Advertisement
E-Paper

৫০০ কোটির হিট দিয়েছেন, তবু শাহরুখের সঙ্গে কাজ করা শক্ত, জানালেন ‘গদর ২’-এর পরিচালক

শাহরুখ খানের ‘পাঠান’-কে ছাড়িয়ে দ্রুততম ৫০০ কোটির নজির গড়েছে অনিল শর্মা পরিচালিত ‘গদর ২’। তবু আক্ষেপ বাদশার সঙ্গে কাজ না করতে পারার।

Gadar 2 director reveals why he never worked with shah rukh khan

(বাঁ দিকে) শাহরুখ খান। পরিচালক অনিল শর্মা (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৩ ১৯:০৩
Share
Save

২০০১ সালে মুক্তি পেয়েছিল অনিল শর্মা পরিচালিত ছবি ‘গদর’। ২২ বছর পরে গত ১১ অগস্ট মুক্তি পেয়েছে ফ্র্যাঞ্চাইজ়ির দ্বিতীয় ছবি ‘গদর ২’। বক্স অফিস ব্যবসার নিরিখে চলতি বছরে বলিউডের সব থেকে সফল ছবির তালিকায় ‘পাঠান’- এর পরেই রয়েছে এই ছবি। মাত্র ২৪ দিনে ৫০০ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। সেই দিক থেকে দেখলে, হিন্দি ছবির ইতিহাসে দ্রুততম ৫০০ কোটি পার করল এই ছবি। সিনেমা বিশেষজ্ঞদের মতে, খুব শীঘ্রই এই ছবি ৬৫০ কোটি ছাড়াবে। এ দিকে ঘাড়ের উপর নিশ্বাস ফেলছে ‘জওয়ান’। দেশে-বিদেশে অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছে এই ছবির। প্রথম দিনে অধিকাংশ শো হাউসফুল। শাহরুখ খানের পরবর্তী এই ছবির প্রশংসায় পঞ্চমুখ 'গদর ২' ছবির পরিচালক। শাহরুখের ন্যাড়া মাথার লুকটি তাঁর যে বেশ পছন্দ হয়েছে, সে কথাও জানান তিনি। ইচ্ছা, কাজ করবেন শাহরুখের সঙ্গে। তবে বিষয়টি কার্যকর হবে কি না, তা নিয়ে বেশ সন্দিহান পরিচালক।

একটা সময় ছিল, যখন শাহরুখ ফারহা খান, কর্ণ জোহর কিংবা আদিত্য চোপড়ার মতো পরিচালকদের সঙ্গেই কাজ করতে পছন্দ করতেন। তবে সময় বদলেছে। তার সঙ্গেই ঘরানা বদলেছেন শাহরুখ। রোম্যান্সের গণ্ডি ছাড়িয়ে তিনি এখন পুরোদমে অ্যাকশন হিরো। যার ফলে নতুন প্রজন্মের পরিচালকদের সঙ্গে কাজ করছেন।যেমন ‘রইস’ ছবিতে রাহুল ঢোলাকিয়ার সঙ্গে কাজ করেছেন। ‘পাঠান’-এর পরিচালক ছিলেন সিদ্ধার্থ আনন্দ। এ বার ‘জওয়ান’-এ অ্যাটলি কুমার। ‘গদর ২’ ছবির পরিচালকেরও ইচ্ছা কাজ করবেন কিং খান এর সঙ্গে। তবে হয়ে ওঠেনি। তার কথায়, ‘‘উনি এত বড় তারকা যে, ওঁর সঙ্গে কাজ করাটা একটা চ্যালেঞ্জ এবং সঠিক সোর্স পাওয়াটা কঠিন। তবে সুযোগ পেলে নিশ্চয়ই কাজ করব।’’

Shah Rukh Khan Gadar 2 Anil Sharma Bollywood Director

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

এটি একটি প্রিন্ট আর্টিক্‌ল…

  • এমন অনেক খবরই এখন আপনার হাতের মুঠোয়

  • সঙ্গে রোজ পান আনন্দবাজার পত্রিকার নতুন ই-পেপার পড়ার সুযোগ

  • ই-পেপারের খবর এখন শুধুই ছবিতে নয়, টেক্সটেও

প্ল্যান সিলেক্ট করুন

ক্যানসেল করতে পারবেন আপনার সুবিধামতো

Best Value
প্রতি বছরে

৫১৪৮

১৯৯৯

প্ল্যানটি সিলেক্ট করে 'Subscribe Now' ক্লিক করুন।শর্তাবলী প্রযোজ্য।
*মান্থলি প্ল্যান সাপেক্ষে
প্রতি মাসে

৪২৯

১৬৯

প্ল্যানটি সিলেক্ট করে 'Subscribe Now' ক্লিক করুন।শর্তাবলী প্রযোজ্য।