Do you know Abhishek Bachchan and Aishwarya Rai Bachchan's combined net worth? dgtl
Entertainment news
অভিষেক-ঐশ্বর্যা যৌথ ভাবে কত টাকার মালিক জানেন?
এ হেন বলিউড জুটির সম্পত্তির পরিমাণ কত হতে পারে, তা আন্দাজ করতে পারেন?
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২০ ১৭:৩০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৩
বি-টাউনের অন্যতম জনপ্রিয় পরিবারের ছেলে অভিষেক বচ্চন এবং সেই পরিবারেরই বৌমা ঐশ্বর্যা। তার উপর অভিষেক এবং ঐশ্বর্যা নিজেরাও স্বমহিমায় ইন্ডাস্ট্রিতে পরিচিত। এ হেন বলিউড জুটির সম্পত্তির পরিমাণ কত হতে পারে, তা আন্দাজ করতে পারেন?
০২১৩
২০০৭ সালে ঐশ্বর্যা তাঁর নামের সঙ্গে বচ্চন পদবিটা জুড়ে ফেলেন। অভিষেককে বিয়ে করেন ঐশ্বর্যা। ‘ঢাই অক্ষর প্রেম কে’ ছবিতে তাঁরা দু’জনে একসঙ্গে অভিনয় করেছেন। তার পর থেকেই তাঁদের বন্ধুত্বের সূত্রপাত।
০৩১৩
বন্ধুত্ব ক্রমশ গাঢ় হতে হতে বচ্চন পরিবারের সদস্য হয়ে যান ঐশ্বর্যা। ২০১১ সালে অভিষেক এবং ঐশ্বর্যার মেয়ে আরাধ্যার জন্ম হয়। তার পর থেকে আরাধ্যাই তাঁদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।
০৪১৩
প্রতি বছর অভিষেক আর ঐশ্বর্যা বচ্চন কত উপার্জন করেন জানেন? আর যৌথ ভাবেই বা তাঁরা কত সম্পত্তির মালিক?
০৫১৩
বলিউডের পাশাপাশি খেলাধুলোতেও পা দিয়েছেন অভিষেক। প্রো কবাডি লিগের ফ্রাঞ্চাইজির মালিক তিনি। তাঁর দলের নাম জয়পুর পিঙ্ক প্যান্থারস।
০৬১৩
এ ছাড়া জুনিয়র বি ইন্ডিয়ান সুপার লিগ ফুটবল টিমেরও অন্যতম মালিক। তাঁর ফুটবল টিমের নাম চেন্নাই এফ সি।
০৭১৩
২০১৯ সালে রিপাবলিক ওয়ার্ল্ড-এ প্রকাশিত খবর অনুযায়ী, অভিষেক বচ্চনের সম্পত্তির পরিমাণ ২০০ কোটি টাকা। আর ফিনঅ্যাপ.কো.ইন অনুযায়ী, অভিষেক বচ্চনের সম্পত্তির পরিমাণ ২০৬ কোটি টাকা এবং তাঁর বার্ষিক আয় ২০ কোটি টাকা।
০৮১৩
আর ২০১৯ সালে টাইমস নাও-যে প্রকাশিত তথ্য অনুযায়ী, এই সম্পত্তির বাইরে অভিষেকের একটা জাগুয়ার এক্সজে, মার্সিডিজ এস৫০০, বেন্টলে সিজিটি, রেঞ্জ রোভার ভোগ এবং মুম্বইয়ের বান্দ্রায় একটা বিলাসবহুল অ্যাপার্টমেন্ট আছে।
০৯১৩
অন্যদিকে ঐশ্বর্যা একজন মডেল হিসাবে নিজের কেরিয়ার তৈরি করেছিলেন। ১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ড হন তিনি। তার পর তাঁর কেরিয়ার গ্রাফ ক্রমশ উপরের দিকে উঠেছে। বিশ্বব্যাপী একজন প্রভাবশালী তারকায় পরিণত হন তিনি।
১০১৩
২০০৯ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। ঐশ্বর্যাই প্রথম ভারতীয় অভিনেত্রী, যিনি ২০০৩ সালে কান ফিল্ম ফেস্টিভ্যালে জুরি সদস্য হয়েছিলেন।
১১১৩
টাইমস নাও-এর রিপোর্ট অনুযায়ী, ঐশ্বর্যার মোট সম্পত্তির পরিমাণ ২৫৮ কোটি টাকা। আর তাঁর বার্ষিক আয় ১৫ কোটি টাকা।
১২১৩
এ ছাড়া ঐশ্বর্যার আঙুলে একটা ৭০ লাখ টাকার আংটি আছে। আছে একটা মার্সিডিজ এস৫০০, বেন্টলে সিজিটি। এর বাইরে দুবাইয়ে স্যাচুয়ারি ফলস্-এ একটা ভিলা এবং মুম্বইয়ের বান্দ্রায় একটা অ্যাপার্টমেন্ট আছে।
১৩১৩
অতএব, ঐশ্বর্যা এবং অভিষেকের যৌথ সম্পত্তির পরিমাণ কত? দু’জনে প্রায় ৫০০ কোটি টাকার মালিক।