Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Sara Ali Khan

সইফ-করিনার বিয়ে হচ্ছে জেনে অমৃতার মনের অবস্থা কী হয়েছিল? জানালেন সারা...

২০১২-তে সাতপাকে বাঁধা পড়েন করিনা কপূর এবং নবাব সইফ আলি খান।

অমৃতা এবং সইফ-করিনা।

অমৃতা এবং সইফ-করিনা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৯ ১৩:৫৮
Share: Save:

২০১২-তে সাতপাকে বাঁধা পড়েন করিনা কপূর এবং নবাব সইফ আলি খান। সে সময় বলিপাড়ার অন্যতম ‘হাইপড ম্যারেজ’ গণ্য হয়েছিল সেই রাজকীয় বিয়ে। সে সময় সইফের প্রথম স্ত্রী অমৃতা সিংহের মনের অবস্থা কী হয়েছিল? কী বা ছিল তাঁর প্রতিক্রিয়া? সে সব নিয়েই অকপট অমৃতা-সইফের কন্যা অভিনেত্রী সারা আলি খান। সম্প্রতি একটি ম্যাগাজিনের কভার শুটে এসে তিনি বলেন, “যখন আমি প্রথম জানতে পারি যে আমার বাবা করিনাকে বিয়ে করছেন আমি মাকে গিয়ে জিজ্ঞাসা করি আমি বিয়ের অনুষ্ঠানে কী পরব? কী ঝুমকা পরব?”

সারা আরও যোগ করেন, “মা তখনই ফ্যাশন ডিজাইনার আবু এবং সন্দীপকে ফোন করে বলেন, ‘সইফ বিয়ে করছে। তোমরা সারার জন্য লেহেঙ্গা বানাও। আমি চাই সারার লেহেঙ্গা যাতে সব থেকে সুন্দর হয়।”

আরও পড়ুন- মুভি রিভিউ ‘ওয়ার’: অ্যাকশনে ভরপুর, তবু স্টোরিলাইন জমল না

স্বামীর দ্বিতীয় পক্ষের বিয়েকে সাধারণ ভাবেই নিয়েছিলেন অমৃতা। আর সারাও প্রথম থেকেই করিনা সঙ্গে খুব ভাল ভাবেই মিশে গিয়েছিলেন। ‘কেদারনাথ’ছবির এই অভিনেত্রী বিভিন্ন জায়গায় নিজেই বলেছেন করিনা কপূর অভিনীত ‘কভি খুশি কভি গম’ সিনেমার ‘পু’ চরিত্রটি তাঁর খুবই পছন্দের। শুধু তাই নয়, করিনার ভক্তও তিনি।

‘She remembered who she was and the game changed.’ - Lalah Delia ♟🎲♠️ . Editor-in-chief: @ruchikamehta05 Interviews: @sanghitasingh Photos: @ramshergill Creative Director: @avantikkak Fashion Editor: @sonampoladia Make-up and Hair for Sara: @anilc68 & @the.mad.hair.scientist Make-up and Hair for Ibrahim: @jeanclaudebiguineindia Location Courtesy: @tajsantacruzmumbai

A post shared by Sara Ali Khan (@saraalikhan95) on

এক সঙ্গে পার্টি থেকে শপিং সব কিছুতেই করিনার সঙ্গী হন সারা। করিনা-সইফের সন্তান তৈমুরের সঙ্গেও তাঁর সম্পর্ক খুবই ভাল। রাখি পরানো থেকে শুরু করে ভাইকে নিয়ে খুনসুটি সবই চলতে থাকে।

করিনাও সারার প্রশংসায় পঞ্চমুখ।যদিও রটেছিল সারার সঙ্গে করিনার এত সদ্ভাব নাকি ভালভাবে নেন না অমৃতা সিংহ। সে সবকে ভুল প্রমাণ করে সোশ্যাল সাইটে প্রায়শই এক সঙ্গে ছবিতে দেখা যায় করিনা-সারাকে।

আরও পড়ুন- কল্কির মা হওয়ার খবর শুনে কী বললেন প্রাক্তন স্বামী অনুরাগ কাশ্যপ?

১৯৯১ সালে বিয়ে হয় অমৃতা-সইফের। ১৯৯৫-এ জন্ম হয় সারা আলি খানের। এর ঠিক ছয় বছর পর ২০০১ –এ জন্ম নেয় অমৃতা-সইফের দ্বিতীয় সন্তান ইব্রাহিম। সব কিছু বেশ ভালই চলছিল। কিন্তু ২০০৪ নাগাদ হঠাৎই বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। এর পর ছেলে মেয়েকে নিয়ে আলাদা থাকতে শুরু করেন অমৃতা। বড় করতে থাকেন নিজের হাতে। যদিও সইফের সঙ্গে সন্তানদের মেলামেশায় কোনওদিনই আপত্তি জানাননি তিনি। সেই জন্যই বোধহয় সারা-ইব্রাহিমের সঙ্গে সইফের সম্পর্ক খুবই ভাল।

অন্য দিকে ইন্ডাস্ট্রিতে পা রেখেই সারা বড়সড় সিক্সার হাঁকিয়েছিলেন। ‘কেদারনাথ’, ‘সিম্বা’- দু’টি ছবিই বক্স অফিসে সুপারহিট। সারার ‘ডাউন টু আর্থ’ ব্যবহার মন জিতেছিল সব্বার। আপাতত ‘রিউমারড বয়ফ্রেন্ড’ কার্তিক আরিয়ানের সঙ্গে ইমতিয়াজ আলি পরিচালিত ‘লাভ আজকাল ২’ নিয়ে ব্যস্ত সারা। হাতে রয়েছে বরুণ ধবনের সঙ্গে ‘কুলি নম্বর ১’-এর প্রজেক্টের কাজও।

অন্য বিষয়গুলি:

Sara Ali Khan Saif Ali Khan Amrita Singh Bollywood Kareena Kapoor
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy