Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Divya Bhatnagar

দিব্যা ভাটনগরের বিস্ফোরক অডিও ক্লিপিং প্রকাশ্যে আনলেন বন্ধু দেবলীনা

দিব্যার চলে যাওয়াটা মেনে নিতে পারছেন না তাঁর বন্ধু।

‘সাথ নিভানা সাথিয়া’ ধারাবাহিকে কাজ করার সময় থেকে বন্ধুত্ব গড়ে ওঠে দিব্যা এবং দেবলীনার।

‘সাথ নিভানা সাথিয়া’ ধারাবাহিকে কাজ করার সময় থেকে বন্ধুত্ব গড়ে ওঠে দিব্যা এবং দেবলীনার।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২০ ২০:২৯
Share: Save:

অভিনেত্রী দিব্যা ভাটনগরের মৃত্যু ঘিরে ক্রমশ বিতর্ক দানা বাঁধছে। দিন কয়েক আগে অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য জানিয়েছিলেন, দিব্যার স্বামী গগন তাঁকে দিনের পর দিন মানসিক এবং শারীরিক নির্যাতন করতেন এবং সেই কারণেই রোগের সঙ্গে লড়াই করার ক্ষমতা ছিল না দিব্যার।

শুক্রবার ফের নিজের ইনস্টগ্রামে একটি অডিও ক্লিপিং শেয়ার করেন দেবলীনা। সেখানে রেকর্ড হওয়া কথাগুলি দিব্যা বলেছিলেন বলে দাবি করেন দেবলীনা। গগন তাঁকে কী ভাবে অত্যাচার করতেন সে কথাই সেই ক্লিপিংয়ে বলতে শোনা যাচ্ছে তাঁকে। সেখানে বলা হয়েছে, দিব্যা তাঁর প্রতি চলতে থাকা নির্যাতন নিয়ে মুখ খুললে গগন তাঁর মা এবং ভাইয়ের ক্ষতি করতে পারেন, সেই ভয়ে দিব্যা সব সহ্য করেও চুপ করে ছিলেন। গগনের তাঁকে বেল্ট, জুতো দিয়ে মারধরের কথাও উঠে আসে সেই ক্লিপিং থেকে।

এই অডিয়ো ক্লিপিংটি শেয়ার করে দেবলীনা লেখেন, ‘আমরা তাও অপরাধ ঘটার জন্য অপেক্ষা করি। মানুষ শুধু তামাশা দেখে। ওই আসামীটা এখনও স্বাধীন ভাবে ঘুরছে এবং মানুষের থেকে সমর্থন চাইছে। মানুষ কতটা নির্লজ্জ এবং নির্দয় হতে পারে। ওই আসামীটাকে যত তাড়াতাড়ি সম্ভব জেলে পাঠানো দরকার।’

A post shared by Devoleena Bhattacharjee (@devoleena)

‘সাথ নিভানা সাথিয়া’ ধারাবাহিকে কাজ করার সময় থেকে বন্ধুত্ব গড়ে ওঠে দিব্যা এবং দেবলীনার। তবে গগনের সঙ্গে বিয়ে হওয়ার পর দেবলীনার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে দিব্যার। এ ভাবে দিব্যার চলে যাওয়াটা মেনে নিতে পারছেন না তাঁর বন্ধু। যাঁরা দুঃসময়ে দিব্যার পাশে ছিলেন না তাঁদের জন্য দেবলীনা লেখেন, ‘দিব্যার অগুনতি তথাকথিত শুভাকাঙ্ক্ষী এবং বন্ধুরা কোথায় গেলেন? থাকতে হলে দিব্যার বাড়ি, খেতে হলেও দিব্যার খাবার। কিন্তু আজ বিপদের আঁচ পেয়ে স্বার্থপরেরা কুমিরের কান্না কেঁদে লুকিয়ে পড়েছে।’

কয়েক দিন আগে দিব্যার পরিবার একটি স্মরণসভার আয়োজন করেছিল। সেখানেও তাঁদের পাশে উপস্থিত ছিলেন দেবলীনা।

আরও পড়ুন: বাংলার হাত ধরল কর্নাটক, আসছে ‘কণ্ঠ ক্লাব’

আরও পড়ুন: করোনায় অভিনয় ছেড়ে নার্সিং, স্ট্রোকে আক্রান্ত শিখা এখন হাসপাতালে​

অন্য বিষয়গুলি:

Divya Bhatnagar Devolina Bhattachrya Actress Bollywood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy