Have a look a arijit singh's sister Amrita Singh's journey in tollywood dgtl
Arijit singh
জিয়াগঞ্জ থেকে টলিউডে এসে শূন্য থেকেই শুরু করলেন অরিজিৎ সিংহের বোন
জিয়াগঞ্জ টু কলকাতা। গুগল ম্যাপ বলছে দূরত্ব ২১৯ কিমি। দাদা পেরেছিলেন মুর্শিদাবাদের মফস্সল থেকে এসে কলকাতা-মুম্বই ঘুরে সুরের জাদুতে বিশ্বজয় করতে। দাদার দেখানো পথেই যাত্রা শুরু করেছেন অমৃতা সিংহ। গানও গেয়ে ফেলেছেন টলিউডে।
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২০ ১৯:৫০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১১
জিয়াগঞ্জ টু কলকাতা। গুগল ম্যাপ বলছে দূরত্ব ২১৯ কিমি। দাদা পেরেছিলেন মুর্শিদাবাদের মফস্সল থেকে এসে কলকাতা-মুম্বই ঘুরে সুরের জাদুতে বিশ্বজয় করতে। দাদার দেখানো পথেই যাত্রা শুরু করেছেন অমৃতা সিংহ। গানও গেয়ে ফেলেছেন টলিউডে।
০২১১
সম্পর্কে গায়ক অরিজিৎ সিংহের বোন তিনি। অরিজিৎ এবং অমৃতার বয়সের ফারাক সাড়ে চার বছরের।
০৩১১
অমৃতার সঙ্গীত শিক্ষার হাতেখড়ি মা’য়ের কাছে। তাঁর মা-ও গানের জগতের সঙ্গে যুক্ত বহু দিন ধরেই। এর পর মা’র গুরু বীরেন্দ্রপ্রসাদ হাজারি এবং দাদা রাজেন্দ্রপ্রসাদ হাজারির কাছে গান শিখতে শুরু করেন অমৃতা সিংহ।
০৪১১
এর পর কলকাতায় এসে দু’বছর কৌশিকী চক্রবর্তীর কাছেও তালিম নিয়েছেন তিনি।
০৫১১
তাঁর প্রথম টলিব্রেক মৈনাক ভৌমিকের ছবি ‘জেনারেশন আমি'-তে। সঙ্গীত পরিচালক অরিন্দম চট্টোপাধ্যায়ই প্রথম ব্রেক দেন অমৃতাকে।
০৬১১
অমৃতার গলায় ‘ভুলে যেও আমাকে’ বেশ হিট হয়েছিল। অমৃতার অদ্ভুত গায়কি মনে ধরেছিল অরিন্দমের।
০৭১১
তার পর যাত্রা শুরু হয় অমৃতার। অমৃতার ইচ্ছে দাদার মতো সঙ্গীতশিল্পী হওয়ার। দু’জনের সম্পর্কও বেশ ভাল। চলে গান নিয়ে আদান-প্রদানও। এক সঙ্গে স্টেজ শো-ও করেছেন দু’জনে। ইচ্ছা রয়েছে ওয়ার্ল্ড ট্যুরেরও।