ছোটবেলার ছবিগুলি দেখলে মনে হয় এ যেন অন্য কোনও মানুষ! একটা বয়সে এসে কমবেশি প্রায় সকলেরই এমন মনে হয়। ব্যতিক্রম নন ‘লাল্টু বিশ্বাস’, ব্যতিক্রম নন তাঁর সাদামাঠা মেদবহুল শরীরের ভিতরে থাকা শিবপ্রসাদ মুখোপাধ্যায়ও। থিয়েটারের দিনগুলি হোক কিংবা ‘কুইনাইন’-এর গান, সেখান থেকে ‘লাল্টু বিশ্বাস’ হিসেবে দর্শকের বিশ্বাসযোগ্যতা অর্জনের সফর মোটেও সহজ কথা নয়। অভিনেতা-পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের এই সফর যথেষ্ট রঙিন। কিন্তু অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে বাড়তি মেদও জমেছে কোমরে, পেটে। পর্দায় কখনও সেটাই হয়ে ওঠে দর্শকের আকর্ষণের কারণ। এ বার অবশ্য পর্দার টানেই সেই বাড়তি মেদে কাঁচি বসছে।
জানা গিয়েছে, আগামী দিনে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করতে চলেছেন শিবপ্রসাদ। সেই সব চরিত্র যে ‘হামি’-র ‘লাল্টু বিশ্বাস’-এর থেকে কয়েক যোজন দূরের, সে কথা তো বলাই যায়। ফলে চরিত্রের প্রয়োজনেই নিজেকে গড়েপিঠে নিচ্ছেন তিনি। আর এই যাত্রায় প্রথম পদক্ষেপ নিজের চেহারায় পরিবর্তন আনা। ইতিমধ্যে ১০ কিলোগ্রাম ওজন কমিয়ে ফেলেছেন পরিচালক-অভিনেতা। নিজেই জানিয়েছেন, আরও দু’কিলোগ্রাম ওজন কমাতে চান তিনি।