আগামী ছবিতে তিনি কি চুমু খেয়েছেন? এখনও জানে না কেউ। পর্দায় তিনি চুমু খান বা না খান, বাস্তবে ইতিহাস গড়তে চলেছেন ইমরান হাশমি। ৩৮ বছর পরে কাশ্মীরে কোনও হিন্দি ছবির রেড কার্পেট প্রিমিয়ার হতে চলেছে। সবটাই ঘটছে ইমরানের আগামী ছবি ‘জ়িরো গ্রাউন্ড’-এর হাত ধরে।
একটা সময় হিন্দি ছবির শুটিং কাশ্মীর ছাড়া হতই না। বরফে মোড়া উপত্যকা, ফুলে সাজানো লেক, শিকারা, হাউসবোট— সৌন্দর্যের পসরা সাজিয়ে ‘ভূস্বর্গ’ বারে বারে ধরা দিয়েছে রুপোলি পর্দায়। সন্ত্রাসবাদ মাথাচাড়া দিতেই সে সব অতীত। অস্থির কাশ্মীর এর পর একাধিক বার ছবির বিষয় হয়েছে। কিন্তু সেখানে ছবিমুক্তি? সাহস দেখাননি প্রযোজকেরা। ইমরানের ছবির বিষয় কাশ্মীর, সেখানকার সন্ত্রাসবাদ। সম্ভবত সেই কারণেই সম্পর্কের শীতলতা বোধহয় একটু হলেও কাটল।
আরও পড়ুন:
খবর, ১৮ এপ্রিল ‘গ্রাউন্ড জ়িরো’র প্রিমিয়ার। ছবিটি ভারতীয় জওয়ান এবং সেনা অফিসারদের উদ্দেশে উৎসর্গ করেছেন প্রযোজক ফারহান আখতার, রীতেশ সিধওয়ানি। গল্পের কেন্দ্রে বিএসএফ কমান্ডান্ট নরেন্দ্র নাথ ধর দুবের জীবন। যিনি গাজী বাবার মৃত্যুদণ্ড কার্যকর করার অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন। এই অভিযানটি গত ৫০ বছরের মধ্যে বিএসএফের সেরা অভিযান হিসেবে স্বীকৃত। এই চরিত্রে দেখা যাবে ইমরানকে। বহু যুগ পরে, ছবির সিংহভাগ শুটিং কাশ্মীরে। পর্দায় একটা সময় ‘প্লে বয়’ ইমেজ নিয়ে নায়িকাদের ঠোঁট ঠাসা চুমু খেয়ে হাশমি থেকে ‘কিসমি’ হয়ে গিয়েছিলেন নায়ক। এ বার সম্পূর্ণ ভিন্ন মেজাজে ধরা দিতে চলেছেন। নতুন রূপে ধরা দিতে চলা অভিনেতাকে নিয়ে তাই বলিউডি দর্শকও যথেষ্ট আগ্রহী।