১০০ পর্ব পার করল ‘গোধূলি আলাপ’
দেখতে দেখতে ১০০ পর্ব পার করল ধারাবাহিক ‘গোধূলি আলাপ’। কেক কেটে জমিয়ে হল উদ্যাপন। পরিস্থিতির চাপে পড়ে গ্রামের বহুরূপী নোলকের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন শহরের নামজাদা উকিল ‘অরিন্দম রায়’।
অসম বয়সি সম্পর্ক, প্রেম, বিয়ের গল্প বরাবরই দর্শককে টানে। তবে এই ধারাবাহিকের ক্ষেত্রে আরও বড় আকর্ষণ ছিল বহু দিন পর আবারও কৌশিক সেনের ছোট পর্দায় প্রত্যাবর্তন।
‘অরিন্দম’ ওরফে কৌশিক এবং ‘নোলক’ ওরফে সোমুর রসায়ন নজর কাড়লেও টিআরপি রেটিংয়ে তার কোনও প্রভাব এখনও দেখা যাচ্ছে না।
এতগুলো পর্ব পেরিয়ে এগুলো ভাবায় অভিনেতাকে? আনন্দবাজার অনলাইনের তরফে কৌশিক সেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এটা নিয়ে ভাবলে তো কাজই করতে পারব না। আমাদের কাজ অভিনয় করা। টিআরপির ভাবনা প্রযোজনা সংস্থার। টিআরপি জিনিসটা কী, তার কোনও ব্যাখ্যা নেই।”
ধীরে ধীরে অরিন্দম আর নোলক কাছাকাছি আসছে। গড়াচ্ছে ভালবাসায়। হাঁটুর বয়সি নায়িকা। প্রেমের দৃশ্য করতে অস্বস্তি হয়? এ প্রসঙ্গে কৌশিকের বক্তব্য, আমার ৫৪ বছর বয়স। এত বছর ধরে অভিনয় করছি। পেশাদার শিল্পী আমি। এ গুলো ভাবায় না আর নতুন করে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy