Advertisement
১৮ জানুয়ারি ২০২৫
Ganesh Chaturthi 2023

কোমর থেকে খুলে যাচ্ছে শাড়ি, অম্বানীদের গণেশ পুজোয় দিশার এমন সাজ দেখে বিরক্ত অনেকে

ভারতের সব থেকে ধনী শিল্পপতির বাড়ির গণেশ পুজোয় গিয়ে কটাক্ষের শিকার অভিনেত্রী দিশা পটানি।

Disha Patani trolled for how she wore a saree in Ambani family ganesh puja

দিশা পটানি। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৪৭
Share: Save:

মেদহীন চেহারা। তেমন উচ্চতা। দিশা পটানির সৌন্দর্যে বুঁদ অনেকেই। তাঁর সাহসী পোশাক নিয়ে নানা মুনির নানা মত। তবে এ বার দিশাকে কটুক্তি শুনতেই হল। উপলক্ষ্য অম্বানীদের বাড়ির গণেশ পুজো। সেখানেই হাজির ছিলেন বলিউড ও ক্রীড়া জগতের তাবড় সব তারকা। পোশাকের দিকে টেক্কা দিচ্ছেন একে অপরকে। এ দিন অভিনেতা অভিনেত্রীদের সকলকেই প্রায় দেখা গিয়েছিল সাবেকি পোশাকে। কিন্তু ভিড়ের মাঝে নজর কাড়লেন দিশা তাঁর শাড়ির কারণে। প্রায় কোমর থেকে অনেকটা নীচে শাড়ি, পিঠ প্রায় খোলা! সেই নিয়েই নিন্দার ঝড় উঠল।

নায়িকা মানেই তাঁদের নিত্যনতুন পোশাক। কে কত নতুন ভাবে, নতুন সাজে দর্শকের সামনে ধরা দেন, তা নিয়ে রীতিমতো প্রতিযোগিতা চলে। এর আগে পোশাকের কারণে বিভিন্ন সময় চর্চায় উঠে এসেছেন দিশা। এ বার দিশার শাড়ি নিয়ে প্রায় হইহই কাণ্ড। পিচ রঙা স্যাটিন শাড়িতে গ্ল্যামার ঠিকরে বেরোচ্ছে দিশার। তবে শাড়ির পরার ধরন ও ব্লাউজের কাটিং নিয়ে সমস্যা হল অনেকের। আসলে পুজোর অনুষ্ঠানে দিশার এমন সাজ ভাল ভাবে নেননি নেটাগরিকরা। কেউ লিখেছেন, ‘‘দিশার কি কোনও সমস্যা আছে? সে কী ভেবে এই পোশাকটা পরেছে? আমরা তো ভারতীয়।’’ এক জন লিখেছেন, ‘‘দিশার কি পোশাক নিয়ে কোনও জ্ঞান নেই।’’ তৃতীয় এক জনের মন্তব্য, ‘‘কোনও সাবেকি অনুষ্ঠানেও রক্ষণশীল ভাবে পোশাক পরতে হয়, দিশা কি জানেন না?’’ যদিও দর্শকের নেতিবাচক মন্তব্যে কান দিতে নারাজ দিশা। শেষ মুক্তি পাওয়া ছবি ‘এক ভিলেন রিটার্নস’ বক্স অফিসে ভাল ফল না করলেও তিনি পরবর্তী কাজ নিয়ে বেশ আশাবাদী। সম্প্রতি টাইগার শ্রফের সঙ্গে তার বিচ্ছেদের খবর ছড়ায়। তবে এর মাঝেই নতুন প্রেম খুঁজে পেয়েছেন দিশা।

অন্য বিষয়গুলি:

Ganesh Chaturthi 2023 Disha Patani Bollywood Actress Trolled Mukesh Ambani Nita Ambani
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy