দীর্ঘ ৩৭ বছরের দাম্পত্য বলি অভিনেতা গোবিন্দ ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার। প্রথম জীবনে অবশ্য গোবিন্দ স্ত্রীকে লুকিয়ে রেখেছিলেন। ভেবেছিলেন, বিবাহিত নায়কের কথা জানতে পারলে খ্যাতি কমে যেতে পারে। তবে বছর তিনেকের মাথায় সকলকে জানান তিনি বিবাহিত। তার পর দীর্ঘ সময় একে অপরের পাশে ঢাল হয়ে থেকেছেন। এত বছরের দাম্পত্য জীবন, তবু একত্রবাস করেন না গোবিন্দ-সুনীতা। তাঁদের ছাদ আলাদা। আলাদা বাড়িতে থাকেন তাঁরা। দুই সন্তানের সঙ্গে সুনীতা থাকে ফ্ল্যাটে। অন্য দিকে নিজের বাংলোতে একা থাকেন অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীতা নিজেই সে কথা জানালেন। তাঁকে প্রশ্ন করা হয়, তা হলে বাইরে থেকে যেমনটা দেখে মনে হয় গোবিন্দ-সুনীতার সম্পর্ক ততটা মজবুত নয়? এই প্রসঙ্গে নীরবতা ভাঙলেন সুনীতা।
আরও পড়ুন:
সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীতা স্পষ্ট করেন। তিনি ও গোবিন্দা মুখোমুখি থাকেন, শুধু ছাদ আলাদা। কারণ গোবিন্দ অনেক লোকজন নিয়ে থাকতে ভালবাসেন, কথা বলতে ভালবাসেন। সেই কারণে যে বাংলোতে তিনি থাকেন সেখানে অনেকের আসা-যাওয়া লেগেই থাকে। এ ছাড়াও অভিনেতার বিভিন্ন মিটিং থাকে, যেগুলি গভীর রাত অবধি চলে। সুনীতার স্বভাব একেবারে উল্টো। তিনি ভোর ৪টের সময় ঘুম থেকে ওঠেন। পুজোপাঠ করেন। এ ছাড়াও সুনীতা বিশ্বাস করেন বেশি কথা বললেন শক্তিক্ষয় হয়। কিন্তু তাঁদের আলাদা করা অসম্ভব। অনেকেই ঘর ভাঙার চেষ্টা করেছেন, পারেননি। সুনীতার কথায়, ‘‘আমি আমার সংসার রক্ষা করতে পেরেছি কারণ ঈশ্বর রয়েছেন আমার সঙ্গে। আসলে পুরুষমানুষ হল ক্রিকেটের মতো। কখনও ভাল, কখনও খারাপ। আমি সব সময় মেয়েদের বলি নিজের স্বামীর হাত শক্ত করে ধরে থাকতে। যেমনটা আমি করেছিলাম। যদি হাত ধরতে না পারো, ছেড়ে বেরিয়ে যাও।’’