ভরত তখতানি এবং এষা দেওল। ছবি: সংগৃহীত।
গত কয়েক দিন ধরেই মায়ানগরীতে জল্পনাম ঘর ভেঙেছে হেমা মালিনী-কন্যা এষা দেওলের। যদিও এ প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি নায়িকা। তবে নিত্যদিন জল্পনা যেন জিইয়ে রাখছেন এষা। যেমনটা করলেন সোমবার। ২২ জানুয়ারি অযোধ্যায় রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’ উদ্যাপনে ব্যস্ত মা। সেই সময় সমাজমাধ্যমের পাতায় নতুন পোস্ট মেয়ে এষার। নতুন বছরে যেন নতুন ইঙ্গিত দিলেন তিনি।
দিন কয়েক আগে এষা ইনস্টাগ্রামের পাতায় ১৮ বছর আগের একটি ভিডিয়ো পোস্ট করেছেন। এষা পোস্টে লেখেন, ‘‘মাঝে মাঝে কিছু জিনিসকে যেতে দেওয়াই ভাল।” ব্যস্, এই পোস্ট দেখা মাত্রই অনেকে তাঁর বিবাহবিচ্ছেদের ইঙ্গিত হিসাবেই ধরে নিয়েছেন। গত বছর প্রায় সব ক’টি অনু্ষ্ঠানে একাই এসেছেন এষা। হেমার জন্মদিন থেকে শুরু করে বলিউডের কোনও বিয়ের অনুষ্ঠান, সব জায়গায় একা এষা। আগে দেওল পরিবারের সব অনুষ্ঠানেই এষাকে দেখা যেত তাঁর স্বামীর সঙ্গে। গত কয়েক মাস ধরে নাকি ছাড়া ছাড়া ভাব যুগলের। শোনা যাচ্ছে, দুই মেয়েকে নিয়ে মায়ের বাড়িতে থাকেন অভিনেত্রী। সম্প্রতি আইরা খানের বিয়ের অনুষ্ঠানে মায়ের সঙ্গে দেখা যায় এষাকে। কানাঘুষো, অভিনেত্রীর শিল্পপতি স্বামী নাকি নতুন প্রেমিকাকে নিয়ে বেঙ্গালুরুতে থাকেন। এ বার ফের জল্পনা বাড়িয়ে এষা লেখেন, ‘‘নতুন বছর নতুন রঙে রাঙাব।’’ তা হলে কি আকারে ইঙ্গিতে নিজের বিবাহবিচ্ছেদের খবরেই সম্মতি দিচ্ছেন, নাকি নিছক হেঁয়ালি করছেন, এষাই জানেন সে কথা। ২০১২ সালের জুন মাসে হিরে ব্যবসায়ী ভরত তখতানির সঙ্গে গাঁটছড়া বাঁধেন এষা। ২০১৭ সালে প্রথম সন্তান রাধ্যার জন্ম দেন তিনি। তার দু’বছর পর দ্বিতীয় সন্তান মীরার জন্ম। সাজানো-গোছানো সংসার কি সত্যিই ভাঙনের পথে?
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy