Advertisement
২৪ ডিসেম্বর ২০২৪
Anushka Sharma

অনুষ্কা শর্মার ভাইয়ের সঙ্গে সম্পর্কে সিলমোহর স্বস্তিকার সহ-অভিনেত্রীর

বর্ষবরণের রাতেই নিজের ভালবাসার কথা স্বীকার করে নিলেন তৃপ্তি দিমরি! সোহাগভরা ছবি দিলেন অভিনেত্রী অনুষ্কা শর্মার ভাইয়ের সঙ্গে।

অনুষ্কার ভাইয়ের সঙ্গে সম্পর্কের কথা কবুল  তৃপ্তির।

অনুষ্কার ভাইয়ের সঙ্গে সম্পর্কের কথা কবুল তৃপ্তির। সংগৃহীত।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৩ ১৬:৪২
Share: Save:

বেশ কয়েক দিন ধরেই মায়ানগরীতে গুঞ্জন চলছিল, উঠতি এক অভিনেত্রীর প্রেমে পড়েছেন অনুষ্কা শর্মার ভাই তথা প্রযোজক কর্ণেশ শর্মা। নায়িকা এই প্রজন্মের অন্যতম উদীয়মান ও সম্ভবনাময় অভিনেত্রী। ‘বুলবুল’ ছবিটির মাধ্যমে পরিচিতি পেয়েছেন, সাম্প্রতিক সময়ে ‘কলা’ ছবিতে তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছে। এই ছবিতে স্বস্তিকা মুখোপাধ্যায়কে দেখা গিয়েছে তৃপ্তির মায়ের চরিত্রে। ছবিতে মা-মেয়ের সম্পর্কের সমীকরণ নজর কেড়েছে দর্শকদের। বর্ষবরণের রাতেই নিজের ভালবাসার কথা স্বীকার করে নিলেন ‘কলা’ ছবিতে স্বস্তিকার সহ-অভিনেত্রী তৃপ্তি দিমরি! সোহাগভরা ছবি দিলেন অভিনেত্রী অনুষ্কা শর্মার ভাইয়ের সঙ্গে।

অনুষ্কা শর্মার ভাই কর্ণেশ শর্মা ইন্ডাস্ট্রির অন্দরে পরিচিত মুখ। ‘পরি’, ‘ফিলৌরি’, ‘বুলবুল’, ‘কলা’-সহ একাধিক ছবির প্রযোজক তিনি। শোনা যায়, ‘বুলবুল’ ছবির সময় থেকে তৃপ্তির প্রেমে পড়েন কর্ণেশ। ধীরে ধীরে সম্পর্ক গভীর হয় তাঁদের। যদিও এত দিন গোটাটাই গোপনে রেখেছিলেন তাঁরা। তবে ২০২২-এর শেষ রাতে নিজের ভালবাসার মানুষের সঙ্গে পরিচয় করালেন অভিনেত্রী। সমাজমাধ্যমে পোস্ট করা একটি ছবিতে দেখা যাচ্ছে, শীতের রাতে কর্ণেশের গালে গাল ঠেকিয়ে জড়িয়ে ধরে রয়েছেন তৃপ্তি। ছবির বিবরণীতে লিখেছেন, ‘‘আমার ভালবাসা।’’ প্রেমমাখা এই ছবি বলে দিচ্ছে, একে অপরের মধ্যে ডুবে রয়েছেন তাঁরা।

দেহরাদূনের মেয়ে তৃপ্তির বলিউডে অভিষেক হয় ‘পোস্টার বয়েজ’ ছবির মাধ্যমে ২০১৭ সালে। তার পর ইমতিয়াজ আলির পরিচালনায় ‘লায়লা মজনু’ ছবিতে দেখা যায় তাঁকে। তবে ‘বুলবুল’ তৃপ্তির কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। হবু ননদ অনুষ্কা শর্মার সঙ্গে তাঁর সম্পর্ক কেমন? জানার কৌতূহল রয়েছে একাংশের। যতটুকু জানা গিয়েছে, অনুষ্কা ও তৃপ্তির মধ্যে বন্ধুত্ব বেশ গাঢ়।

অন্য বিষয়গুলি:

Anushka Sharma Tripti Dimri
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy