ইন্ডাস্ট্রিতে তিনি এখনও ‘বাবুর মা’। অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়কে এত দিন দজ্জাল শাশুড়ির চরিত্রে ‘নিমফুলের মধু’ ধারাবাহিকে দেখেছেন দর্শক। আবারও তিনি শাশুড়ি। যদিও লুক এবং চরিত্র সম্পূর্ণ আলাদা। ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে সোনার শাশুড়ির চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। বার বার কি একই ধরনের চরিত্রের সুযোগ আসছে অভিনেত্রীর? আনন্দবাজার ডট কমের তরফে প্রশ্ন করা হয় অরিজিতাকে।
তিনি অবশ্য এ কথা মানতে নারাজ। সম্পর্কের দিক থেকে দুই ধারাবাহিকেই তিনি শাশুড়ি। কিন্তু চরিত্রের গঠন বা গল্প পুরোটাই আলাদা। অভিনেত্রী বললেন, ‘‘আগের ধারাবাহিকে আমার চরিত্রটা খানিকটা ধূসর ছিল ঠিকই , কিন্তু এখানে আমি ভিলেন। ঠান্ডা মাথায় খুন করার ক্ষমতা রাখে এই চরিত্র। এখানে প্রতিশোধের গল্প দেখানো হচ্ছে।’’ কুচুটে শাশুড়ি আর বর্তমান চরিত্রের মধ্যে আকাশ-পাতাল তফাত আছে, দাবি অরিজিতার। তাই ‘টাইপকাস্ট’ হচ্ছেন না বলেই বিশ্বাস অভিনেত্রীর। অরিজিতা বলেন, ‘‘মাঝে ‘তেঁতুলপাতা’ ধারাবাহিকে একেবারে ইতিবাচক চরিত্রে অভিনয় করেছিলাম৷’’ সদ্য সৃজিত মুখোপাধ্যায়ের ‘কিলবিল সোসাইটি’ ছবিতে অভিনেত্রীর অভিনয় প্রশংসিত হয়েছে। শোনা যাচ্ছে আরও একটি নতুন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে।