অবশেষে স্বস্তি! ফিরে এলেন অনুরাগীরা। বুধবার সকাল থেকে হইহই কাণ্ড। আচমকা ফেসবুকে অনুরাগীর সংখ্যা কমে যাওয়ায় চিন্তায় প্রায় ঘুম উড়তে বসেছিল সকলের। তারকা থেকে সাধারণ মানুষ সকলের কপালে হাত। এ বার কী হবে? এত কমে গেল কী ভাবে? সেই চিন্তা করতে করতেই অনুরাগীদের সংখ্যা ফিরে পেলেন সবাই।
এ দিন আনন্দবাজার অনলাইনকে সংস্থার এক কর্মী জানিয়েছিলেন, বাইরে থেকে অনুরাগীর সংখ্যা কম দেখা গেলেও প্রোফাইলের মালিকরা নিজেদের অ্যাকাউন্টে ঢুঁ দিলে সেই পুরনো সংখ্যাই দেখতে পাবেন। নামবদল হয়ে ‘মেটা’ হওয়ার পর থেকেই ফেসবুক নিজের ভাবমূর্তি বদলানোর জন্য নিত্যনতুন ফিকিরে মজেছে। কখনও হয়তো কারা আপনার স্টেটাস পছন্দ করছেন তা দেখা যায় না। আবার কখনও ইনস্টাগ্রামের মতো রিলেই ভরে যাচ্ছে ফেসবুক ফিড। সে সবেরই নতুন ফিকির ছিল এই অনুরাগীদের সংখ্যা কমা। তবে তা যে ক্ষণস্থায়ী হবে, সেই আভাসই দিয়েছিলেন সংস্থার এক কর্মী।
আরও পড়ুন:
অভিনেত্রী স্বস্তিকা দত্ত এ প্রসঙ্গে বলেন, “কারণটা ঠিক ধরতে না পারলেও আশা করছি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে এই সমস্যা।” হলও ঠিক তেমনটাই। পাঁচ-ছয় ঘণ্টার মধ্যেই ঠিক হয়ে গেল সবটা। যদিও এটা কি প্রচার কৌশল, না কি প্রযুক্তিগত ত্রুটি ছিল, তার সঠিক উত্তর এখনও পাওয়া যায়নি।