‘হইচই’তে আসছে একগুচ্ছ নতুন ওয়েব সিরিজ়। ছবি: সংগৃহীত।
বাংলা নববর্ষে ‘হইচই’-এর নজরকাড়া উপহার। ওটিটি প্ল্যাটফর্মের তরফে ঘোষণা করা হল ১৪টি নতুন ওয়েব সিরিজ়। এর মধ্যে থাকছে ৫টি নতুন সিরিজ়। ৪টি সিরিজ়ের দ্বিতীয় সিজ়ন। পাশাপাশি থাকছে বাংলাদেশের ৫টি নতুন শো।
দত্ত পরিবারের খুনের মামলা থেকে প্রত্যেকেই মুখ ফেরায়। কিন্তু এগিয়ে আসে আইনজীবী অচিন্ত্য আইচ। এই চরিত্রে ঋত্বিক চক্রবর্তীর অভিনয় দর্শকদের চমকে দিতে পারে বলে মনে করা হচ্ছে। জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত ‘অ্যাডভোকেট অচিন্ত্য আইচ’-এ ঋত্বিক ছাড়াও থাকছেন শাশ্বত চট্টোপাধ্যায় ও সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। ‘বেস্ট অফ বেঙ্গল’ বিভাগে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পরিণীতা’ থাকছে। অদিতি রায় পরিচালিত এই সিরিজ়ে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দেবচন্দ্রিমা সিংহরায় এবং গৌরব চক্রবর্তী। দেবালয় ভট্টাচার্যের নতুন সিরিজ় ‘বোকা বাক্সতে বন্দি’। এই প্রজন্মের অভিনেত্রী অপালা প্রচারের আলো থেকে দূরে থাকতে চায়। মুখ্য চরিত্রে শোলাঙ্কি রায়।
মফস্সলের এক মায়ের শহর কলকাতায় লড়াই তার সন্তানের জন্য। এই নিয়েই পরিচালক সায়ন্তন ঘোষালের নতুন সিরিজ় ‘বিজয়া’। মুখ্য চরিত্রে স্বস্তিকা মুখোপাধ্যায়। এ ছাড়াও রয়েছেন সাহেব চট্টোপাধ্যায় এবং দেবদত্তা রাহা। সৌভিক কুন্ডু পরিচালিত ‘গুটিপোকা’য় এক নির্যাতিতা শিক্ষিকার গল্প উঠে আসবে। মুখ্য চরিত্রে পাওলি দাম ও সৌরভ চক্রবর্তী।
ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয় সিরিজ়গুলির মধ্যে একাধিক সিরিজ়ের নতুন সিজ়ন আসছে। তালিকায় রয়েছে অয়ন চক্রবর্তী পরিচালিত ‘নিখোঁজ ২’, অদিতি রায়ের ‘নষ্টনীড় ২’, সৌরভ চক্রবর্তী পরিচালিত ‘আবার রাজনীতি’ এবং সাহানা দত্তের ‘গভীর জলের মাছ ২’।
বাংলাদেশের পাঁচটি সিরিজ়ে থাকছেন পড়শি দেশের একাধিক জনপ্রিয় তারকা। অনম বিশ্বাস পরিচালিত ‘রঙ্গিলা কিতাব’-এর মুখ্য চরিত্রে রয়েছেন পরীমণি। আশফাক নিপুনের ‘জিম্মি’তে থাকছেন জয়া আহসান। শিয়াব শাহিন পরিচালিত ‘গোলাম মামুন’-এর মুখ্য চরিত্রে রয়েছেন জিয়াউল ফারুক অপূর্ব। অন্য দিকে, ‘মিথ্যেবাদী’র কেন্দ্রে রয়েছেন মেহজ়াবীন চৌধুরী। এ ছাড়া থাকছে মোশারফ করিমকে নিয়ে পরিচালক অমিতাভ রেজ়া চৌধুরীর ‘বোহেমিয়ান ঘোড়া’। সিরিজ়গুলি চলতি মাস থেকে শুরু করে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে মুক্তি পাবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy