Advertisement
১৯ ডিসেম্বর ২০২৪
TRP Ratings

Television: লালন-ফুলঝুরির বিয়ে দিয়ে ‘ধুলোকণা’ বাংলা সেরা, ধারাবাহিকের যুদ্ধে পিছিয়ে কারা?

লালন-ফুলঝুরির বিয়ে হতেই হাঁফ ছেড়েছেন দর্শক। বাংলা সেরার পালক ধারাবাহিক ‘ধুলোকণা’র মুকুটে। গান শুনিয়ে মন কাড়ছে ‘সারেগামাপা’-ও।

ধারাবাহিকের যুদ্ধে এগিয়ে কারা?

ধারাবাহিকের যুদ্ধে এগিয়ে কারা?

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩০ জুন ২০২২ ১৩:২৩
Share: Save:

মেলালেন তিনি মেলালেন! অনুরাগীদের দেওয়া ছোট পর্দার ‘রঞ্জিত মল্লিক’ তকমা সার্থক! লালন-ফুলঝুরির বিয়ে দিলেন তথাগত মুখোপাধ্যায় ওরফে ‘অঙ্কুর’। তাতেই বাজিমাত। ৮.০ পেয়ে ফের রেটিং চার্টে পয়লা নম্বরে ধারাবাহিক ‘ধুলোকণা’। প্রথম বিয়ে থাকতেই কী করে দ্বিতীয় বিয়ে হবে? আদৌ লালন-ফুলঝুরির বিয়ে হবে তো? এই সব প্রশ্ন অতীত। ধারাবাহিকের সেটেও দ্বিগুণ উল্লাস। হোক নকল সাতপাক। তবু বিয়ে বিয়ে গন্ধ আছে তো! তার সঙ্গেই জুড়েছে ‘বাংলা সেরা’ হওয়ার আনন্দ। চওড়া হাসি তথাগতর মুখেও। আনন্দবাজার অনলাইনকে বলেছেন, ‘‘লীনা গঙ্গোপাধ্যায়ের উপরে আমার প্রচণ্ড ভরসা। দিদি যা করেন বুঝেই করেন। এটা তারই ফলাফল।’’

এ সপ্তাহেও দ্বিতীয় স্থান ধরে রেখেছে ‘গাঁটছড়া’। বিক্রি হয়ে যাওয়া বাড়ি উদ্ধার করেছে ঋদ্ধি-খড়ি। দর্শকদের বাড়তি পাওনা গৌরব চট্টোপাধ্যায়-শোলাঙ্কি রায়ের প্রেম। উত্তমকুমারের নাতির রোম্যান্টিক দৃশ্য মানেই নেপথ্যে হেমন্ত মুখোপাধ্যায়ের নস্টালজিয়া। সব মিলিয়ে এ সপ্তাহে ধারাবাহিকের ঝুলিতে ৭.৯। তৃতীয় স্থানে ‘রিকি দ্য রকস্টার’। সিদ্ধার্থের ‘রকস্টার’ ইমেজ সত্যিই ‘রকিং’। ‘মিঠাই’ ৭.৮ পেয়ে তৃতীয়।

গত সপ্তাহে ‘আলতা ফড়িং’ ছিল বাংলা সেরা। এ সপ্তাহে ৭.৭ পেয়ে ধারাবাহিকটি চতুর্থ। কী কারণে বৃহস্পতিবারের যুদ্ধে পিছিয়ে ফড়িং? টেলিপাড়া বলছে, পরিবারের গুরুজনদের ফড়িংয়ের ক্রমাগত ‘তুই’ সম্বোধন নাকি একঘেয়ে লাগছে দর্শকদের। ৭.৬ পেয়ে পঞ্চমে জি বাংলার ‘গৌরী এল’। সম্প্রচারণের শুরু থেকেই ভাল ফল করছে জি বাংলার ‘সারেগামাপা’। এ সপ্তাহে গানের রিয়্যালিটি শো-টি নবম স্থানে।

বাকিরা কে কোথায়? জানতে চোখ রাখুন রেটিং চার্টে—

চোখ রাখুন রেটিং চার্টে—

চোখ রাখুন রেটিং চার্টে— গ্রাফিক: শৌভিক দেবনাথ।

অন্য বিষয়গুলি:

TRP Ratings TRP Chart Star Jalsa Zee Bangla
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy