Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Dorod film release

পালাবদলের পর বাংলাদেশে মুক্তি পাচ্ছে শাকিবের ছবি, ‘দরদ’ নিয়ে আত্মবিশ্বাসী পরিচালক, কী বললেন?

শুক্রবার বাংলাদেশ-সহ ২১টি দেশে মুক্তি পাচ্ছে ‘দরদ’। পাঁচ বছর পর এই প্রথম উৎসব ছাড়াই বাংলাদেশে মুক্তি পাচ্ছে শাকিবের কোনও ছবি। ছবি নিয়ে আশাবাদী পরিচালক অনন্য মামুন।

image of Shakib Khan in Dorod

‘দরদ’ ছবির একটি দৃশ্যে শাকিব খান। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ১৯:২৭
Share: Save:

কয়েক মাস আগেই মুক্তি পেয়েছিল ‘তুফান’। ইদের আবহে শাকিব খান অভিনীত ছবিটি বাংলাদেশের বক্স অফিসে ঝড় তুলেছিল। বছরশেষে ঢালিউডে আরও এক বার বড় পর্দায় আসছেন শাকিব। শুক্রবার পড়শি দেশে মুক্তি পাচ্ছে ‘দরদ’। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় তৈরি এই ছবি নিয়ে আশাবাদী নির্মাতারা।

বাংলাদেশে ৮৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘দরদ’। চলতি সপ্তাহের শুরু থেকেই ছবির অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বাংলাদেশ ছাড়াও অন্য ২১টি দেশে একই সঙ্গে মুক্তি পাচ্ছে ছবিটি। ‘দরদ’ নিয়ে কতটা আশাবাদী পরিচালক অনন্য মামুন? বাংলাদেশ থেকে আনন্দবাজার অনলাইনকে পরিচালক বললেন, ‘‘খুব ভাল প্রতিক্রিয়া। পর পর শো হাউসফুল হচ্ছে। শুক্রবারের সব শো ইতিমধ্যেই হাউসফুল হয়ে গিয়েছে। আশা করছি ছবিটা নতুন নজির গড়বে।’’

ভারতের প্রেক্ষাপটে ছবির গল্প বুনেছেন পরিচালক। কিন্তু শুক্রবার ভারতে ছবিটি মুক্তি পাচ্ছে না কেন? অনন্য বললেন, ‘‘প্রথমে একসঙ্গেই মুক্তির পরিকল্পনা ছিল। কিন্তু ‘পাইরেসি’র কথা ভেবেই আমরা পিছিয়ে আসি। তাই বাংলাদেশে মুক্তির দু’সপ্তাহ পর ভারতে ‘দরদ’ মুক্তি পাবে।’’ সাম্প্রতিক অতীতে বাংলাদেশি ছবি এ দেশে আশানুরূপ ব্যবসা করতে পারেনি। তবে অনন্য তাঁর ছবি নিয়ে আশাবাদী। তাঁর যুক্তি, ‘‘গল্পটা ভারতের। ভারতের বিভিন্ন ইন্ডাস্ট্রির অভিনেতারাও রয়েছেন। সর্বভারতীয় স্তরে ছবিটা মুক্তি পাবে। তাই মনে হচ্ছে দর্শক ছবিটা দেখবেন।’’

Image of Anonno Mamun

‘দরদ’ ছবির পরিচালক অনন্য মামুন। ছবি: সংগৃহীত।

চলতি বছরে শাকিব অভিনীত দু’টি ছবি মুক্তি পেয়েছে— ‘রাজকুমার’ এবং ‘তুফান’। এই দু’টি ছবিই মুক্তি পেয়েছিল ইদের আবহে। উৎসবে বাংলা ছবি দেখতে পছন্দ করেন দর্শক। তবে প্রায় পাঁচ বছর পর এই প্রথম কোনও উৎসব ছাড়াই শাকিবের ছবি মুক্তি পাচ্ছে। তিনি কি চিন্তিত? অনন্যের কথায়, ‘‘শুরুতে একটু চিন্তা ছিল। কিন্তু যে ভাবে দর্শকের প্রতিক্রিয়া পাচ্ছি, তার ফলে এখন আর চিন্তা হচ্ছে না। আশা করছি ছবিটা দর্শকের পছন্দ হবে।’’

কয়েক মাস আগেই রাজনৈতিক পালাবদলকে কেন্দ্র করে উত্তাল হয় বাংলাদেশ। ‘তুফান’-এর পর তাই কোনও বড় ছবিও সে দেশে মুক্তি পায়নি। ধীরে ধীরে দৈনন্দিন জীবনের মূলস্রোতে ফিরছেন সে দেশের মানুষ। অনন্যের মতে, এই ছবিকে ঘিরে আশায় বুক বেঁধেছেন বাংলাদেশের হল মলিকেরা। তাঁর কথায়, ‘‘প্রত্যেকেই ছবিটা দেখাতে আগ্রহী। প্রচুর ফোন আসছে। সিনেমা ব্যবসার সঙ্গে সংযুক্ত মানুষের কাছে আগামী কয়েক দিন খুব ভাল সময় হতে চলেছে।’’

‘দরদ’ ছবিতে শাকিব ছাড়াও রয়েছেন সোনাল চৌহান, রাহুল দেব, পায়েল সরকার, রাজেশ শর্মা প্রমুখ। ভারতে মুক্তি পেলে ছবিটা কী রকম ব্যবসা করে, সে দিকে নজর থাকবে।

অন্য বিষয়গুলি:

Dorod Bangladeshi Film Shakib Khan Dhallywood Anonno Mamun Box Office Indo Bangladesh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy