Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Onir

Onir-Major J Suresh: ওনিরের চিত্রনাট্য বাতিল হওয়া নিয়ে মুখ খুললেন সমকামী প্রাক্তন সেনা আধিকারিক মেজর সুরেশ

ওনির এর আগেও প্রতিরক্ষা মন্ত্রকের বিরুদ্ধে মন্তব্য করেছেন। কিন্তু এ বার মুখ খুললেন খোদ মেজর জে সুরেশ। হতাশা প্রকাশ প্রাক্তন সেনা আধিকারিকের।

মেজর জে সুরেশ এবং ওনির

মেজর জে সুরেশ এবং ওনির

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২২ ২০:৩৩
Share: Save:

সমকামী সেনা আধিকারিকের জীবনকাহিনি নিয়ে চিত্রনাট্য। ছবি বানানোর অনুমতি পাননি বাঙালি পরিচালক ওনির। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়ে দেয়, এই গল্প নিয়ে ছবি বানানো যাবে না। যাঁর জীবন নিয়ে তিনি গল্প লিখেছিলেন, তাঁর নাম মেজর জে সুরেশ। প্রাক্তন সেনা প্রধান। ওনির এর আগেও প্রতিরক্ষা মন্ত্রকের বিরুদ্ধে মন্তব্য করেছেন। কিন্তু এ বার মুখ খুললেন খোদ মেজর জে সুরেশ। হতাশা প্রকাশ করলেন প্রাক্তন সেনা আধিকারিক।

২০২০ সালে প্রথম বার নিজের যৌন পরিচয় নিয়ে লিখেছিলেন সুরেশ। তার পরে বিভিন্ন বিতর্কের সম্মুখীন হতে হয় তাঁকে। সুরেশের কথায়, ‘‘এটা মাথায় রাখা উচিত যে সেনাবাহিনীতে সমকামী পরিচয়ের সঙ্গে প্রান্তিক যৌনতার অধিকারের জন্য লড়াইটা সব থেকে কঠিন। প্রান্তিক যৌনতার মানুষদের এমনিতেই লড়তে হয় বিবাহের এবং দত্তক নেওয়ার অধিকার নিয়ে।’’

ওনিরের চিত্রনাট্য খারিজ হয়ে যাওয়া নিয়ে সুরেশের বক্তব্য, ‘‘প্রথমত ওনিরের বাক্‌স্বাধীনতা হরণ করা হয়েছে। দ্বিতীয়ত সেনাবাহিনীতে সমকামী পরিচয় নিয়ে সচেতনতার অভাব প্রকাশ পেয়েছে। আপাতত প্রথম সমস্যার সমাধান করতে হবে। কারণ দ্বিতীয়টির জন্য অনেক লম্বা পথ।’’

নতুন নিয়ম অনুযায়ী, কোনও চিত্রনাট্যে যদি ভারতীয় সেনার অনুষঙ্গ থাকে, তবে সংশ্লিষ্ট মন্ত্রকের কাছ থেকে অনুমতি চেয়ে নিতে হয়। ওনির চিত্রনাট্য পাঠানোর পরে সেখান থেকে তাঁকে জানানো হয়, চিত্রনাট্য নিয়ে কোনও সমস্যা নেই। কেবল সেনা আধিকারিককে সমকামী দেখানো হয়েছে বলে ছবি বানাতে দেওয়া হবে না। বলা হয়েছে, ‘‘এটি বেআইনি।’’

অন্য বিষয়গুলি:

Onir Homosexuality Defense Ministry
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE