মাঝরাতেই কেক কেটে জন্মদিন উদ্যাপন ঊষসীর৷ ছবি: ফেসবুক।
১৭ ফেব্রুয়ারি ঊষসী চক্রবর্তীর জন্মদিন। বেশ ধুমধাম করেই পালন করলেন দিনটি। ১৬ ফেব্রুয়ারি মধ্যরাত থেকেই শুরু জন্মদিনের উদ্যাপন৷ ঊষসীর আবাসনের ছাদেই বসেছিল জন্মদিনের আসর। কাছের বন্ধুরা ছাড়াও এসেছিলেন নায়িকার বেশ কিছু ইন্ডাস্ট্রির বন্ধু। ঊষসী রায়, ডিজাইনার অভিষেক রায়, সোনালী চৌধুরী- সহ আরও অনেকে।
আনন্দবাজার অনলাইনকে ঊষসী বলেন,‘‘জন্মদিনে অনেক শুভেচ্ছা পেয়েছি। সোনালী একটা ভাল শাড়ি দিয়েছে। কাপ, বই, গাছ— এমন অনেক ভাল ভাল উপহার পেয়েছি৷ ৩৫-এর পর থেকে এখন আমার বয়স কমতির দিকে৷ আমি মনে করি, মনের বয়স না বাড়লেই হল।’’
হার্ব রাইস, চিকেন, বার-বি-কিউ ফিশ সব মিলিয়ে জমে উঠেছিল জন্মদিনের রাত। মাঝ রাতেই কেক কেটে আনন্দ হয় জমিয়ে৷ আপাতত অনেক দিন ছোট পর্দা থেকে দূরে ঊষসী৷ কিন্তু আবারও সিরিয়ালে ফিরতে চান অভিনেত্রী৷ কয়েক দিন আগেই শেষ করেছেন ওয়েব সিরিজ়ের শুটিং।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy