Advertisement
০৩ জানুয়ারি ২০২৫
Look Back 2024

ধারাবাহিকের বৌমারা দশভুজা ‘সুপারউওম্যান’! পাঁচ নায়িকার দাপট কেমন দেখল সাল ২০২৪?

বাংলা টেলিভিশনে ধারাবাহিকের সংখ্যা কম নয়। কম নয় চরিত্র। যদিও দর্শক-হৃদয়ে দাগ কেটে যায় মাত্র কয়েকটি। ২০২৪ সালে জনপ্রিয়তার নিরিখে ধারাবাহিকের ৫ নারীচরিত্রকে বেছে নিল আনন্দবাজার অনলাইন।

Five Bengali serial actresses who were talk of town in the year 2024

২০২৪ সালে জনপ্রিয়তার নিরিখে ধারাবাহিকের ৫ নারীচরিত্র। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ০৯:১৯
Share: Save:

প্রতি বছর নতুন নতুন ধারাবাহিক শুরু হয়। কোনওটি শেষ হয়ে যায় জনপ্রিয়তার অভাবে, কোনওটি চলতে থাকে বছরের পর বছর। কিন্তু সব ধারাবাহিকের মিল একটি জায়গায়— ‘সাধারণ মেয়ে’র কাহিনি। বা বলা ভাল, সাধারণ মেয়ের অসাধারণ হয়ে ওঠার গল্প। তাই টিভির পর্দায় নায়িকারাই সর্বেসর্বা। সেই সব নায়িকারা দশ হাতে সামলান দশ দিক। তাদের ভুল হলেও তার খেসারত দিয়ে সব ঠিক করে দিতে হয় নিজেদেরই। আর দিনের পর দিন সেই টানাপড়েনে, কবে যেন তারা হয়ে ওঠে ‘ঘরের মেয়ে’। ২০২৪ সালে জনপ্রিয়তার নিরিখে ধারাবাহিকের ৫ নারী চরিত্রকে বেছে নিল আনন্দবাজার অনলাইন।

‘গোবরদেবী’ কথা

Image of Susmita Dey

‘কথা’র চরিত্রে অভিনয় করছেন সুস্মিতা দে। ছবি: সংগৃহীত।

গোবরডাঙার গোবরদেবী। ভাল নাম কথাকলি। ভালবাসে ভেষজ চর্চা করতে। নিত্য যত্ন করে করমচা গাছের। এমনই নায়িকা ধারাবাহিক ‘কথা’র। ‘ভালমানুষ’ কথার সঙ্গে জুড়ে গিয়েছে এভি নামক এক অত্যাধুনিক, অহঙ্কারী মানুষের জীবন। পেশায় এভি ‘শেফ’, কিন্তু কথা তাকে ডাকে ‘পাচকমশাই’ বলে— এমনই সাবেকি মনোভাব কথার। একই কলেজে পড়ত দু’জনে। আবার এভির পারিবারিক ব্যবসার সঙ্গে জড়িয়ে ছিলেন বাপ-মা মরা কথার মামা। বিয়ের পরও তাদের আদায়-কাঁচকলায় সম্পর্ক তাঁদের। কিন্তু ফল্গুধারার মতো প্রবাহিত হয় প্রেম। কথার রয়েছে নানা সমস্যা সমাধান করার প্রতিভা।

কথার চরিত্রে অভিনয় করছেন সুস্মিতা দে। এর আগে দু’টি মেগা ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। তৃতীয় ধারাবাহিকও জনপ্রিয়তার শীর্ষে। এরই মধ্যে শোনা গিয়েছে, বাস্তবেও ‘পাচকমশাই’-রূপী সাহেব ভট্টাচার্যের সঙ্গে তাঁর সম্পর্কের একটা সমীকরণ তৈরি হয়েছে।

বক্সার ফুলকি

Image of Divyani Mondal

‘ফুলকি’র চরিত্রে দেখা যাচ্ছে দিব্যাণী মণ্ডলকে। ছবি: সংগৃহীত।

এ বছরের অন্যতম চর্চিত ধারাবাহিক ‘ফুলকি’। টিআরপি তালিকায় জোর টক্কর তার ‘কথা’ ধারাবাহিকের সঙ্গে। নায়িকা একজন লড়াকু বক্সার। তবে তারই মধ্যে রয়েছে প্রেম। ফুলকি দাস তাঁর স্যরের জন্য নিজের জান দিতেও প্রস্তুত। আসলে স্যরের স্বপ্নই পূরণ করছে ফুলকি। সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে পদক নিয়ে ফিরেছে। স্যর অবশ্য তাঁর স্বামীও। ছাত্রী থেকে স্ত্রী হওয়া ফুলকি শ্বশুরবাড়ির চোখের মণি। মূলধারার ধারাবাহিকগুলির মতো ‘শ্বশুরবাড়ির শয়তানি’ নেই এখানে। ফুলকির চরিত্রে রয়েছেন দিব্যাণী মণ্ডল। এটি তাঁর প্রথম ধারাবাহিক। আর প্রথম ধারাবাহিকেই বাজিমাত করেছেন দিব্যাণী।

কলোনির মেয়ে গীতা দুঁদে আইনজীবী

Image of Hiya Mukherjee

‘গীতা এলএলবি’ হিয়া মুখোপাধ্যায়ের প্রথম ধারাবাহিক না হলেও, এটিই তাঁকে পরিচিতি দিয়েছে। ছবি: সংগৃহীত।

গীতা কলোনির মেয়ে। পরিবারের অশান্তি নিত্যসঙ্গী। এমনিতে সাদামাঠা মেয়ে গীতা। অন্যায় দেখলেই হাত চলে তাঁর, আর আদালতে মুখ। এই মেয়ের অবশ্য ঘরকন্না সামাল দেওয়ার সময় নেই। সর্ব ক্ষণই সে অপরাধীদের পিছনে ছুটছে। অথবা, আদালতে মামলা লড়ছে। গীতার এই সফরে তাঁকে যোগ্য সঙ্গত করছে স্বামী স্বস্তিক। যাকে গীতা ডাকে স্বস্তিকবাবু নামে। গীতার শ্বশুরমশাইও দুঁদে আইনজীবী। আদালতও শ্বশুর-বৌমার সংঘাত দেখেছে দর্শক। কিন্তু বাড়িতে তাঁদের সম্পর্কের ছিঁটোফোটা প্রভাব পড়ে না। আর গীতার এই ডাকাবুকো স্বভাবের জন্যই যে টিআরপিতে বার বার প্রথম স্থান দখল করে নিয়েছে ‘গীতা এলএলবি’। গীতার চরিত্রে হিয়া মুখোপাধ্যায়ের প্রথম ধারাবাহিক না হলেও তাঁকে জনপ্রিয়তা এনে দিয়েছে এই ধারাবাহিকই, তা একবাক্যে মানেন হিয়াও।

৫০ পেরিয়েও দাপট পর্ণার

Image of Pallavi Sharma

দু’বছরেরও বেশি সময় ধরে পর্ণার চরিত্রে অভিনয় করছেন পল্লবী শর্মা। ছবি: সংগৃহীত।

পর্ণার চরিত্রে প্রায় দু’বছর কাটিয়ে ফেলেছেন পল্লবী শর্মা। ‘নিম ফুলের মধু’র জনপ্রিয়তায় কিন্তু এখনও তেমন ভাটা পড়েনি। সাংবাদিকতা ছিল পর্ণার নেশা। ঘর ও বাইরে সামাল দিতে গিয়ে আচমকাই টালমাটাল হয়ে যায় পর্ণার জীবন। এখন পর্ণার বয়স বেড়ে পঞ্চাশ। বয়সের সঙ্গে খানিক ভীতু হয়েছে কিন্তু দাপট কমেনি তাঁর।

সংসার সামলে ব্যবসায়ী শ্যামলী

Image of Shweta Bhattacharya

দৃঢ়চেতা ‘শ্যামলী’র ভূমিকায় শ্বেতা ভট্টাচার্য মন জয় করে নিয়েছে দর্শকের। ছবি: সংগৃহীত।

আর পাঁচজন সাধারণ মেয়ে মতোই ছিল শ্যামলী। কিন্তু, কপালের ফেরে বিয়ে হয়ে আসে সে জোড়া বাড়িতে। সেখানে ঢোকার পর পথ যে খুব মসৃণ ছিল, তেমন নয়। অনেক পরীক্ষা দিয়ে শ্বশুরবাড়ির মন জয় করেছে সে। এখন স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেলেও শ্বশুরবাড়ির ব্যবসার দায়িত্ব শ্যামলীর হাতেই। পুত্রবধূ থেকে বাড়ির মেয়ে হয়ে ওঠার এই গল্প দেখা গিয়েছে ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে। আর দৃঢ়চেতা শ্যামলীর ভূমিকায় শ্বেতা ভট্টাচার্য মন জয় করে নিয়েছে দর্শকেরও। তাঁর প্রভাব দেখা গিয়েছে টিআরপিতে।

অন্য বিষয়গুলি:

Look Back 2024 Bengali Mega Serial Bengali TV Serial Housewives
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy