দেবলীনাকে মিস করেন তথাগত?
২ জুন থেকে নতুন ছবির শ্যুটিং শুরু করেছেন তথাগত মুখোপাধ্যায়। ছবির নাম, ‘মদ ছাড়ান গোপনে’। একটি রাতের ঘটনাকে কেন্দ্র করে ছবির চিত্রনাট্য সাজিয়েছেন পরিচালক। মধ্যরাতের উত্তর কলকাতার অলিগলি ফ্রেমবন্দি করছেন পরিচালক। ‘ওয়ান শট’ ছবি। তাই বেশ বড় চ্যালেঞ্জ। এক দিকে চলছে রোল ক্যামেরা, লাইট, অ্যাকশন অন্য দিকে চলছে অনলাইন সম্পাদনা। কেউ কলাকুশলীদের পোশাক সামলাচ্ছেন। ব্যস্ততা তুঙ্গে। কারওর নিশ্বাস ফেলার সুযোগ নেই। সবই আছে, সবই হচ্ছে। শুধু সঙ্গে নেই দেবলীনা। দেবলীনা দত্ত, যাঁকে ছাড়া একটা সময় তথাগতর বিন্দুমাত্র চলত না। তাঁর প্রথম ছবি ‘ভটভটি’র সেটে গিয়েও ঠিক তেমনই চিত্র দেখা গিয়েছিল। সবকিছু দেবলীনার তত্ত্বাবধানেই চলত।
সংসার থেকে সেট, সবকিছুরই দায়িত্ব ছিল তাঁর কাঁধে। পরিচালকের স্ত্রী বলে একটু বেশিই দায়িত্ব বর্তায় তাই নয় কী? কিন্তু,সময়ের সঙ্গে প্রতিটা সম্পর্কেরই সমীকরণ বদলায়। বদলেছে তথাগত, দেবলীনার সম্পর্কের সমীকরণও। দু’জনের দুটি পথ বেঁকে গিয়েছে দু’দিকে। স্ত্রী ছাড়াও দেবলীনা তথাগতর সহকর্মীও বটে। শ্যুটিংয়ের ফাঁকে সেই সহকর্মীকে কি এক মুহূর্তের জন্যও মিস করছেন না পরিচালক? আনন্দবাজার অনলাইনের তরফ থেকে এই প্রশ্ন করা হলে পরিচালকের উত্তর, “দেখুন, দেবলীনা সেই ছবির লুক এবং ডিজাইনের দায়িত্বে ছিলেন। ফলে অধিকাংশ সময়ই তিনি কাটাতেন ভ্যানে। হ্যাঁ, দেবলীনার একটা ক্ষমতা ছিল, তাই কাজগুলো খুব সহজেই হত। এখন হয় তো কিছু কিছু ক্ষেত্রে কাজ আটকে যায়, যেহেতু নতুন একজন এসেছেন ওঁর জায়গায়। দেবলীনার উপস্থিতি অবশ্যই একটা প্রভাব ফেলত, কিন্তু ওঁর অনুপস্থিতিতে কোনও কাজ আটকে থাকছে না বা অসুবিধা হচ্ছে না।’ তথাগত জানালেন শুধু দেবলীনার ক্ষেত্রেই নয়, তিনি না থাকলেও তাঁর জায়গায় কেউ না কেউ আসবে। তেমনই দেবলীনার জায়গাও ফাঁকা থাকেনি, পূরণ হয়ে গিয়েছে।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy