Advertisement
২৩ জানুয়ারি ২০২৫
Forbes’

অমিতাভ থেকে অনুষ্কা, ফোর্বসের প্রভাবশালীদের তালিকায় ভারতীয়দের দখল

শিয়া প্যাসিফিক অঞ্চলে সোশ্যাল মিডিয়ায় সবথেকে প্রভাবশালী তারকাদের তালিকা তৈরি করল ফোর্বস।

ফোর্বসের লিস্টে ভারতীয় তারকারা।

ফোর্বসের লিস্টে ভারতীয় তারকারা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২০ ২১:২৮
Share: Save:

অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, অনুষ্কা শর্মা, আলিয়া ভট্ট, রণবীর সিংহ, শ্রেয়া ঘোষাল— ১০০ জনের এই তালিকায় ভারতীয়দের নাম এখানেই শেষ নয়। এশিয়া প্যাসিফিক অঞ্চলে সোশ্যাল মিডিয়ায় সবথেকে প্রভাবশালী তারকাদের তালিকা তৈরি করল ফোর্বস। আন্তর্জাতিক তারকাদের মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়ার মহিলাদের বিখ্যাত গানের ব্যান্ড ‘ব্ল্যাকপিঙ্ক’ ও পুরুষদের ব্যান্ড ‘বিটিএস’, অস্ট্রেলীয় অভিনেতা হিউ জ্যাকম্যান, পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান ও গায়ক আতিফ আসলাম প্রমুখ।

তালিকার একদম শুরুর দিকে রয়েছেন অমিতাভ বচ্চন ও অক্ষয় কুমার। তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যথাক্রমে ১০ কোটি ৫০ লক্ষ এবং ১৩ কোটি ১০ লক্ষ মানুষ ফলো করেন। এর পরে রয়েছে শাহরুখ খান, মাধুরী দীক্ষিত, হৃতিক রোশন, অনুষ্কা শর্মা, আলিয়া ভট্ট, রণবীর সিংহ, শ্রেয়া ঘোষাল, জ্যাকলিন ফার্নান্ডেজ, নেহা কক্কর, শাহিদ কপূর, ক্যাটরিনা কাইফ প্রমুখ তারকার নাম।

অমিতাভ বচ্চন সম্পর্কে সেখানে লেখা হয়েছে, ‘বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম প্রবীণ অভিনেতা। প্রায় ২০০টির উপর ছবিতে অভিনয় করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুগামীর সংখ্যা ১০ কোটি ৫০ লক্ষ। মে মাসে তাঁর জনপ্রিয়তার সাহায্যে তিনি ৭০ লক্ষ ডলার জমা করেছিলেন কোভিডের ত্রাণে।

অন্য দিকে, অক্ষয় কুমারের সম্পর্কে বলা হয়েছে, ‘বলিউডে সবথেকে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা অক্ষয় করোনা মহামারীর সময়ে ৪০ লক্ষ টাকা অনুদান দিয়েছিলেন তিনি।’

আরও পড়ুন: কিরণময়ীর কাছে হেরে যাবেন স্বস্তিকা?

শাহরুখ খানের ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে তাঁর সোশ্যাল মিডিয়ায় অনুগামীর কথা। ১০ কোটি ৬০ লক্ষ। তাঁর শেষ ছবি মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। কিন্তু এই সময়ের মধ্যে তিনি বিভিন্ন তথ্যচিত্র ও ছবিতে ডাবিং করেছেন। মহিলা ও শিশুদের অধিকারের লড়াইয়ে সামিল হওয়ার জন্য ‘দ্য ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম’-এর তরফে তাঁকে পুরস্কৃত করা হয়েছিল।

অনুষ্কা শর্মাকে কেবলমাত্র অভিনেত্রী নয়, এক জন প্রযোজক হিসেবেও তালিকাভুক্ত করা হয়েছে।

সম্প্রতি নেহা কক্করের বিয়ে নিয়ে নেটদুনিয়ায় প্রভূত চর্চা হয়েছিল। যার ফলে তাঁর নাম সোশ্যাল মিডিয়ায় বার বার সামনে উঠে আসে।

আরও পড়ুন: ‘একে ভার্সেস একে’: পোশাক ঠিক ভাবে পরেননি অনিল কপূর, দৃশ্য মোছার দাবি বায়ুসেনার

আলিয়া ভট্ট সম্পর্কে লেখা হয়েছে, ‘তিনি বলিউড রাজ-পরিবারের এক গুরুত্বপূর্ণ অংশ।’

অন্য বিষয়গুলি:

Forbes’ Indian Celebrities Bollywood Most influential people Asia-Pacific Region
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy