্পর্কে জড়িয়েছেন ইব্রাহিম। ২০২২ সালে থেকে শ্বেতা তিওয়ারি কন্যা পলকের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘন ঘন দেখা যেতে শুরু করে ইব্রাহিমকে। বিভিন্ন সময় ইব্রাহিমকে নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে পলককে। বরাবরই প্রেমের কথা অস্বীকার করেছেন শ্বেতা-কন্যা। বিভিন্ন সময় একসঙ্গে দেখা গিয়েছে ইব্রাহিম ও পলককে। তবে ক্যামেরা দেখলেই এড়িয়ে যান তাঁরা। গত বছর বলিউডে অভিষেক হয় পলকের। অন্য দিকে, ইব্রাহিমের বলিউডে অভিষেকের প্রস্তুতি চলছে জোরকদমে। চর্চিত প্রেমিকের ছবি দেখে পলক এক মুহূর্তে বিলম্ব না করেই উত্তেজিত একটি ইমোজি পোস্ট করেন।