Advertisement
E-Paper

‘দিল’ জিততে শহরে দিলজিৎ, হলুদ ট্যাক্সিতে হাওড়া ব্রিজে শুনছেন ‘শুনেছি সে দিন’, কনসার্ট শনিতে

দিলজিৎ ও মৌসুমী ভৌমিকের আলাপ-পরিচয় রয়েছে বলে অতীতে তেমন তথ্য মেলেনি। তবু কলকাতায় এসে দিলজিৎ মজে রইলেন বাঙালি শিল্পীর গানে!

দিলজিতের কলকাতা দর্শন।

দিলজিতের কলকাতা দর্শন। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ ১৭:০৩
Share
Save

দু’জন ভিন্ন প্রজন্মের সঙ্গীতশিল্পী। তাঁদের গাওয়া গানের ধরনও আলাদা। যাপনেও নেই বিন্দুমাত্র মিল। রয়েছে ভাষাগত পার্থক্যও। কিন্ত, তাতে ফারাক পড়ল না অনুরক্তির। গানই এক করে দিল দুই শিল্পীকে। এক জন বাংলার খ্যাতনামী শিল্পী মৌসুমী ভৌমিক। বার বার তাঁর কণ্ঠে প্রেম-অপ্রেম-প্রতিবাদ-উদাসীনতার গান শুনেছেন শ্রোতারা। অন্য জন বর্তমান প্রজন্মের দামি ও নামী গায়ক দিলজিৎ দোসাঞ্জ। তাঁদের মধ্যে যে চেনাজানা রয়েছে, তেমন প্রমাণও আগে মেলেনি। তবে দিলজিতের কলকাতা ভ্রমণে সঙ্গী হয়ে রইল মৌসুমীর গান!

৩০ নভেম্বর শনিবার দিলজিতের প্রথম বার কলকাতায় অনুষ্ঠান। দিল্লি, জয়পুর, হায়দরাবাদ, অমদাবাদ, লখনউ, পুণে ঘুরে এ বার কল্লোলিনীর বুকে দিলজিৎ। অনুষ্ঠান শনিবার হলেও গত ২৭ নভেম্বর শহরে এসে পৌঁছেছেন তিনি। অনুষ্ঠানের আগে হাতে দু’দিন সময় পেয়েছেন। এর ফাঁকেই কলকাতা ঘুরে দেখলেন তিনি। শহর কলকাতার অভিজ্ঞানচিহ্ন হলুদ ট্যাক্সি চেপে কখনও হাওড়া ব্রিজের নীচ দিয়ে গিয়েছেন, কখনও আবার গঙ্গার ঘাটে সময় কাটিয়েছেন। ঘুরে দেখেছেন শহরের ফুলের বাজার। হাতে কখনও গোলাপের তোড়া। দিলজিতের এ হেন কলকাতা ভ্রমণে সঙ্গী হয়ে থাকল মৌসুমী ভৌমিকের গান ‘আমি শুনেছি সে দিন’।

দিলজিতের এই ভিডিয়োতে তাঁকে স্বাগত জানিয়েছেন কলকাতাবাসীও। তাঁর শোয়ের টিকিট নিয়ে প্রথম থেকেই যথেষ্ট চাহিদা ছিল। কেউ টিকিট পেয়েছেন, কেউ নিরাশ হয়েছেন। কিন্তু প্রথম বার শহরে তাঁর শো-এ বাংলায় কি কিছু গাইবেন গায়ক— প্রশ্ন শহরের অনুরাগীদের অন্তরে।

Diljit Dosanjh Dil luminati tour Punjabi Singer Moushumi Bhowmik Bollywood Star Howrah Bridge

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}