Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Hero Alom

Hero Alom: হিরো আলম পারে না, এমন কিছু নেই, লাগাতার কটাক্ষের জবাবে দাবি গায়কের

সদ্য মুক্তি পেয়েছে হিরো আলমের নতুন রবীন্দ্রসঙ্গীত। যে গান নিয়ে সমালোচনার শেষ নেই। পদ্মাসেতু নিয়ে গানেও অজস্র কটাক্ষ। এ বার মুখ খুললেন শিল্পী।

মুখ খুললেন হিরো আলম

মুখ খুললেন হিরো আলম

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ জুলাই ২০২২ ১৯:৫৯
Share: Save:

‘বেসুরো’ কন্ঠে রবীন্দ্রসঙ্গীত। তাতেই আপাতত ঠাট্টার পাত্র হিরো আলম। বাংলাদেশের পদ্মাসেতু নিয়ে তাঁর গানেও কটাক্ষের বন্যা। বেশ ক্ষুব্ধ তাঁর অনুরাগীরাও। যাঁকে নিয়ে এত কটূক্তি, এত চর্চা, সেই হিরো আলম ওরফে আশরাফুল হোসেন কিন্তু চুপ। আনন্দবাজার অনলাইনের তরফে বাংলাদেশে গায়কের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি বলেন, “হিরো আলম পারে না, এমন কিছু নেই!”

হিরো আলম মানেই হিট। লক্ষ লক্ষ ভিউ আর লাইকের বন্যা। তাঁর গাওয়া আরেবিয়ান গান, উগান্ডা গান পেয়েছিল বিপুল জনপ্রিয়তা। শিল্পীর কথায়, “গান যে কেউ গাইতে পারে। গান গাওয়ার জন্য কারও অনুমতি প্রয়োজন আছে বলে মনে হয় না। আমি ভালবেসে গান করি।”

সঙ্গে তাঁর আরও সংযোজন, “আমাকে এই গান গাইতে বাধ্য করা হয়েছে। আমি দেশের অনেক তাবড় শিল্পীদের কাছে গিয়েছিলাম, আমার ভিডিয়োয় গান গাওয়ার আর্জি নিয়ে। তাঁরা কেউ রাজি হননি। তখনই ভাবলাম, আমি যদি হিরো হতে পারি, তা হলে গানও গাইতে পারি।”

কারও কথাকে তাই আর প্রাধান্য দিতে রাজি নন হিরো আলম। বরং পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বাংলাদেশের সঙ্গীত পরিচালক এবং শিল্পীদের দিকেই।

অন্য বিষয়গুলি:

Hero Alom Bangladesh Trolls
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE