Advertisement
০৯ জানুয়ারি ২০২৫

রাজনৈতিক ড্রামা নিয়ে রাজের আগামী ছবি

প্রধান চরিত্রে শুভশ্রী, সোহম, ঋত্বিক চক্রবর্তী, পার্নো মিত্র এবং স্বাতীলেখা সেনগুপ্ত বোঝা যাচ্ছে কাহিনির বয়স্ক চরিত্রটির কারণেই ছবির নাম ‘আম্মা’। ওই চরিত্রে দেখা যাবে স্বাতীলেখা সেনগুপ্তকে।

শুভশ্রী ও ঋত্বিক

শুভশ্রী ও ঋত্বিক

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০১৯ ০০:৫৫
Share: Save:

ছোট পর্দায় কাজ করার সময়ে তখনকার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে টেলিফিল্ম করেছিলেন রাজ চক্রবর্তী। তার পর ১৪ বছর কেটে গেলেও সেই পরিস্থিতি বদলায়নি। জাতপাত নিয়ে হানাহানি, হিংসা বরং আরও বেড়েছে। সমকালীন পরিস্থিতির কথা মাথায় রেখেই আগামী পলিটিক্যাল ড্রামার কাজ শুরু করতে চলেছেন রাজ। সেই টেলিফিল্মের কনসেপ্টে তৈরি এই ছবির নাম ‘আম্মা’।

এর আগেও তিনি রাজনৈতিক বিষয় নিয়ে ছবি করেছেন। বরুণ বিশ্বাসের ঘটনা নিয়ে ‘প্রলয়’ করেছিলেন। নতুন ছবিতে বর্ডার এলাকার একটি অঞ্চলের ঘটনা দেখাচ্ছেন। যেখানে জাত, ধর্ম নিয়ে নিত্যদিন অশান্তি চলে। খুন, জখম রোজকার ব্যাপার। সেই রকমই উত্তপ্ত পরিস্থিতিতে এক বয়স্ক মহিলার বাড়িতে আশ্রয় নেয় কাহিনির তিন চরিত্র। মহিলার বাড়িতে দেখাশোনার জন্য একটি মেয়ে থাকে। এই পাঁচ জনকে নিয়ে তৈরি হয় জটিল পরিস্থিতি। প্রত্যেকে তাদের অস্তিত্ব রক্ষার লড়াই চালাচ্ছে। যেহেতু ছবিটি রাজনৈতিক ড্রামা তাই স্বাভাবিক ভাবেই গল্পে টেনশন থাকবে। প্রত্যেকটি চরিত্রেরই অতীত রয়েছে। যার সঙ্গে জুড়ে যাচ্ছে তাদের বর্তমান। ‘‘আমি যেমন হিংসা-দাঙ্গা দেখাচ্ছি, তেমনই তার থেকে উত্তরণের রাস্তাও দেখাচ্ছি,’’ বলছিলেন রাজ।

কিন্তু পরিচালকের রাজনৈতিক অবস্থানের বিচারে এই ছবি করতে সমস্যা হবে না? বিশেষত বতর্মানে যে রাজনৈতিক দোলাচল চলছে রাজ্যে। ‘‘আমি প্রথমে পরিচালক। তার পর বাকি সব কিছু। বর্তমান পরিস্থিতি নিয়ে আমার বক্তব্য ছবির মাধ্যমেই তুলে ধরব,’’ বললেন রাজ।

পার্নো, সোহম এবং স্বাতীলেখা।

বোঝা যাচ্ছে কাহিনির বয়স্ক চরিত্রটির কারণেই ছবির নাম ‘আম্মা’। ওই চরিত্রে দেখা যাবে স্বাতীলেখা সেনগুপ্তকে। এই প্রথম রাজের ছবিতে অভিনয় করবেন তিনি। ঋত্বিক চক্রবর্তী, সোহম এবং শুভশ্রীর সঙ্গে পরিচালক অনেক বারই কাজ করেছেন। তাঁর ছবিতে নতুন মুখ পার্নো মিত্র। যিনি সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন। তৃণমূল ঘনিষ্ঠ রাজের জবাব, ‘‘আমি একজন অভিনেত্রীকে কাস্ট করেছি মাত্র।’’

তবে এই ছবিতে কে কোন চরিত্রে তা, এখনই স্পষ্ট করতে রাজি নন পরিচালক। ‘‘নাম বলে দিলেই ধর্ম, জাত নিয়ে বিভেদ সৃষ্টি হয়ে যায়। ছবির গল্পেও এই বিষয়টা ধরে রেখেছি।’’ কাহিনির শেষে একটি মোক্ষম টুইস্ট রেখেছেন পরিচালক।

সেপ্টেম্বরের মাঝামাঝি ‘আম্মা’র শুটিং শুরু হবে। তার আগে ওই মাসেই রিলিজ় করছে রাজের ‘পরিণীতা’। ‘আম্মা’র প্রযোজক রাজ নিজেই। চিত্রনাট্য পদ্মনাভ দাশগুপ্তর। ক্যামেরায় সৌমিক হালদার। নিজের পরিচিত ঘরানা থেকে বেরিয়ে পরিচালক কনটেন্ট ভিত্তিক ছবি করতে চাইছেন। ‘পরিণীতা’র পরে ‘আম্মা’ সেই পথেই আরও একটি পদক্ষেপ।

অন্য বিষয়গুলি:

Tollywood Bengali Cinema Celebrities Raj Chakraborty
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy