Advertisement
০৩ জানুয়ারি ২০২৫
Diljit Dosanjh

মনমোহন সিংহকে গানের অনুষ্ঠান উৎসর্গ করলেন দিলজিৎ, শোনালেন আদর্শের কথাও

গত কয়েক মাস ধরে দেশের বিভিন্ন রাজ্যে শো করছেন দিলজিৎ। রবিবার গুয়াহাটিতে ছিল শিল্পীর এই পর্বের শেষ কনসার্ট।

Diljit Dosanjh dedicates Guwahati concert to late Indian prime minister Manmohan Singh

(বাঁ দিকে) মনমোহন সিংহ। দিলজিৎ দোসাঞ্জ (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ১৩:৩৪
Share: Save:

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের মৃত্যুতে কেন নীরব ক্রীড়া ও চলচ্চিত্র জগতের তারকারা? রবিবার এই প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সে দিনই নিজের সঙ্গীতানুষ্ঠান প্রাক্তন প্রধানমন্ত্রীকে উৎসর্গ করেছেন পঞ্জাবি সঙ্গীতশিল্পী দিলজিৎ দোসাঞ্জ।

গত কয়েক মাসে সারা দেশে একের পর এক সঙ্গীতানুষ্ঠান করছেন গায়ক। রবিবার গুয়াহাটিতে ছিল সেই ‘দিল লুমিনাটি’ ট্যুরের শেষ অনুষ্ঠান। গানের অনুষ্ঠানের মধ্যেই তিনি স্মরণ করলেন সদ্যপ্রয়াত মনমোহন সিংহকে। গোটা অনুষ্ঠানটি উৎসর্গ করার কথা জানালেন প্রাক্তন প্রধানমন্ত্রীকে।

রবিবার রাতে ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন দিলজিৎ নিজেই। সেখানে শিল্পী বলেন, ‘‘ওঁর সফরের দিকে তাকালে বুঝতে পারি তিনি খুবই সাধারণ এক জীবনযাপন করেছেন। আর কেউ কখনও তাঁকে খারাপ কিছু বললেও তিনি কখনও তাঁর পাল্টা উত্তর দেননি। যদিও রাজনীতিতে সেটা সব থেকে কঠিন বিষয়।’’ দিলজিৎ জানান, কনসার্টটি তিনি প্রাক্তন প্রধানমন্ত্রীকে উৎসর্গ করেছেন। ঠিক তখন মঞ্চের পিছনে ফুটে ওঠে মনমোহন সিংহের ছবি।

দিলজিৎ জানান, বর্তমান প্রজন্ম মনমোহন সিংহের থেকে অনেক কিছু শিখতে পারে। তিনি বলেন, ‘‘যাঁরা আমাদের বিষয়ে খারাপ কথা বলছেন, তাঁরাও কিন্তু ঈশ্বরেরই একটি রূপ।’’ বৃহস্পতিবার রাত ৯টা ৫১ মিনিটে দিল্লির এমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী পদে থাকা মনমোহন। বর্ষীয়ান এই রাজনীতিক এবং অর্থনীতিবিদ বয়সজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন।

অন্য বিষয়গুলি:

Diljit Dosanjh Singer manmohan singh dr. manmohan singh Concert Bollywood News Punjabi Singer
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy