Advertisement
০৬ জুলাই ২০২৪
Cancer Survivor Celebrities of Bollywood

ক্যানসার আক্রান্ত হিনা! মনীষা থেকে সোনালি, মারণরোগের সঙ্গে লড়াইয়ে জয়ী যাঁরা

সম্প্রতি ক্যানসার আক্রান্ত হয়েছেন হিনা খান। এই মারণরোগ গোপনে বাসা বাঁধছে শরীরে। দেখে নেওয়া যাক, বলিউডের ক্যানসারজয়ী অভিনেত্রীদের।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৯ জুন ২০২৪ ০৯:০৬
Share: Save:
০১ ১২
স্তন ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী হিনা খান। শুক্রবার সমাজমাধ্যমে পোস্ট করে নিজেই জানিয়েছেন অভিনেত্রী। বেশ কয়েক দিন ধরেই জল্পনা চলছিল, হিনা ক্যানসারে আক্রান্ত কি না। তিনি নিজেই জানিয়েছেন, স্তন ক্যানসারের তৃতীয় পর্যায় চলছে এখন। চিকিৎসা শুরু হয়েছে বলে জানান হিনা। পাশাপাশি, অনুরাগীদের অনুরোধ করেছেন, যাতে তাঁর ব্যক্তিগত গোপনীয়তার দিকটা অক্ষুণ্ণ থাকে।

স্তন ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী হিনা খান। শুক্রবার সমাজমাধ্যমে পোস্ট করে নিজেই জানিয়েছেন অভিনেত্রী। বেশ কয়েক দিন ধরেই জল্পনা চলছিল, হিনা ক্যানসারে আক্রান্ত কি না। তিনি নিজেই জানিয়েছেন, স্তন ক্যানসারের তৃতীয় পর্যায় চলছে এখন। চিকিৎসা শুরু হয়েছে বলে জানান হিনা। পাশাপাশি, অনুরাগীদের অনুরোধ করেছেন, যাতে তাঁর ব্যক্তিগত গোপনীয়তার দিকটা অক্ষুণ্ণ থাকে।

০২ ১২
ক্যানসার ক্রমশ মহামারির আকার নিচ্ছে। কিছু দিন আগেই অভিনেত্রী মহিমা চৌধুরী ক্যানসারের সঙ্গে তাঁর লড়াইয়ের বৃত্তান্ত প্রকাশ করেন। তিনিও স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। ক্যানসারের চিকিৎসার জন্য একসময়ে একের পর এক ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ‘পরদেশ’ খ্যাত অভিনেত্রী। কিন্তু নিজের লড়াই থামাননি তিনি। এক দিকে নিয়মিত চিকিৎসা আর অন্য দিকে মনের জোর কাজে লাগিয়ে মারণরোগকে জয় করেন তিনি।

ক্যানসার ক্রমশ মহামারির আকার নিচ্ছে। কিছু দিন আগেই অভিনেত্রী মহিমা চৌধুরী ক্যানসারের সঙ্গে তাঁর লড়াইয়ের বৃত্তান্ত প্রকাশ করেন। তিনিও স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। ক্যানসারের চিকিৎসার জন্য একসময়ে একের পর এক ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ‘পরদেশ’ খ্যাত অভিনেত্রী। কিন্তু নিজের লড়াই থামাননি তিনি। এক দিকে নিয়মিত চিকিৎসা আর অন্য দিকে মনের জোর কাজে লাগিয়ে মারণরোগকে জয় করেন তিনি।

০৩ ১২
২০১৮-য় তাঁর ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করেন অভিনেত্রী সোনালি বেন্দ্রে। মেটাস্ট্যাটিক ক্যানাসারে আক্রান্ত ছিলেন তিনি। এ ক্ষেত্রে ক্যানসারের কোষ দ্রুত সারা শরীরে ছড়িয়ে পড়ে। প্রথমটায় বিশ্বাস করতে পারেননি অভিনেত্রী, তিনি এমন এক জটিল রোগে আক্রান্ত। পরে অবশ্য রোগের সঙ্গে লড়াইয়ের নানা অভিজ্ঞতা নিজেই সমাজমাধ্যমে তুলে ধরেছেন। নিউইয়র্কে গিয়ে ক্যানসারের চিকিৎসা করিয়েছিলেন সোনালি।

২০১৮-য় তাঁর ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করেন অভিনেত্রী সোনালি বেন্দ্রে। মেটাস্ট্যাটিক ক্যানাসারে আক্রান্ত ছিলেন তিনি। এ ক্ষেত্রে ক্যানসারের কোষ দ্রুত সারা শরীরে ছড়িয়ে পড়ে। প্রথমটায় বিশ্বাস করতে পারেননি অভিনেত্রী, তিনি এমন এক জটিল রোগে আক্রান্ত। পরে অবশ্য রোগের সঙ্গে লড়াইয়ের নানা অভিজ্ঞতা নিজেই সমাজমাধ্যমে তুলে ধরেছেন। নিউইয়র্কে গিয়ে ক্যানসারের চিকিৎসা করিয়েছিলেন সোনালি।

০৪ ১২
অভিনেত্রী কিরণ খের আক্রান্ত হয়েছিলেন এক ধরনের ব্লাড ক্যানসারে। এই ক্যানসার প্লাজ়মা সেলে ছড়িয়ে পড়ে। এই বিরল ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন অভিনেত্রীর স্বামী তথা অভিনেতা অনুপম খের। শরীরের একাধিক হাড়ে প্লাজ়মা সেলের মাধ্যমে ছড়িয়ে পড়ে এই ক্যানসার। জটিল রোগে আক্রান্ত হলেও কাজ থামাননি কিরণ।

অভিনেত্রী কিরণ খের আক্রান্ত হয়েছিলেন এক ধরনের ব্লাড ক্যানসারে। এই ক্যানসার প্লাজ়মা সেলে ছড়িয়ে পড়ে। এই বিরল ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন অভিনেত্রীর স্বামী তথা অভিনেতা অনুপম খের। শরীরের একাধিক হাড়ে প্লাজ়মা সেলের মাধ্যমে ছড়িয়ে পড়ে এই ক্যানসার। জটিল রোগে আক্রান্ত হলেও কাজ থামাননি কিরণ।

০৫ ১২
অভিনেতা আয়ুষ্মান খুরানার স্ত্রী তথা পরিচালক তাহিরা কাশ্যপের ২০১৮-য় স্তন ক্যানসার ধরা পড়ে। নিজের লড়াইয়ের নানা অভিজ্ঞতা সমাজমাধ্যমে তুলে ধরেছেন তিনি। অস্ত্রোপচার ও কেমোথেরাপি হওয়ার পরে নিজের একটি ছবিও শেয়ার করেন তাহিরা। অভিনেত্রীর এই পদক্ষেপ বহু ক্যানসার আক্রান্তকে সাহস জুগিয়েছিল।

অভিনেতা আয়ুষ্মান খুরানার স্ত্রী তথা পরিচালক তাহিরা কাশ্যপের ২০১৮-য় স্তন ক্যানসার ধরা পড়ে। নিজের লড়াইয়ের নানা অভিজ্ঞতা সমাজমাধ্যমে তুলে ধরেছেন তিনি। অস্ত্রোপচার ও কেমোথেরাপি হওয়ার পরে নিজের একটি ছবিও শেয়ার করেন তাহিরা। অভিনেত্রীর এই পদক্ষেপ বহু ক্যানসার আক্রান্তকে সাহস জুগিয়েছিল।

০৬ ১২
অস্থিমজ্জার ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী লিসা রায়। এটিও এক বিরল ধরনের ক্যানসার। প্রথম দিকে ক্যানসারের কথা গোপন রেখেছিলেন লিসা। চিকিৎসার পাশাপাশি চালিয়ে গিয়েছিলেন কাজও। এই বিরল ক্যানসার থেকে সেরে ওঠা সহজ ছিল না। তাই মারণরোগ অতিক্রম করার পরে বহু মানুষের কাছে প্রেরণা হয়ে উঠেছিলেন তিনি।

অস্থিমজ্জার ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী লিসা রায়। এটিও এক বিরল ধরনের ক্যানসার। প্রথম দিকে ক্যানসারের কথা গোপন রেখেছিলেন লিসা। চিকিৎসার পাশাপাশি চালিয়ে গিয়েছিলেন কাজও। এই বিরল ক্যানসার থেকে সেরে ওঠা সহজ ছিল না। তাই মারণরোগ অতিক্রম করার পরে বহু মানুষের কাছে প্রেরণা হয়ে উঠেছিলেন তিনি।

০৭ ১২
২০১২-র নভেম্বরে ক্যানসার আক্রান্ত হন অভিনেত্রী মনীষা কৈরালা। ডিম্বাশয়ের ক্যানসার ধরা পড়েছিল তাঁর। আমেরিকায় গিয়ে চিকিৎসা করিয়েছিলেন তিনি। ক্যানসার ধরা পড়া থেকে সেরে ওঠা, এই পুরো সফর তাঁর বই ‘হিলড: হাউ ক্যানসার গেভ মি নিউ লাইফ’-এ তুলে ধরেছিলেন তিনি। ক্যানসার থেকে সেরে উঠে ফের কাজে যোগ দিয়েছেন অভিনেত্রী। ‘হীরামন্ডি’ সিরিজ়ে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে।

২০১২-র নভেম্বরে ক্যানসার আক্রান্ত হন অভিনেত্রী মনীষা কৈরালা। ডিম্বাশয়ের ক্যানসার ধরা পড়েছিল তাঁর। আমেরিকায় গিয়ে চিকিৎসা করিয়েছিলেন তিনি। ক্যানসার ধরা পড়া থেকে সেরে ওঠা, এই পুরো সফর তাঁর বই ‘হিলড: হাউ ক্যানসার গেভ মি নিউ লাইফ’-এ তুলে ধরেছিলেন তিনি। ক্যানসার থেকে সেরে উঠে ফের কাজে যোগ দিয়েছেন অভিনেত্রী। ‘হীরামন্ডি’ সিরিজ়ে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে।

০৮ ১২
বর্ষীয়ান অভিনেত্রী মুমতাজ় ২৫ বছর আগে স্তন ক্যানসারে আক্রান্ত হন। বছর কয়েক আগে ডায়েরিয়ার সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেই সময়ে শুধু ডান হাতেই তাঁকে ড্রিপ দেওয়া হয়। ২৫ বছর আগে ক্যানসার আক্রান্ত হওয়ার পরে বাঁ হাত থেকে লিম্ফ নোডগুলি বাদ দেওয়া হয়েছিল। সেই জন্য বাঁ হাতে কোনও সুচ ফোটানো যায়নি তাঁর।

বর্ষীয়ান অভিনেত্রী মুমতাজ় ২৫ বছর আগে স্তন ক্যানসারে আক্রান্ত হন। বছর কয়েক আগে ডায়েরিয়ার সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেই সময়ে শুধু ডান হাতেই তাঁকে ড্রিপ দেওয়া হয়। ২৫ বছর আগে ক্যানসার আক্রান্ত হওয়ার পরে বাঁ হাত থেকে লিম্ফ নোডগুলি বাদ দেওয়া হয়েছিল। সেই জন্য বাঁ হাতে কোনও সুচ ফোটানো যায়নি তাঁর।

০৯ ১২
দক্ষিণী অভিনেত্রী হামসা নন্দিনী ২০২১-য় ক্যানসার আক্রান্ত হন। হঠাৎই একদিন স্তনে একটি পিণ্ড নিজেই আবিষ্কার করেন তিনি। ক্যানসারের সঙ্গে লড়াইয়ের কথা নিজেই প্রকাশ করেছিলেন হামসা। ক্যানসার অতিক্রম করে তিনিও কাজে যোগ দিয়েছেন।

দক্ষিণী অভিনেত্রী হামসা নন্দিনী ২০২১-য় ক্যানসার আক্রান্ত হন। হঠাৎই একদিন স্তনে একটি পিণ্ড নিজেই আবিষ্কার করেন তিনি। ক্যানসারের সঙ্গে লড়াইয়ের কথা নিজেই প্রকাশ করেছিলেন হামসা। ক্যানসার অতিক্রম করে তিনিও কাজে যোগ দিয়েছেন।

১০ ১২
‘কাইট’ ছবিতে হৃতিক রোশনের সঙ্গে জুটি বেঁধেছিলেন অভিনেত্রী বারবারা মোরি। মাত্র ২৯ বছর বয়সে স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন বারবারা। তবে প্রথম পর্যায়ে ধরা পড়েছিল ক্যানসার। তাই মারণরোগ থেকে সেরে উঠতে তাঁর বেশি সময় লাগেনি। ক্যানসার সচেতনতার বিষয়ে লক্ষণীয় ভাবে উদ্যোগী হয়েছিলেন তিনি।

‘কাইট’ ছবিতে হৃতিক রোশনের সঙ্গে জুটি বেঁধেছিলেন অভিনেত্রী বারবারা মোরি। মাত্র ২৯ বছর বয়সে স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন বারবারা। তবে প্রথম পর্যায়ে ধরা পড়েছিল ক্যানসার। তাই মারণরোগ থেকে সেরে উঠতে তাঁর বেশি সময় লাগেনি। ক্যানসার সচেতনতার বিষয়ে লক্ষণীয় ভাবে উদ্যোগী হয়েছিলেন তিনি।

১১ ১২
ধারাবাহিক ‘পুনর্বিবাহ’ খ্যাত অভিনেত্রী শগুফতা আলিও স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। ২০ বছর আগে ক্যানসার ধরা পড়েছিল তাঁর। সেই সময়ে ক্যানসারের চিকিৎসা করার মতো সচ্ছল আর্থিক অবস্থাও ছিল না তাঁর। গয়না বেচে সেই টাকা দিয়ে ন'টি কেমোথেরাপি করিয়েছিলেন তিনি। কিন্তু সেই লড়াইও পার করে নিজের কাজে ফের যোগ দেন শগুফতা।

ধারাবাহিক ‘পুনর্বিবাহ’ খ্যাত অভিনেত্রী শগুফতা আলিও স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। ২০ বছর আগে ক্যানসার ধরা পড়েছিল তাঁর। সেই সময়ে ক্যানসারের চিকিৎসা করার মতো সচ্ছল আর্থিক অবস্থাও ছিল না তাঁর। গয়না বেচে সেই টাকা দিয়ে ন'টি কেমোথেরাপি করিয়েছিলেন তিনি। কিন্তু সেই লড়াইও পার করে নিজের কাজে ফের যোগ দেন শগুফতা।

১২ ১২
২০২২-এ ছোট পর্দার অভিনেত্রী ছবি মিত্তল ক্যানসার আক্রান্ত হন। এই কঠিন সময়ে কী ধরনের প্রতিকূলতার মধ্যে দিয়ে তিনি গিয়েছেন, তা নিজেই প্রকাশ করেছিলেন ছবি।

২০২২-এ ছোট পর্দার অভিনেত্রী ছবি মিত্তল ক্যানসার আক্রান্ত হন। এই কঠিন সময়ে কী ধরনের প্রতিকূলতার মধ্যে দিয়ে তিনি গিয়েছেন, তা নিজেই প্রকাশ করেছিলেন ছবি।

সব ছবি: সংগৃহীত

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE